পুজোর বাজার ফেলে দিনহাটায় ওষুধের দোকানে ভিড়, ডেঙ্গিতে আতঙ্ক বামনহাটের বাতাসুরকুঠি গ্রামবাসীর।
2025-09-15
উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: পুজোর মুখে দিনহাটার বাতাসুরকুটি গ্রাম যেন উৎসবের রঙ হারিয়েছে। নতুন জামা-কাপড় কেনার ভিড়ের বদলে স্থানীয়দের চোখে পড়ছে ওষুধের দোকান আর স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন।
মাত্র দু’দিনে দিনহাটা মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই দিনহাটা-২ ব্লকের, আর ২ জন দিনহাটা-১ ব্লকের বাসিন্দা। আক্রান্তদের বেশিরভাগেরই ভ্রমণ ইতিহাস নেই—অর্থাৎ রোগ ছড়াচ্ছে স্থানীয় স্তরেই।
“ছেলের শরীর হঠাৎ জ্বরে কাবু হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে জানাল ডেঙ্গি,” বললেন বাতাসুরকুটির এক অভিভাবক। কারও কপালে স্যালাইন, কেউ আবার হাসপাতালের শয্যায় দিন গুনছেন। ফলে গ্রামজুড়ে এখন উৎসবের আলোচনার বদলে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া।
বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা ভরছে একের পর এক রোগীতে। ভারপ্রাপ্ত বিএমওএইচ শান্তনীল দত্ত জানান, আক্রান্তদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির চালু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন।
তবে স্থানীয়দের মতে, গ্রামে সচেতনতার অভাবই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। “জ্বর হলেও অনেকে ডাক্তার দেখাতে চান না। ফলে অবস্থা খারাপ হচ্ছে,” আক্ষেপ করলেন বাসিন্দা শংকর রায়।
এখন চায়ের দোকানের আড্ডায় নেই পুজোর আলোচনার রেশ, নেই নতুন জামা কেনার উচ্ছ্বাস। সবাই বলছে—“এই বছর পুজো নয়, আগে ডেঙ্গি কাটুক।”