দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত দ্য গ্রেটেস্ট শো
2024-11-03
উত্তরের হাওয়া, ৩ নভেম্বেরঃ দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত স্থানীয় মহামায়া পাটে ৬৩ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের তৃতীয় দিন মহিলা - পুরুষ যোগাসন প্রতিযোগিতায় সবমিলে সাড়ে চার শত বেশি প্রতিযোগী হয়। সহস্রধিক যোগানুরাগী দর্শকদের উপস্থিতিতে দুপুর ২টায় শুরু হয়ে রাত ১২টায় এই প্রতিযোগিতা শেষ হয়।
ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন প্রতিযোগিতার ফলাফল ৩-৬ বছর বয়সী গ্রুপে বালিকা বিভাগে ১ম স্নেহা বর্মন , ২য় পায়েল বর্মন ও ৩য় হয় শুভশ্রী দাস এবং বালক বিভাগে হিয়ন ঘোষ, কুশল সরকার ও লিখন সাহা যথাক্রমে ১ম ২য় ও ৩য় হয়। ৬-১০ বছর বয়সীতে বালিকা বিভাগে ১ম জাগরীতি আচার্য, ২য় বিপ্রপর্ণা সরকার ও ৩য় মাহিশ্রী দেব ও বালক বিভাগে ১ম ২য় ও ৩য় হয় যথাক্রমে মনীত বর্মন, অঙ্কুর বর্মন ও জয় বর্মন । ১০-১৪ বছর বয়সী বালিকা গ্রুপে অদ্রিজা রায়, সোনাই দাস ও শ্রীজা সাহা যথাক্রমে ১ম ২য় ৩য় হয় ও বালক বিভাগে ১ম দীপতায়ন দে, ২য় অনির্বাণ কর্মকার ও ৩য় রুদ্র সাহা হয় । ১৪ বছরের উর্ধ্বে বালিকা বিভাগে ১ম ২য় ৩য় হন যথাক্রমে রাজস্মিতা রায় , সমরিদ্ধী দে ও সঞ্চারী পালচৌধূরী ও বালক গ্রুপে গৌরব সাহা ১ম রুদ্র সাহা ২য় ও মৈনাক নন্দী ৩য় হয়। আর মহিলা ভেটারেন্স বিভাগে ১ম সুজাতা বর্মন, ২য় দেবলীনা আচার্য্য ও ৩য় শ্রেষ্ঠা দেবনাথ হন। পুরুষ ভেটারেন্স গ্রুপে বিপুল বর্মন ১ম গৌতম দাস ২য় ও দুলাল চন্দ্র রায় ৩য় হন।
আগামীকাল রবিবার এই মঞ্চে আকর্ষণীয় বডিবিল্ডিং প্রতিযোগিতার সঙ্গে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সবশেষে মিঃ ইন্ডিয়া ও মিঃ হিমালয়া সোনম তামাং এর দেহসৌষ্ঠব প্রদর্শনী বলে জানালেন বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা।