উত্তরের হাওয়া, ২৬জুলাই: অবৈধ পানীয় জলের কারখানায় হানা দিয়ে কারখানা বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। শুক্রবার দিনহাটার মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিক গোসানিমারি এলাকায় একটি অবৈধ পানীয় জলের কারখানায় হানা দেয়। ওই কারখানায় হানা দিয়ে সে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠায় প্রশাসন বলে জানা যায়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি, ফুড সেফটি আধিকারিক রাহুল কাজী সহ অন্যান্য আধিকারিকরা ওই এলাকায় অভিযানে যায় বলে জানা যায়। ওই কারখানায় অভিযানে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান তারা কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় কাগজ অর্থাৎ বৈধ কোনো কাগজে দেখাতে না পারায় ওই কারখানাটি বন্ধ করে দেন তারা। সংশ্লিষ্ট ওই এলাকার পাশাপাশি দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় একটি পানীয় জলের কারখানায় জল সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠিয়ে প্রশাসন বলে জানা গেছে। অভিযান প্রসঙ্গে দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর জানিয়েছেন, গোসানিমারি এলাকায় একটি পানীয় জলের কারখানা সিল করে দেওয়া হয়েছে। মহকুমার অপর দুটি কারখানার পানীয় জল সংগ্রহ করে ল্যাবটরীতে পাঠানো হয়েছে। মহকুমা জুড়ে পানীয় জলের কারখানা গুলি যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নিয়ম মেনে চলছে কিনা ধারাবাহিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগেই দিনহাটা শহরে একাধিক বিরিয়ানি দোকানে হানা দিয়েছিল পৌরসভা এবং ফুড সেফটি আধিকারিক সহ অন্যান্যরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পানীয় জলের কারখানায় হানা মহকুমা প্রশাসনের। প্রশাসনের এ ধরনের তৎপরতা দেখে অনেকটাই খুশি দিনহাটা বাসি। দিনহাটার বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান এ ধরনের অভিযান পানীয় জলের অবৈধ কারখানাগুলোর পাশাপাশি বিভিন্ন খাবারের দোকানে যদি চালানো হয় তাহলে হয়তো আগামী দিনে বড়সড় কোন বিপদ এড়ানো যেতে পারে।