Thursday 21 November 2024


রাজনীতি

সিপিএম এর দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা শহরে

2024-11-17

উত্তরের হাওয়া, ১৭ নভেম্বরঃ সিপিআই(এম) দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দিনহাটা শহরে। কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এদিন সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই (এম) নেতা অমল আচার্য্য।এরপর বিদায়ী সম্পাদক প্রবীর পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।সম্মেলন থেকে দিনহাটা শহর ও ভেটাগুড়ি - নিগমনগর দুটি আলাদা কমিটি গঠন হয়।দিনহাটা এরিয়া কমিটির মোট ১৪ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় জয় চৌধুরী।ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া কমিটির মোট ১৭ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় উৎপল আচার্য্য।

সিতাই এর তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থী সংগিতা রায়ের মধ্যে নিজের দিদিকে খুঁজে পেলেন

2024-11-03

উত্তরের হাওয়া, ৩ নভেম্বেরঃ সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগিতা রায় দলীয় নেতাদের সাথে ভাতৃত্বের বন্ধন মজবুত করে ভাইফোঁটা উদযাপন করেছেন, যার মধ্যে সামিল ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বিধানসভা কেন্দ্রের স্থানীয় অঞ্চল নেতারা, যাদের সাথে তিনি ভ্রাতৃসুলভ আচরণ করেছেন। রবিবার "ভাই-বোনের বন্ধন" কে সম্মান জানানোর এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি স্থানীয় নেতাদের একত্রিত করে, ধর্মীয় বিভেদকে অতিক্রম করে ঐক্যের প্রদর্শন করে। প্রার্থী সংগিতা সমর্থকদের কাছে স্নেহের "দিদি" নামে পরিচিত। সংগিতা রায় তাদের কপালে পবিত্র ফোঁটা দেন, তাদের প্রতি তার ভালবাসা প্রকাশ করে একটি চিঠি দেন এবং তাদের মিষ্টি খাওয়ান। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংগিতা রায় চিঠিতে বলেছেন, "আজকের ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র দিনে, আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার আশীর্বাদ, ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমার আগামীর পথ সুমসৃণ হবে না। এটাই আমার পথচলার প্রেরণা।" সিতাই এখন শুধু একজন প্রার্থী নয়, সংগিতা রায়ের মধ্যে একজন দিদিকে পেয়েছে বলে মনে করছেন সিতাই এর তৃনমূল কর্মী সমর্থকরা।

