Monday 6 October 2025




সর্বশেষ













নবমীতে বিপত্তি! ভেঙে পড়ল কোচবিহারের বিখ্যাত পুজো প্যান্ডেলের লাইটিং কাঠামো।

উত্তরের হাওয়া, ১ অক্টোবর: নবমীর সকালেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল শিলিগুড়ি রোডে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল কোচবিহারের খ্যাতনামা বিনাপাণি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের লাইটিংয়ের বাঁশের কাঠামো। বিশাল আকৃতির কাঠামোটি সরাসরি গিয়ে পড়ে ব্যস্ত কোচবিহার–শিলিগুড়ি সংযোগকারী রাস্তায়। ফলে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাঁশের খুঁটিগুলি ভিজে দুর্বল হয়ে পড়েছিল। তার উপর নবমীর সকালে ঝোড়ো হাওয়ার জেরে মুহূর্তে হুড়মুড়িয়ে পড়ে গোটা কাঠামো। সৌভাগ্যবশত বড়সড় বিপদ এড়ানো গেছে, কেউ আহত হননি। তবে যানজটের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও কোচবিহার থানার পুলিশ। স্থানীয় ক্লাব সদস্যদের সহযোগিতায় কাঠামো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশ যান চলাচল ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় বহু মানুষকে।
বিনাপাণি ক্লাবের এক সদস্য বলেন, “অতিবৃষ্টি আর ঝোড়ো হাওয়াতেই বাঁশের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। আমরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছি, রাতে পূজা যাতে স্বাভাবিকভাবে করা যায় সেই চেষ্টা চলছে।”
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গোৎসবের মাঝেই আবহাওয়ার এই অনিশ্চয়তা উদ্বেগ বাড়াচ্ছে পূজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের।

Wednesday

নবমীতে বিপত্তি! ভেঙে পড়ল কোচবিহারের বিখ্যাত পুজো প্যান্ডেলের লাইটিং কাঠামো।

Wednesday : উত্তরের হাওয়া, ১ অক্টোবর: নবমীর সকালেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল শিলিগুড়ি রোডে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল কোচবিহারের খ্যাতনামা বিনাপাণি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের লাইটিংয়ের বাঁশের কাঠামো। বিশাল আকৃতির কাঠামোটি সরাসরি গিয়ে পড়ে ব্যস্ত কোচবিহার–শিলিগুড়ি সংযোগকারী রাস্তায়। ফলে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাঁশের খুঁটিগুলি ভিজে দুর্বল হয়ে পড়েছিল। তার উপর নবমীর সকালে ঝোড়ো হাওয়ার জেরে মুহূর্তে হুড়মুড়িয়ে পড়ে গোটা কাঠামো। সৌভাগ্যবশত বড়সড় বিপদ এড়ানো গেছে, কেউ আহত হননি। তবে যানজটের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও কোচবিহার থানার পুলিশ। স্থানীয় ক্লাব সদস্যদের সহযোগিতায় কাঠামো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশ যান চলাচল ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় বহু মানুষকে।
বিনাপাণি ক্লাবের এক সদস্য বলেন, “অতিবৃষ্টি আর ঝোড়ো হাওয়াতেই বাঁশের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। আমরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছি, রাতে পূজা যাতে স্বাভাবিকভাবে করা যায় সেই চেষ্টা চলছে।”
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গোৎসবের মাঝেই আবহাওয়ার এই অনিশ্চয়তা উদ্বেগ বাড়াচ্ছে পূজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের।

2025-10-01

মুখ খুলবেন বুঝেশুনে: মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা

Friday : উত্তরের হাওয়া, ১৯ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোর প্রাক্কালে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সহকর্মী মন্ত্রীদের একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুজোয় এলাকায় থাকুন, গরিব মানুষের পাশে দাঁড়ান। শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও সাহায্য করুন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমানে রাজ্যের আর্থিক সঙ্কট রয়েছে। তাই সরকারি দপ্তরের টাকা খরচের ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। অযথা অপচয় করলে তার জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান।

তবে মমতার সতর্কতা শুধু অর্থব্যবস্থাপনা নয়, বক্তব্য নিয়েও ছিল। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, “আলটপকা মন্তব্য করবেন না। মুখ খুলবেন বুঝেশুনে। পরিস্থিতি বুঝে কথা বলুন। এলাকায় শান্তি বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।” তাঁর মতে, দলের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ্যে আনা যাবে না। সংবাদমাধ্যমের সামনে তো নয়ই। কারণ এতে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলনেত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অতীতে দলের কিছু নেতা–বিধায়ক ও সাংসদের মন্তব্যে একাধিকবার দল অস্বস্তিতে পড়েছে। ডেবরা ও ভরতপুরের বিধায়ক দুই হুমায়ুন কবীর, মালদার সংগঠনিক সভাপতি আব্দুর রহিম বক্সের মন্তব্য কিংবা অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ দলকে বিতর্কে ফেলেছিল। কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় কিছু নেতার মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়। যদিও সাম্প্রতিক সময়ে মন্ত্রীরা সরাসরি বেফাঁস মন্তব্য করেননি, তবুও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বার্তা সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে, মমতার বক্তব্যে স্পষ্ট—মন্ত্রীদের একদিকে যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তেমনই দায়িত্বশীল আচরণ করতে হবে। দল ও সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, তার দায়ও তাঁদেরই নিতে হবে।

2025-09-19

নিমন্ত্রণ শেষে বাড়ি ফেরা হল না, নয়ানজুলিতে মারুতি—মৃত ৪

Tuesday : উত্তরের হাওয়া, ১৬ সেপ্টেম্বর: কোচবিহার শহরের কোতোয়ালি থানার ধাইয়েরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। শনিবার গভীর রাতে দেওয়ানহাটের এক পরিবার মারুতি গাড়িতে চন্দামারিতে আত্মীয়ের আমন্ত্রণ থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় তিনটার সময় চান্দামারি গ্রাম পঞ্চায়েতের ধাইয়েরহাটে বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সোজা ছিটকে গিয়ে রাস্তার ধারের জলভরা নয়ানজুলিতে উল্টে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয়। তবে সৌভাগ্যবশত এক মহিলা প্রাণে বেঁচে যান।

স্থানীয় এক ব্যক্তি মহিলার আর্তনাদ শুনে ছুটে এসে খবর দেন তাঁর আত্মীয়দের ও পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের সহযোগিতায় দীর্ঘ উদ্ধার অভিযান চালায়। শেষে নয়ানজুলি থেকে গাড়িটি তোলা হয় এবং সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করে এম. জে. এন. মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— পার্থ দাস, অমিত দাস, সঞ্জয় দাস, কাজল দাস।

চারজনেরই বাড়ি দেওয়ানহাট এলাকায়। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

2025-09-16

পুজোর বাজার ফেলে দিনহাটায় ওষুধের দোকানে ভিড়, ডেঙ্গিতে আতঙ্ক বামনহাটের বাতাসুরকুঠি গ্রামবাসীর।

Monday : উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: পুজোর মুখে দিনহাটার বাতাসুরকুটি গ্রাম যেন উৎসবের রঙ হারিয়েছে। নতুন জামা-কাপড় কেনার ভিড়ের বদলে স্থানীয়দের চোখে পড়ছে ওষুধের দোকান আর স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন। মাত্র দু’দিনে দিনহাটা মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই দিনহাটা-২ ব্লকের, আর ২ জন দিনহাটা-১ ব্লকের বাসিন্দা। আক্রান্তদের বেশিরভাগেরই ভ্রমণ ইতিহাস নেই—অর্থাৎ রোগ ছড়াচ্ছে স্থানীয় স্তরেই। “ছেলের শরীর হঠাৎ জ্বরে কাবু হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে জানাল ডেঙ্গি,” বললেন বাতাসুরকুটির এক অভিভাবক। কারও কপালে স্যালাইন, কেউ আবার হাসপাতালের শয্যায় দিন গুনছেন। ফলে গ্রামজুড়ে এখন উৎসবের আলোচনার বদলে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া। বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা ভরছে একের পর এক রোগীতে। ভারপ্রাপ্ত বিএমওএইচ শান্তনীল দত্ত জানান, আক্রান্তদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির চালু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন। তবে স্থানীয়দের মতে, গ্রামে সচেতনতার অভাবই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। “জ্বর হলেও অনেকে ডাক্তার দেখাতে চান না। ফলে অবস্থা খারাপ হচ্ছে,” আক্ষেপ করলেন বাসিন্দা শংকর রায়। এখন চায়ের দোকানের আড্ডায় নেই পুজোর আলোচনার রেশ, নেই নতুন জামা কেনার উচ্ছ্বাস। সবাই বলছে—“এই বছর পুজো নয়, আগে ডেঙ্গি কাটুক।”

2025-09-15

দিনহাটা

পুজোর বাজার ফেলে দিনহাটায় ওষুধের দোকানে ভিড়, ডেঙ্গিতে আতঙ্ক বামনহাটের বাতাসুরকুঠি গ্রামবাসীর।

Monday : উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: পুজোর মুখে দিনহাটার বাতাসুরকুটি গ্রাম যেন উৎসবের রঙ হারিয়েছে। নতুন জামা-কাপড় কেনার ভিড়ের বদলে স্থানীয়দের চোখে পড়ছে ওষুধের দোকান আর স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন। মাত্র দু’দিনে দিনহাটা মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই দিনহাটা-২ ব্লকের, আর ২ জন দিনহাটা-১ ব্লকের বাসিন্দা। আক্রান্তদের বেশিরভাগেরই ভ্রমণ ইতিহাস নেই—অর্থাৎ রোগ ছড়াচ্ছে স্থানীয় স্তরেই। “ছেলের শরীর হঠাৎ জ্বরে কাবু হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে জানাল ডেঙ্গি,” বললেন বাতাসুরকুটির এক অভিভাবক। কারও কপালে স্যালাইন, কেউ আবার হাসপাতালের শয্যায় দিন গুনছেন। ফলে গ্রামজুড়ে এখন উৎসবের আলোচনার বদলে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া। বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা ভরছে একের পর এক রোগীতে। ভারপ্রাপ্ত বিএমওএইচ শান্তনীল দত্ত জানান, আক্রান্তদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির চালু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন। তবে স্থানীয়দের মতে, গ্রামে সচেতনতার অভাবই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। “জ্বর হলেও অনেকে ডাক্তার দেখাতে চান না। ফলে অবস্থা খারাপ হচ্ছে,” আক্ষেপ করলেন বাসিন্দা শংকর রায়। এখন চায়ের দোকানের আড্ডায় নেই পুজোর আলোচনার রেশ, নেই নতুন জামা কেনার উচ্ছ্বাস। সবাই বলছে—“এই বছর পুজো নয়, আগে ডেঙ্গি কাটুক।”

৭৬তম পঃবঃ রাজ্য ওয়েটলিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন কোচবিহারের মুলতি দেবনাথ।

Monday : উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া। ৭৬তম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুব মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোচবিহার ব্যায়াম বিদ্যালয়ের সদস্যা মুলতি দেবনাথ। পূর্ব বর্ধমানের কালীবাজার কবাডি খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুলতি দেবনাথ ওয়েটলিফটিংয়ের স্ন্যাচে ৫০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৫ কেজি অর্থাৎ মোট ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হন। এর ফলে তিনি প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেন। এই জয়ে গর্বিত কোচবিহার ব্যায়াম বিদ্যালয় এবং জেলার ক্রীড়ামোদীরা। বিদ্যালয়ের কোচ ও জেলা ওয়েটলিফটিং সংস্থার সম্পাদক তথা বিদ্যালয়ের সচিব বিভু রঞ্জন সাহা জানান, “আমরা ভীষণ খুশি। মুলতির এই সাফল্য আমাদের জেলার গর্ব। আমরা চাই ভবিষ্যতে সে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জন করুক। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।” মুলতির এই অর্জনে ব্যায়াম বিদ্যালয় চত্বরজুড়ে আনন্দ ও উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী ও ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা করছেন, কোচবিহারের এই কন্যা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

