বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা সংহতি ময়দানে রক্তদান শিবির করলো SFI ও DYFI
2024-05-08
উত্তরের হাওয়া, ৮ মেঃ ভয়াবহ রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছরও আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা সংহতি ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে।এই রক্তদান শিবিরের পূর্বে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে পয়লা মে থেকে ৭ই মে পর্যন্ত থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনাতামূলক প্রচার অভিযান করা চলে ।উপস্থিত ছিলেন ড: নির্মল্য মন্ডল,বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার,বিশিষ্ট কবি শুভাশিস দাস,গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রবীর পাল,এমদাদুল হক,এসএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আবির দেব,সভাপতি সুব্রত রায়,জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র,জেলা কমিটির সদস্য আকাশ সাহা,ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,সভাপতি উজ্জ্বল গুহ,রাজ্য কমিটির সদস্য পূরবী মিত্র,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস বর্মন,ডিওয়াইএফআই নেতৃত্ব সোহম চক্রবর্ত্তী,সৌরভ সরকার,অনিকেশ বর্মন,কৌশিক রায়,মনিরুল হক,অভিক সরকার সহ অন্যান্যরা।আজকের এই শিবিরে ৭ জন যুবতী রক্তদাতা সহ মোট ৪১ জন রক্তদান করেন।সংগঠণের তরফে সুস্থ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।ডিওয়াইএফআই নেতৃত্ব শুভ্রালোক দাস জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির করলাম ও বিগত সাতদিন ধরে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতা মূলক প্রচার অভিযান চলেছে।শুধু আজকের এই শিবির নয় ধারাবাহিক ভাবে আমরা সারা বছর রোগীদের প্রয়োজনে রক্তদান করে থাকি।