উন্নয়ন হাতিয়ার! উপনির্বাচন সিতাই বিধানসভা।

2024-08-11

উত্তরের হাওয়া, ১১আগস্ট: "প্লাস্টিক বর্জিত সিতাই ব্লক। বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে ব্লকে। ম্যারেজ হল থেকে ৭০ শতাংশ পাকা রাস্তার কাজ সম্পূর্ণ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সত্যিই স্বনির্ভর হয়েছেন ব্লকে। তাই উন্নয়নকে সামনে রেখেই ২০২৪ লোকসভা নির্বাচনের মত বিধানসভা উপনির্বাচনেও নির্বাচনী ময়দানে সিতাই বিধানসভা কেন্দ্র। দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসুনিয়ার।" সিতাই বিধানসভা, ২০১১ সালে জোট থাকার কারণে কংগ্রেসের হাতে চলে গিয়েছিল কেন্দ্রটি। তারপর ২০১৬ এবং ২০২১ দুইটি বিধানসভায় পরপর বিপুল ভোটে জয়লাভ করেছে এই কেন্দ্র শাসক দল তৃণমূলের হাতে। এমনকি ২০১৮ সালে লোকসভা নির্বাচনে যেখানে গোটা জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সেইখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছিল শাসকদলের পক্ষে সিতাই বিধানসভা। ২০২৪ এ তো কথাই নেই, নবনির্বাচিত কোচবিহারের সাংসদ হিসেবে কোচবিহার পুনরুদ্ধার করেছেন সিতাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসনিয়া। তাই প্রয়োজন হয়ে পড়েছে সেই কেন্দ্রে উপনির্বাচনের। আর এই উপর নির্বাচনের সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়াতে চলেছে উন্নয়ন। লোকসভা নির্বাচনে নিরিখেও উন্নয়ন ছিল সবার আগে। বিশেষ করে মহিলা উন্নয়ন। একদিকে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠী এবং পঞ্চায়েত সমিতির একাধিক সচেতনতামূলক প্রচার এবং জনসংযোগ এটাই মূল হাতিয়ার হয়ে উঠতে চলেছে উপনির্বাচনের ক্ষেত্রে। এমনটাই মূলত দাবী করে বলছেন পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি জগদীশ বাবুর অর্ধাঙ্গিনী সঙ্গীতা রায় বসুনিয়া। তার কথা অনুযায়ী, ইতিমধ্যেই প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে গোটা ব্লক জুড়ে। যার মধ্যে ৭০ শতাংশ পাকা রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ প্লাস্টিক বর্জিত ব্লক তৈরি করার ক্ষেত্রে ৬০% এগিয়ে গেছে পঞ্চায়েত সমিতি। সব থেকে গুরুত্বপূর্ণ, বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চায়েত সমিতির সচেতনতামূলক কর্মসূচি। সঙ্গীতা দেবী রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী এবং রুপশ্রী প্রকল্পের জন্য ব্লকে বাল্যবিবাহ যেমন একদিকে বন্ধ হয়েছে তেমনি অন্যদিকে বৃদ্ধি পেয়েছে নারী শিক্ষার প্রসার। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সভা গুলিতে এবং জনসংযোগ মূলক কর্মসূচি গুলিতে প্রচার করা হচ্ছে কোন অবস্থাতেই ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি অভিভাবকরাও সচেতন হয়েছেন, তিনি দাবী করে বলেন অভিভাবকদের কথায়, যেখানে রাজ্য সরকার পড়াশোনার জন্য আর্থিক সাহায্যর পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে ক্ষেত্রে কেন মেয়েদের পড়াবো না। মেয়েদের বিয়ে ১৮ বছরের পরেই হবে। মূলত একসময় এই এলাকা অর্থাৎ সিতাই সীমান্তবর্তী এলাকা ছিল বাল্যবিবাহ এবং মেয়ে পাচারের অন্যতম স্বর্গরাজ্য। যা বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়েছে বলে দাবি সঙ্গীতা দেবীর। একইসঙ্গে একটি ম্যারেজ হল তৈরি করা হচ্ছে গ্রামের সাধারণ মানুষের কাছে কম খরচে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট, সড়ক বাতি এবং সেই সাথে জল নিকাশি ব্যবস্থার সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিগত এক বছরে। তাই এই উন্নয়নের বার্তা এবং জনসংযোগ তার উপরে ভরসা করেই আগামী দিনে উপ-নির্বাচনের বিতরণী পার হতে চলেছে সিতাই বিধানসভা কেন্দ্র। শুধু তাই নয় এলাকাবাসী এবং রাজনৈতিক মহলের দাবি জগদীশ বাবুর অর্ধাঙ্গিনী সঙ্গীতা বসুনিয়া উপনির্বাচন এবং ২০২৬ মূল নির্বাচন এর ক্ষেত্রেও অন্যতম প্রার্থী পদের দাবিদার। তবে তিনি প্রকাশ্যে কোন মন্তব্য না করে বলেছেন, দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন তার সঙ্গেই থাকবে গোটা সিতাই।

বিজেপির দখলে থাকা আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতে এলো তৃণমূলের

2024-08-11

উত্তরের হাওয়া, ১১ আগস্ট: বিজেপির দখলে থাকা ফের একটি গ্রাম পঞ্চায়েত কার্যত দখল নিল তৃণমূল। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই পঞ্চায়েত সদস্য জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দেয়। এরফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১২। বিজেপির ১১। গত পঞ্চায়েত নির্বাচনে মোট গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা ছিল ২৩। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১০ ও বিজেপির পেয়েছিল ১৩। এদিন বিজেপির থেকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন, ফলে বর্তমানে তৃণমূল ১২ ও বিজেপি ১১ এবার সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। দলত্যাগী পঞ্চায়েত সদস্য মৌমিতা অধিকারী দাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগদান।‘ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘এদিন রুইডাঙা গ্রাম পঞ্চায়েত দখলে এল। আগামীতে আরও গ্রাম পঞ্চায়েত দখলে আসবে।‘

দুটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার চৌধুরীহাটে

2024-04-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ এপ্রিল: রবিবার সাত সকালে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা বিধানসভার অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে। এদিন সকালে স্হানীয় বাসিন্দা গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। খবর পেয়ে স্হানীয় নয়ারহাট পুলিশফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্হলে পৌছান ও বোমাদুটি উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও।

ভোট পরবর্তী হিংসায় ফের শিরোনামে দিনহাটা

2024-04-20

উত্তরের হাওয়া দিনহাটা, ২০ এপ্রিল: ভোটের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসায় ফের নাম জড়াল দিনহাটা বিধানসভার। শুক্রবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার কিশামতদশগ্রামের টিয়াদহে সক্রিয় তৃণমূল কর্মী সুকুমার মালির বাড়িতে ভাঙচুর ও ওই তৃণমূল কর্মীর বাবা নিবারন মালির দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী হেমতি মালির অভিযোগ, গতকাল রাত ১১ টা নাগাদ বাড়িতে নাবালক ছেলে ও মেয়েকে নিয়ে ছিলাম। স্বামী বাড়িতে ছিলেন না। সেসময় বাড়ির টিনের চালে ক্রমাগত শিল ছোড়া হয়। ভয় পেয়ে পাশেই আত্মীয় বাড়িতে যাই। সেসময়ই বিজেপির লোকেরা বাড়িতে ভাঙচুর চালায়। শ্বশুর মশাই এগিয়ে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার সংযোজন, ঘরে থাকা সোনার গয়না ও টাকাও লুঠপাট হয়েছে। বাজনা বাজিয়ে সংসার চলে। সক্রিয়ভাবে তৃণমূল করার খেসারত দিতে হল। তৃণমূলের কিশামতদশগ্রাম অঞ্চল সভাপতি জগদীশচন্দ্র রায়ের মন্তব্য, বিজেপি ওখানে হারবে বলেই সক্রিয় ওই কর্মীকে টার্গেট করা হয়েছে। আমাদের দলীয় নেতৃত্বও এলাকায় যাবেন। যদিও বিজেপি নেতারা হিংসার ক্ষেত্রে বিজেপির যোগ অস্বীকার করেছেন ও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবী করেছেন। এদিকে ঘটনার জেরে এলাকায় গতকাল রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি খতিয়ে দেখেছে পুলিশ। এরপর শনিবার আক্রান্ত তৃণমূল কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

কোচবিহারে যাবেন না বোসকে অনুরোধ নির্বাচন কমিশনের

2024-04-17

উত্তরের হাওয়া, ১৭এপ্রিল: উত্তরবঙ্গে নির্বাচন চলার সময় রাজ্যপালকে সেখানে না যাওয়ার পরামর্শ দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধি ভাঙবে। প্রসঙ্গত, শুক্রবারই প্রথম দফার নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।রাজ্যপাল জানিয়েছিলেন, ভোট চলাকালীন তিনি নিজে কোচবিহারে থাকবেন। সরেজমিনে খতিয়ে দেখবেন এলাকার পরিস্থিতি। তবে কমিশন জানিয়ে দিল ভোটের আদর্শ আচরণ বিধি এর ফলে লঙ্ঘিত হবে।

