Thursday 21 November 2024


পড়াশোনা

পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আরবি এম এ বিভাগ চালুর দাবিতে নিপ্রমের ডেপুটেশন রেজিস্টারের কাছে

2024-02-09

উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারি: কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আরবি এম এ বিভাগ চালুর দাবিতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিলেন। উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের স্বার্থে অবিলম্বে পঞ্চানন বর্মার আরবি MAবিভাগ চালু করা হোক এই দাবিতে নিপ্রম দীর্ঘ দিন ধরে সোচ্চার। এদিন ডেপুটেশন কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। ছাত্র ছাত্রীদের অধিকারের দাবিতে শিতলকুচী কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিলো। ডেপুটেশন পত্র টি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডাঃ আব্দুল কাদের শেফালীর কাছে তুলে দেয়। রেজিষ্টার আশ্বাস দেন যে আগামী তিন মাসের মধ্যে যেসমস্ত বিষয়ে MA বিভাগ নেই তা অতি শীঘ্রই চালু করার পরিকল্পনা চলছে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, শিতলকুচী কলেজের মাসুম আক্তার‌‌‌, আশরাফুল আলম, ছিদ্দিক হোসেন সহ অন্যান্যরা। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি বলেন " আরবি MAবিভাগ সহ যেসব বিষয়ে MA নেই তা অতি শীঘ্রই চালু করা হোক। যদি ছাত্র ছাত্রীদের এই দাবি পূরন না হয় তবে বৃহত্তর আন্দোলনে নিপ্রম নামবেন। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আশরাফুল আলম জানান, রেজিস্ট্রার সাহেবের আশ্বাসে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

৯৪জন শিক্ষকের চাকরি বাতিল। দিনহাটার ১৬ জন

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল। রেশন বণ্টন ও একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শোরগোল রাজ্য রাজনীতি, ঠিক তখনই টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি করছিলেন অযোগ্য ৯৪ জন শিক্ষক। শেষমেষ যাদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশের পরপরই পর্ষদ অবশেষে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। আর এ নিয়েই ফের বঙ্গ পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ৷ এরই মাঝে স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বাতিল শিক্ষকদের একটি তালিকা। সেই তালিকা অনুসারে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে কোচবিহারে রয়েছেন ২৮ জন, মুর্শিদাবাদে ২৬ জন, উত্তর চব্বিশ পরগনাতে ৫ জন, পুরুলিয়াতে ৬ জন, বীরভূমে ১১ জন, এছাড়া বাকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতারও কয়েকজন রয়েছেন এই তালিকায় । দিনহাটা মহকুমায় ১৬ জন। শোনা যাচ্ছে বামনহাট সার্কেলের ৪-৫ জন শিক্ষক রয়েছেন। যদিও এই তালিকা বাতিল হওয়া শিক্ষকদের কিনা তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।

অবশেষে মিলল স্বস্তি নিয়োগপত্র পেল ২০০৯-এ চাকরিপ্রার্থীরা

2023-08-12

উত্তরের হওয়া, ১২আগস্ট: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি। ২০০৯ এর চাকরি পাচ্ছি না অবশেষে হাতে পেল নিয়োগপত্র। ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ আন্দোলন একাধিক কর্মসূচি নিয়েছিল। এমনকি নিয়োগের জন্য আদালতের দরজায় কড়া মেরেছে চাকরিপ্রার্থীরা। অবশেষে ১৪ বছর পর চাকরিপ্রার্থীদের হাতে মিলল নিয়োগপত্র। বৃহস্পতিবার ১৫০৬ জনের উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দিল। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদে চেয়ারম্যান অজিত নায়েক পোস্ট অফিসের মাধ্যমে সকল উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য চিঠি পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আর এই প্রক্রিয়া শুরু হতেই কার্যত আনন্দে মেতে উঠেছে ২০০৯ চাকরি প্রার্থীরা। ২০০৯ চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মেধা জয় হলো। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, কিছু আইনি জটিলতার কারণে নিয়োগের প্রক্রিয়া থমকে গিয়েছে। আইনি জোট কেটে যাওয়ার পর ২০০৯ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে অবিলম্বে তাদেরকে নিয়োগ করা হবে।