Thursday : উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বরঃ মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় ছিল। গোপনে নজরদারি চালানোর পর শুক্রবার রাতে অভিযানে নামে সিতাই থানার পুলিশ। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় এক মহিলাকে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট। ধৃত মহিলাকে ইতিমধ্যেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেই যুক্ত থাকতে পারে সে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে মাদক পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে। এলাকায় এক মহিলার কাছ থেকে এত পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন মহলের দাবি, মাদকচক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

২০০০টি ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, সাহেবগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য।

Tuesday : উত্তরের হাওয়া, ৯ সেপ্টেম্বরঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গরভাডাঙা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন সন্দেহজনকভাবে চলাফেরা করা একটি মোটরবাইক আটক করা হয়। বাইকচালক ইমান আলি কুর্শাহাট গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং দিনহাটার এসডিপিও-র তত্ত্বাবধানে ইমান আলির কাছ থেকে প্রায় ২১১ গ্রাম ওজনের, আনুমানিক ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে NDPS আইনের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আদালতে তোলা হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাওয়া হবে। প্রশাসনের দাবি, এই সফল অভিযান প্রমাণ করছে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক।

চৌধুরীহাটে কৃষকদের জন্য আধুনিক কৃষি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

Tuesday : উত্তরের হাওয়া, ৯ সেপ্টেম্বরঃ শীতকালীন মরশুমে সবজি ও ফলনের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষিবিজ্ঞানকে কাজে লাগিয়ে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাটে অনুষ্ঠিত হলো দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। দিনহাটা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ও শ্রদ্ধা ফারমার্স প্রোডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় আর্থিক সহায়তা দিয়েছে আতমা প্রকল্প।
কৃষি দপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অনুরোধ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ২৫ জন কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন এই কর্মশালায়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের দিনহাটা মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক ড. বিপ্লব শর্মা এবং আতমা প্রকল্পের টেকনোলজি ম্যানেজার সপ্তরা সাহা। তারা শীতকালীন সবজি চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ, কৃষকদের আয় বৃদ্ধির উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের বিকল্প আয়ের উৎস হিসেবে জেলি, আচারসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরির দিকেও উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে এই অঞ্চলের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। কর্মশালার মাধ্যমে কৃষকদের আরও স্বনির্ভর ও সচেতন করে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

কোচবিহার

নবমীতে বিপত্তি! ভেঙে পড়ল কোচবিহারের বিখ্যাত পুজো প্যান্ডেলের লাইটিং কাঠামো।

Wednesday : উত্তরের হাওয়া, ১ অক্টোবর: নবমীর সকালেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল শিলিগুড়ি রোডে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল কোচবিহারের খ্যাতনামা বিনাপাণি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের লাইটিংয়ের বাঁশের কাঠামো। বিশাল আকৃতির কাঠামোটি সরাসরি গিয়ে পড়ে ব্যস্ত কোচবিহার–শিলিগুড়ি সংযোগকারী রাস্তায়। ফলে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাঁশের খুঁটিগুলি ভিজে দুর্বল হয়ে পড়েছিল। তার উপর নবমীর সকালে ঝোড়ো হাওয়ার জেরে মুহূর্তে হুড়মুড়িয়ে পড়ে গোটা কাঠামো। সৌভাগ্যবশত বড়সড় বিপদ এড়ানো গেছে, কেউ আহত হননি। তবে যানজটের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও কোচবিহার থানার পুলিশ। স্থানীয় ক্লাব সদস্যদের সহযোগিতায় কাঠামো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশ যান চলাচল ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় বহু মানুষকে।
বিনাপাণি ক্লাবের এক সদস্য বলেন, “অতিবৃষ্টি আর ঝোড়ো হাওয়াতেই বাঁশের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। আমরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছি, রাতে পূজা যাতে স্বাভাবিকভাবে করা যায় সেই চেষ্টা চলছে।”
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গোৎসবের মাঝেই আবহাওয়ার এই অনিশ্চয়তা উদ্বেগ বাড়াচ্ছে পূজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের।