উদয়নকে গৃহবন্দী রাখার আর্জি নিশীথের

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে ভোটের দিন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গৃহবন্দী রাখার দাবী তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছেন তিনি। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনি আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’ পাশাপাশি ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরে উদয়নকে শান্তির পক্ষে ক্ষতিকারক বলে প্রমান করার চেষ্টা করেছেন তিনি। নিশীথের অভিযোগ, উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একইরকমভাবে সন্ত্রাস হতে পারে। উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখুক কমিশন । তাঁর সংযোজন, লোকসভা নির্বাচনের প্রচার বিগত দিনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রেখেছেন। এতে কর্মীরা প্ররোচিত হয়ে গন্ডগোল করতে পারে। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে দুষ্কৃতীদের নাম উল্লেখ করেছিল তাতে উদয়ন গুহর নাম ছিল। তাই শান্তিতে ভোট করানোর লক্ষ্যে ভোটের দিন তাঁর বুথের মধ্যে তাঁকে রাখা হোক। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী সাংবাদিক বৈঠক করে একধাপ এগিয়ে উদয়ন গুহকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষের পাশে থেকে সবসময় কাজ করেন বলে জানান উদয়ন। মানুষও তাঁকে চায়। তাই ভয় পেয়েছেন নিশীথ প্রামাণিক। এসব করে কোনও লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন। আমি ঘরে বসে থাকলেও মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে।

জগদীশের প্রার্থী পদ বাতিলের আর্জি বিজেপির

2024-04-17

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৭ এপ্রিল: নির্বাচন কমিশনে জমা করা হলফনামায় স্ত্রীকে নিয়ে ভুল তথ্য দিয়েছেন কোচবিহার লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনীয়া। তাই তার মনোনয়ন বাতিল করা হোক। এমনই দাবী জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা তথা কোচবিহার জেলা সম্পাদক জেলা অজয় রায়। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী । বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর স্ত্রীর নাম শুকতারা বর্মা বসুনিয়া। অন্যদিকে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী সংগীতা রায় বসুনিয়া তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর স্বামী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। স্বভাবতই তৃণমূল প্রার্থীর দেওয়া তথ্য ভুল রয়েছে বলে দাবী তৃণমূলের । তাই তার মনোনয়ন বাতিলের দাবী তুলেছেন তারা। পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিত দে ভৌমিকের মন্তব্য, মনোনয়ন জমা পড়েছে প্রায় ১৫ দিন আগে, এতদিন কি বিজেপি নেতারা চোখ বন্ধ করেছিলেন? অভিযোগ করার হলে তখন করেননি কেন? নিজেদের পায়ের তলার মাটি নেই তাই উল্টোপাল্টা দাবি করছে।

ভোটের আগে ফের উত্তপ্ত ভেটাগুড়ি তৃণমূলের প্রচার চলাকালীন আক্রমনের অভিযোগ

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: রাজনৈতিক বিতর্ক ও হিংসা যেন পিছু ছাড়ছে না দিনহাটা বিধানসভায়। ভোটের আর বাকি মাত্র ৪৮ ঘন্টা। শ‌েষমুহুর্তের প্রচারে ঝড় উঠেছে সমগ্র কোচবিহার জুড়ে। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিশীথের গড় হিসেবে পরিচিত ভেটাগুড়ি এলাকা। বুধবার তৃণমূলের প্রচার চলাকালীন তৃণমূলের গাড়িতে ভাঙচুর ও কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে বসে বিক্ষোভও দেখান তৃণমূলের নেতাকর্মীরা। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, এলাকায় হুমকি দিচ্ছিল তৃণমূল। মহিলাদের সাথে অশ্লীল ব্যবহারও করছিল। সেসময়ই মহিলারা প্রতিবাদ করেছেন।