কোচবিহারের ২৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তলব CBI-এর

2023-08-10

উত্তরের হাওয়া: শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার পর এবার কোচবিহারের একাধিক শিক্ষক সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই ২৩জন শিক্ষককে তলব করেছে সিবিআই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত তাঁরা। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ২৩ জন শিক্ষককে। অভিযোগ, তাঁদের নথি ২০১৪ সালের টেটের। সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড নথি চেয়েছে সিবিআই। কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি। ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য। বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

দিনহাটা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১আগস্ট: দিনহাটা কলেজের ঘটনা নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন। মঙ্গলবার দুপুরে দিনহাটা কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল কলেজের জ্বলন্ত সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন বলে জানা গিয়েছ‌ে। মূলত বহিরাগত ও দুষ্কৃতী মুক্ত ক্যাম্পাস গড়তে তারা এদিন কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ শে জুলাই দিনহাটা কলেজের ঢুকে বহিরাগতদের তাণ্ডব লক্ষ্য করা যায়। রীতিমতো অধ্যক্ষের ঘরে ঢুকে আঙ্গুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায় বহিরাগতদের। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল বিভিন্ন মাধ্যমে। এমনকি ভেঙ্গে ফেলা হয় কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা। এরপরেই ওই কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সকলেই। ঐদিন পরীক্ষা শেষ হওয়ার পরেই দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজেরই পরিচালন সমিতির সভাপতি উদয়ন গুহ ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি গিয়ে আন্দোলনরত অধ্যাপক অধ্যাপিকা তাদের সাথে কথা বলার পর তাদের আশ্বস্ত করলে সেই অবরোধ উঠে যায়। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্হিতিতে এবার ওই কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা পথে নামলেন। তারা অধ্যক্ষের সাথে দেখা করার পাশাপাশি মহকুমা শাসকের কাছেও দাবি পত্র পেশ করেন।

বহিরাগত ঠেকাতে কড়া পদক্ষেপ দিনহাটা কলেজে

2023-07-28

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৮ জুলাই : অবশেষে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ দেখা গেল দিনহাটা কলেজে। কলেজের প্রবেশ পথে দেখা হচ্ছে ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র। শুক্রবার দুপুরে দেখা গেল, দিনহাটা কলেজে প্রবেশের মুখে কলেজের নিরাপত্তারক্ষীরা খতিয়ে দেখছেন ছাত্র ছাত্রীর পরিচয় পত্র। তারপরেই তাদের কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একদিকে যেমন কলেজ গেটে রয়েছে কলেজের নিরাপত্তারক্ষীরা, তেমনি দিনহাটা থানার পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে বর্তমানে চলছে সেমিস্টারের পরীক্ষা। সেই মতো এদিন দিনহাটা কলেজে ৪র্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীন যেসমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে আসছেন তাদের কঠোর ভাবে পরিচয় পত্র খতিয়ে দেখার পরেই তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিনহাটা কলেজের অধ্যক্ষর ঘরে ঢুকে বহিরাগতদের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছিল। রীতিমতো আঙ্গুল উচিয়ে অধ্যক্ষ কে শাসানি দিতেও দেখা যায়। এমনকি অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাদের হুমকিও দেন বহিরাগতরা। মূলত পরীক্ষা চলাকালীন নকল করতে বাঁধা দেওয়ায় তাদের ওপর চড়াও হন বহিরাগতরা। অধ্যক্ষের ঘরে ঢুকে তাণ্ডবের পরেই কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সকল অধ্যাপক অধ্যাপিকারা পথ অবরোধ সামিল হন। প্রায় ঘন্টাখানেক ঐ অবরোধ চলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কলেজের সামনে এসে আন্দোলনরত সকলের সাথে কথা বলেন। পরে মন্ত্রী আশ্বাসে উঠে যায় সেই অবরোধ । এই ঘটনার পরেই এদিন কড়া পুলিশি নিরাপত্তার গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের।

বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, পঠন পাঠনে ক্ষতিতে ক্ষুব্ধ পড়ুয়াদের রাস্তা অবরোধ দিনহাটায়।

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই: ফের কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধ। এবার রাস্তায় বসে আন্দোলনে পডুয়ারা। ভোট পর্ব মিটলেও। এখনও খোলেনি স্কুল। এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন স্কুলের পড়ুয়ারা। সোমবার সকাল থেকেই ভেটাগুড়িতে দিনহাটা- কোচবিহার রাজ্য সড়ক অবরোধ কর্মসূচিতে সামিল হন সংশ্লিষ্ট এলাকার লালবাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের অভিযোগ, ভোট পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে কর্তৃপক্ষ কোন কিছুই জানাচ্ছে না। এদিকে সামনেই রয়েছে পরীক্ষা, সেক্ষেত্রে তাদের চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে বলেন তাদের আশঙ্কা। তারা একসুরে বলেন, বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই স্কুল এখনো পর্যন্ত বন্ধ। সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থানায় কিংবা অন্যত্র রাখা যেতে পারে। অথচ সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই কবে শুরু হবে পঠন পাঠন তা নিয়েও চিন্তায় রয়েছি। তাদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের পঠন-পাঠন স্বাভাবিক করতে হবে। না হলে তারা পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে থাকায় পুরোপুরিভাবে স্কুল বন্ধ রয়েছে । ফলে ছাত্রছাত্রীদের স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হচ্ছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিভিন্ন জায়গায় স্কুল খুলে গিয়েছে অথচ তাদের স্কুলই বন্ধ রয়েছে। কবে খুলবে তাদের স্কুল সেই প্রশ্নই তারা তুলছেন বারংবার। যদিও প্রশাসনের তরফে প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

ভোটে প্রচুর ক্ষতি দিনহাটার বিভিন্ন স্কুলে

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ই জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন অশান্তিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিনহাটা ১ ব্লকের ৯ টি স্কুল। শুধু তাই নয় রাজ্যের আরও দুই জেলা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও নির্বাচনের দিন অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টেই দেখা গেছে কোচবিহারের দিনহাটাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। জানা গেছে, গোটা রাজ্যে নির্বাচনের দিন স্কুলে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে ৩৫ লক্ষ ৫৭ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। মূলত যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানেই অশান্তির ছবি সামনে এসেছিল কোচবিহারের দিনহাটা, মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা দিনহাটার থেকে মুর্শিদাবাদের বেশি হলেও অর্থের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি ক্ষতির পরিমাণ দিনহাটায়। জানা গেছে, মুর্শিদাবাদে প্রায় ১০০ টি স্কুল ক্ষতি হয়েছে। তবে অংকের হিসেবে দেখা গেলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। অংকের পরিমাণ হিসেবে দেখতে গেলে কোচবিহারের দিনহাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি স্কুল এবং ৩ লক্ষ ১৫ হাজার টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হওয়া সেই স্কুলগুলিকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বেশিরভাগ স্কুলে বেঞ্চ, চেয়ার জানালা মেইনগেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তবে কমন ফ্যাক্টর একটাই তিনটি জেলার প্রত্যেকটি স্কুল এই বেঞ্চ ও ফ্যান ভাঙ্গা। উল্লেখ্য গত ৮ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি অশান্তির ছবি লক্ষ্য করা গেছিল কোচবিহারের দিনহাটা , মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। সেই জায়গায় দাঁড়িয়ে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে শিক্ষা মহল থেকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গিয়েছে ধীরে ধীরে পঠন-পাঠন স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে। ঠিক তখনই এরকম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হতেই স্বাভাবিকভাবে তড়িঘড়ি সেই স্কুলগুলিকে সংস্কারের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

৩২০০০ প্রাথমিক বিদ্যালয়ের চাকরির ভবিষ্যৎ ঝুলে রইল

2023-07-15

রাজ্যে প্রায় ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জে. কে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে রায় দিয়েছিল তা খারিজ করা হল। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ-করা আবেদনকারীদের বক্তব্য শুনতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও শীর্ষ আদালত মামলার যৌক্তিকতার (মেরিট) উপর হস্তক্ষেপ করেনি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামিদিনে হাই কোর্টের ডিভিশন বেঞ্চই এই বিষয় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 400891