নিমন্ত্রণ শেষে বাড়ি ফেরা হল না, নয়ানজুলিতে মারুতি—মৃত ৪

Tuesday : উত্তরের হাওয়া, ১৬ সেপ্টেম্বর: কোচবিহার শহরের কোতোয়ালি থানার ধাইয়েরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। শনিবার গভীর রাতে দেওয়ানহাটের এক পরিবার মারুতি গাড়িতে চন্দামারিতে আত্মীয়ের আমন্ত্রণ থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় তিনটার সময় চান্দামারি গ্রাম পঞ্চায়েতের ধাইয়েরহাটে বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সোজা ছিটকে গিয়ে রাস্তার ধারের জলভরা নয়ানজুলিতে উল্টে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয়। তবে সৌভাগ্যবশত এক মহিলা প্রাণে বেঁচে যান।

স্থানীয় এক ব্যক্তি মহিলার আর্তনাদ শুনে ছুটে এসে খবর দেন তাঁর আত্মীয়দের ও পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের সহযোগিতায় দীর্ঘ উদ্ধার অভিযান চালায়। শেষে নয়ানজুলি থেকে গাড়িটি তোলা হয় এবং সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করে এম. জে. এন. মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— পার্থ দাস, অমিত দাস, সঞ্জয় দাস, কাজল দাস।

চারজনেরই বাড়ি দেওয়ানহাট এলাকায়। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৭৬তম পঃবঃ রাজ্য ওয়েটলিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন কোচবিহারের মুলতি দেবনাথ।

Monday : উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া। ৭৬তম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুব মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোচবিহার ব্যায়াম বিদ্যালয়ের সদস্যা মুলতি দেবনাথ। পূর্ব বর্ধমানের কালীবাজার কবাডি খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুলতি দেবনাথ ওয়েটলিফটিংয়ের স্ন্যাচে ৫০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৫ কেজি অর্থাৎ মোট ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হন। এর ফলে তিনি প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেন। এই জয়ে গর্বিত কোচবিহার ব্যায়াম বিদ্যালয় এবং জেলার ক্রীড়ামোদীরা। বিদ্যালয়ের কোচ ও জেলা ওয়েটলিফটিং সংস্থার সম্পাদক তথা বিদ্যালয়ের সচিব বিভু রঞ্জন সাহা জানান, “আমরা ভীষণ খুশি। মুলতির এই সাফল্য আমাদের জেলার গর্ব। আমরা চাই ভবিষ্যতে সে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জন করুক। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।” মুলতির এই অর্জনে ব্যায়াম বিদ্যালয় চত্বরজুড়ে আনন্দ ও উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী ও ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা করছেন, কোচবিহারের এই কন্যা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

Thursday : উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বরঃ মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় ছিল। গোপনে নজরদারি চালানোর পর শুক্রবার রাতে অভিযানে নামে সিতাই থানার পুলিশ। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় এক মহিলাকে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট। ধৃত মহিলাকে ইতিমধ্যেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেই যুক্ত থাকতে পারে সে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে মাদক পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে। এলাকায় এক মহিলার কাছ থেকে এত পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন মহলের দাবি, মাদকচক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সেনসই মারাজ আলীর নেতৃত্বে পদক জয়ে উজ্জ্বল হরিণচওড়ার ক্যারাটে খেলোয়াড়রা।