শহরের ভোট টানতে দিনহাটায় প্রচারে জগদীশ

2024-04-11

উত্তরের হাওয়া, দিনহাটা, ১১ এপ্রিল: সাম্প্রতিক প্রায় সব নির্বাচনেই শহরের ভোট ভুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সীমান্তের প্রতন্ত সংখালঘু অধ্যুষিত এলাকার মানুষ ঢেলে তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেও শহর ও শহর সংলগ্ন এলাকায় বরাবরই পিছিয়ে পড়েছে শাসকদল। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে শহরবাসীর মন জয় করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার কর্মসুচি করলেন তৃনমুলের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। বৃহস্পতিবার দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগে বেরোন তিনি। সমর্থন করার অনুরোধ জানানোর পাশাপাশি ভোটারদের মন বুঝতেও চেষ্টা করেন তিনি।

পোস্টার ছেঁড়া ও মঞ্চ পোড়ানোর অভিযোগে দিনহাটার গ্রামীন এলাকায় উত্তেজনা

2024-04-09

উত্তরের হাওয়া , দিনহাটা, ৯ এপ্রিল: ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা বিধানসভার বিভিন্ন গ্রামীন এলাকা জুড়ে। কখনো শাসক দল তৃনমুলের বিরুদ্ধে এলাকা অশান্ত করার ও বিরোধীদের প্রতিহত করতে মারমুখী হওয়ার অভিযোগ তুলছে বিজেপি শিবির। পাল্টা বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে তাই এলাকায় বিজেপির গুন্ডামি চলছে বলে দাবী তৃণমূলের। রবিবার শাসক বিরোধী গণ্ডগোলের জেরে ভোটের মুখে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের প্রত্যন্ত দুই এলাকায়। এদিন গভীর রাতে সংশ্লিষ্ট ব্লকের চৌধুরিহাট গ্রামপঞ্চায়েতের জায়গির বালাবাড়ির ৭/১৮৩ নং বুথে লোকসভার তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনীয়ার সমর্থনে লাগানো একাধিক পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্হানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা দেবাশীষ দেবের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো একাধিক পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এর আগেও মাস খানেক আগ‌ে তৃণমূলের ঝান্ডা পুড়িয়ে দিয়েছিল বিজেপির হার্মাদরা। ন্যক্কার জনক ঘটনার প্রতিবাদ জানাই। অন্যদিকে একই সময়ে একই ব্লকের কিশামতদশগ্রামে রাতের অন্ধকারে বিজেপির নির্মীয়মান সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ঘাসফুল নেতাদের কাঠগড়ায় তুলছেন পদ্ম শিবিরের নেতারা। বিজেপির দিনহাটা ৩ নং মন্ডলের সভাপতি কমল বর্মনের কথায়, সব ধরনের প্রশাসনিক অনুমতি নিয়েই সোমবার কিশামতদশগ্রামের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনীসভার সভামঞ্চ তৈরী করা হয়েছিল। রবিবার গভীর রাতে সেই সভামঞ্চে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে তৃনমুল কংগ্রেসের হার্মাদরা। প্রশাসনকে সব জানানো হয়েছে। তাঁর আরও সংযোজন, তৃণমূলের জনসমর্থন তলানিতে। তৃণমূল এতই যদি উন্নয়ন করে থাকে, তাহলে এত্ত হিংসা হানাহানি করছে কেন। গনতান্ত্রিক উপায়ে লড়াই লড়ুক। যতই বিজেপিকে আটকানোর চেষ্টা হোক, আমরা থামবো না। পোড়া মঞ্চের পাশে অস্হায়ী মঞ্চেই সভা করবো আমরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য এর মন্তব্য, তৃণমূলের কর্মীদের এত সময় বা নিম্ন মানসিকতা নেই। এটা বিজেপির সহানুভূতি আদায়ের কৌশল। নিশীথ প্রামাণিক যেখানে যাচ্ছেন সেখানেই সাড়া পাচ্ছেন না। তাই দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতে ও সহানুভূতি আদায়ের জন্য নিজেরাই নিজেদের প্যান্ডেলে আগুন ধরিয়েছে ও তৃণমূলের নামে দুর্নাম করছে। বিজেপির পুরোনো কর্মীদের সাথে গোষ্ঠীকোন্দলের জেরেই এটা হতে পারে বলে তাঁর মত। দিনহাটা মহকুমার দুই হেভিওয়েট মন্ত্রী নিশীথ ও উদয়নের দ্বৈরথে বরাবরই রাজনৈতিক কোন্দল ও সংঘর্ষের ঘটনায় শিরোনামে থাকছে দিনহাটা মহকুমা। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই যখনই ভোট এসেছে, রাজনৈতিক হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে প্রথমেই থেকেছে দিনহাটা। লোকসভা ভোটের মুখেও তা থামার লক্ষন নেই, বরং ভোটের দিন যত এগোচ্ছে সমস্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এমন অবস্হায় ভোটে পরিস্হিতি কী হবে তা নিয়েও এলাকায় ছড়াচ্ছে চাপা আতঙ্ক ও গুঞ্জন। যদিও দুটি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।