Monday : উত্তরের হাওয়া, ৮ সেপ্টেম্বর: হরিণচওড়া রানার ক্যারাটে ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীরা জয়গাঁও ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য অর্জন করল। রবিবার সেনসই মারাজ আলীর নেতৃত্বে মোট পাঁচজন প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। বিভিন্ন কেটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে একের পর এক পদক জয় করেন তারা। সাথী দে ও শুভদীপ দে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাখিফ ইসলাম, আর তৃতীয় স্থান অর্জন করেছে হান্নান ইকবাল ও রেহান হোসেন। প্রতিযোগিতার পর সেনসই মারাজ আলী জানান, ছাত্রছাত্রীদের এই সাফল্য হরিণচওড়া ও এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের ফলেই তারা এই কৃতিত্ব অর্জন করেছে। তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সাফল্য আরও উজ্জ্বল হবে এবং এখানকার ছাত্রছাত্রীরা রাজ্য ও জাতীয় পর্যায়েও সাফল্য আনবে। স্থানীয় মানুষ ও অভিভাবকরা এ সাফল্যে ভীষণ খুশি। তাদের মতে, এই অর্জন শুধু হরিণচওড়া নয়, গোটা এলাকার নাম উজ্জ্বল করেছে।

রাজ্য

মুখ খুলবেন বুঝেশুনে: মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা

Friday : উত্তরের হাওয়া, ১৯ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোর প্রাক্কালে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সহকর্মী মন্ত্রীদের একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুজোয় এলাকায় থাকুন, গরিব মানুষের পাশে দাঁড়ান। শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও সাহায্য করুন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমানে রাজ্যের আর্থিক সঙ্কট রয়েছে। তাই সরকারি দপ্তরের টাকা খরচের ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। অযথা অপচয় করলে তার জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান।

তবে মমতার সতর্কতা শুধু অর্থব্যবস্থাপনা নয়, বক্তব্য নিয়েও ছিল। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, “আলটপকা মন্তব্য করবেন না। মুখ খুলবেন বুঝেশুনে। পরিস্থিতি বুঝে কথা বলুন। এলাকায় শান্তি বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।” তাঁর মতে, দলের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ্যে আনা যাবে না। সংবাদমাধ্যমের সামনে তো নয়ই। কারণ এতে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলনেত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অতীতে দলের কিছু নেতা–বিধায়ক ও সাংসদের মন্তব্যে একাধিকবার দল অস্বস্তিতে পড়েছে। ডেবরা ও ভরতপুরের বিধায়ক দুই হুমায়ুন কবীর, মালদার সংগঠনিক সভাপতি আব্দুর রহিম বক্সের মন্তব্য কিংবা অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ দলকে বিতর্কে ফেলেছিল। কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় কিছু নেতার মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়। যদিও সাম্প্রতিক সময়ে মন্ত্রীরা সরাসরি বেফাঁস মন্তব্য করেননি, তবুও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বার্তা সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে, মমতার বক্তব্যে স্পষ্ট—মন্ত্রীদের একদিকে যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তেমনই দায়িত্বশীল আচরণ করতে হবে। দল ও সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, তার দায়ও তাঁদেরই নিতে হবে।

৭৬তম পঃবঃ রাজ্য ওয়েটলিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন কোচবিহারের মুলতি দেবনাথ।

Monday : উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া। ৭৬তম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুব মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোচবিহার ব্যায়াম বিদ্যালয়ের সদস্যা মুলতি দেবনাথ। পূর্ব বর্ধমানের কালীবাজার কবাডি খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুলতি দেবনাথ ওয়েটলিফটিংয়ের স্ন্যাচে ৫০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৫ কেজি অর্থাৎ মোট ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হন। এর ফলে তিনি প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেন। এই জয়ে গর্বিত কোচবিহার ব্যায়াম বিদ্যালয় এবং জেলার ক্রীড়ামোদীরা। বিদ্যালয়ের কোচ ও জেলা ওয়েটলিফটিং সংস্থার সম্পাদক তথা বিদ্যালয়ের সচিব বিভু রঞ্জন সাহা জানান, “আমরা ভীষণ খুশি। মুলতির এই সাফল্য আমাদের জেলার গর্ব। আমরা চাই ভবিষ্যতে সে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জন করুক। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।” মুলতির এই অর্জনে ব্যায়াম বিদ্যালয় চত্বরজুড়ে আনন্দ ও উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী ও ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা করছেন, কোচবিহারের এই কন্যা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বানারহাটে ২ কিশোরের মৃত্যু, আহত ১ জন।

Wednesday : উত্তরের হাওয়া, ১০ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন রাজ্য সড়কে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর। মৃতরা হলেন ১৬ বছর বয়সী মৈনাক দত্ত এবং ১৫ বছরের পার্থ রায় । দুর্ঘটনায় আহত অপর কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর জন্য চাঁদা তুলতে রাস্তায় নেমেছিল কিশোররা। অভিযোগ, নাথুয়া দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে চাঁদা দেওয়ার জন্য দাঁড় করানো হয়। কিন্তু ভ্যানচালক চাঁদা না দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যায়। এরপর তিন কিশোর একটি বাইকে চেপে ভ্যানটিকে ধাওয়া করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান তাদের ধাক্কা মারে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তিনজন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৈনাক ও পার্থকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে চাঁদা তোলার রশিদ উদ্ধার করা হয়েছে। যদিও মৃতদের পরিবার চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করেছে।

বর্তমানে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। দুর্গাপূজোর আগে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কল্যাণীর আইটিআই লুমিনার্স ক্লাব । দুর্গোৎসবের মণ্ডপে চলছে টানটান প্রস্তুতি।

Saturday : উত্তরের হাওয়া, ৬ সেপ্টেম্বরঃ বছর ঘুরলেই বাঙালির ক্যালেন্ডারের সেরা উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবকে ঘিরে নদীয়ার কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের নাম প্রথম সারিতেই চলে আসে। এ বছরও পুজোর প্রস্তুতিতে মণ্ডপশিল্পীরা দিন-রাত এক করে কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলছে টানটান প্রস্তুতি।
উদ্যোক্তাদের দাবি, এবারের থিম দর্শনার্থীদের জন্য নিয়ে আসবে অভিনব চমক। প্রতিবছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে লুমিনার্স ক্লাব, এবছরও তার ব্যতিক্রম হবে না। এখনো হাতে কয়েক সপ্তাহ বাকি থাকলেও মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন নদীয়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার কৌতূহলী দর্শনার্থীরা।
শিল্পীরা জানাচ্ছেন, সময় মতো কাজ শেষ করতে তাঁরা নাওয়া-খাওয়া ভুলেই মগ্ন রয়েছেন। উদ্যোক্তাদের মতে, এবারের আয়োজন রাজ্যের বাইরের দর্শকদেরও আকর্ষণ করবে। ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। প্রবীণদের জন্য আলাদা বসার জায়গা ও বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা।
এলাকাজুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাস্তার ধারে আলোর খুঁটি থেকে মণ্ডপের রঙিন কাঠামো—সবেতেই পুজোর ছোঁয়া লেগে গেছে। স্থানীয়দের আশা, এবছরের দুর্গোৎসব আবারও কল্যাণীকে রাজ্যের অন্যতম পুজো মানচিত্রে শীর্ষে নিয়ে যাবে।

ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Monday : উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

দেশ

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Thursday : উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

বিশ্ব

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও।

Wednesday : রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও। উত্তরের হাওয়া, ৩০ জুলাই ২০২৫: রাশিয়ার পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কামচাটকা উপদ্বীপ। বুধবার সকালে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার শক্তিশালী এই কম্পনের জেরে তীব্র সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো উপকূলে। বিশাল ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৪ মিটার। ঘটনায় এখনো পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এত গভীরতায় হওয়া সত্ত্বেও ভূমিকম্পের তীব্রতা ছিল বিপজ্জনক। কামচাটকা, হাওয়াই দ্বীপপুঞ্জ ও আশেপাশের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস শুরু হয়। রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বহু বাড়ির দেওয়াল ও ছাদে ফাটল দেখা গেছে, বিদ্যুৎ ও মোবাইল পরিষেবাও ব্যাহত হয়েছে।
জাপানে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, “সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াই-এর মতো গুরুত্বপূর্ণ এলাকায়।
আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সমুদ্রতীরবর্তী অঞ্চল খালি করা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের সময় বাড়ির আসবাব পড়ে যাচ্ছে, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, লোকজন রাস্তায় ছোটাছুটি করছে। তীব্রতা ও বিস্তৃতি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়।

খেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

মুখ খুলবেন বুঝেশুনে: মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা

Friday : উত্তরের হাওয়া, ১৯ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোর প্রাক্কালে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সহকর্মী মন্ত্রীদের একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুজোয় এলাকায় থাকুন, গরিব মানুষের পাশে দাঁড়ান। শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও সাহায্য করুন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমানে রাজ্যের আর্থিক সঙ্কট রয়েছে। তাই সরকারি দপ্তরের টাকা খরচের ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। অযথা অপচয় করলে তার জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান।

তবে মমতার সতর্কতা শুধু অর্থব্যবস্থাপনা নয়, বক্তব্য নিয়েও ছিল। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, “আলটপকা মন্তব্য করবেন না। মুখ খুলবেন বুঝেশুনে। পরিস্থিতি বুঝে কথা বলুন। এলাকায় শান্তি বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।” তাঁর মতে, দলের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ্যে আনা যাবে না। সংবাদমাধ্যমের সামনে তো নয়ই। কারণ এতে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলনেত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অতীতে দলের কিছু নেতা–বিধায়ক ও সাংসদের মন্তব্যে একাধিকবার দল অস্বস্তিতে পড়েছে। ডেবরা ও ভরতপুরের বিধায়ক দুই হুমায়ুন কবীর, মালদার সংগঠনিক সভাপতি আব্দুর রহিম বক্সের মন্তব্য কিংবা অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ দলকে বিতর্কে ফেলেছিল। কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় কিছু নেতার মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়। যদিও সাম্প্রতিক সময়ে মন্ত্রীরা সরাসরি বেফাঁস মন্তব্য করেননি, তবুও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বার্তা সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে, মমতার বক্তব্যে স্পষ্ট—মন্ত্রীদের একদিকে যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তেমনই দায়িত্বশীল আচরণ করতে হবে। দল ও সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, তার দায়ও তাঁদেরই নিতে হবে।

ভোটগণনার দিনেই বোমা-সন্ত্রাস, কালীগঞ্জে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Monday : উত্তরের হাওয়া, ২৩ জুন: উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বোমা-সন্ত্রাসে কেঁপে উঠল নদিয়ার কালীগঞ্জ। সোমবার, ভোটগণনা চলাকালীন এলাকায় বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিপুল ব্যবধানে (৪৯ হাজারেরও বেশি ভোটে) জয়ের খবর প্রকাশ্যে আসতেই মোলান্ডি এলাকায় শুরু হয় বিজয় মিছিল। সেই সময়েই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। অভিযোগ, সেই বিস্ফোরণেরই শিকার হয় মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, > “এই বেদনাদায়ক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ছাত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” পুলিশের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিস্ফোরণটি হয়তো দুর্ঘটনাবশত হয়েছে এবং ছিটকে যাওয়া স্প্লিন্টারের আঘাতেই মেয়েটির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিজয় মিছিল যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে নিহত ছাত্রীর পরিবার, বিচার এবং শান্তির প্রত্যাশায় দিন গুনছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৩৫০ পরিবার, শাসক শিবিরে অস্বস্তি।

Monday : উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি সভা উদয়নের

Sunday : উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারীঃ কোচবিহার জেলায় বিধানসভা ভিত্তিক সভা সদ্য শেষ হয়েছে। এবার দিনহাটার সংহতি ময়দানে ২৩ ফেব্রুয়ারি বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় কর্মীদের জমায়েত করতে জোরদার প্রস্তুতি শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ ব্যাপারে দিনহাটার আপন ঘরে প্রস্তুতি বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক ইস্যুতে দিনহাটা শহরে ওই সভার ডাক দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ওই সভা বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর কিছুটা উজ্জীবিত বিজেপি। ফলে আগামী বিধানসভা ভোটে জমজমাট লড়াই হতে চলেছে এমন আলোচনাও চলছে।

রাশিফল

লাইফস্টাইল




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2254006