নিশীথের হাত ধরে বিজেপিতে শতাধিক

2024-04-09

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ এপ্রিল: সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক মানুষ। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ স্হানীয় মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় উপস্হিত ছিলেন নিশীথ। সেখানে নিশীথ ছাড়াও তাপস দাস, সুকুমার বর্মন, জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব উপস্হিত ছিলেন ।

নিগমনগর বাজারে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার মন্ত্রী উদয়নের

2024-04-06

উত্তরের হওয়া, ৬মার্চ: রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কার্যকারিতা গ্রামবাসীদের মধ্যে তুলে ধরতে জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । শনিবার দিনহাটা ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের নিগমনগর বাজার এলাকায়। উদয়নের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী নিগমনগর বাজারের স্থানীয় দোকানদারদের সাথে ও বাজারে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের অভাব-অভিযোগ শুনেন। পাশাপাশি সমস্যাগুলি সুরহার জন্য পরামর্শও দেন। সাথে তিনি লোকসভা ২০২৪ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দেবার আহ্বান করেন।

বামপ্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে নিগমনগরে নির্বাচনী পথসভা

2024-04-06

উত্তরের হাওয়া, ৬মার্চ: কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে নিগমনগর বাজারে বামফ্রন্টের ডাকে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো । আজ সন্ধ্যায় নিগমনগর বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই নির্বাচনী পথসভাতে সাধারণ মানুষেরও ভীড় লক্ষ্য করা যায়। এদিনের পথ সভাতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব অক্ষয় ঠাকুর থেকে শুরু করে ফরওয়ার্ড ব্লকের অন্যান্য নেতৃত্ব অক্ষয় ঠাকুর, বিকাশ মণ্ডল, সুজাতা চক্রবর্তী , উজ্জ্বল গুহ , গৌরাঙ্গ পাইন ছাড়াও বামফ্রন্টের শরিক দলের অন্যান্য নেতৃত্বরা। এই নির্বাচনী পথসভা থেকে সকল জনসাধারণের উদ্দেশ্যে তারা আহ্বান জানান। দিনহাটা সহ কোচবিহার জেলার সন্ত্রাস রুখে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বোমা বাজি বন্ধ করতে, গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে বিজেপি-তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নিতীর বিরুদ্ধে, বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় পথসভা থেকে।

প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি

2024-04-06

উত্তরের হাওয়া, ৬ মার্চ: প্রচার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়ের গাড়ি। শনিবার সন্ধ্যায় তাঁর গাড়িতে একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে বলে অভিযোগ। পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারা হয়। সে সময় ভিতরে বসেছিলেন সৌগত রায়। অল্পের জন্য বড় বিপদ থেকে তিনি রেহাই পান বলে খবর। ম্যাটাডরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। শনিবার সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটনাটি ঘটেছে। আজকের প্রচার থেকে ফেরার সময়ই সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এটি নিছক দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে বেরোন সৌগত রায়।

বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা

2024-04-05

উত্তরের হাওয়া, ৫ মার্চ: কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা করলো সিপিআই (এম)।আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মীসভা তে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।এই কর্মীসভা তে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ রায়, জেলা সম্পাদক অনন্ত রায়,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,প্রবীর পাল,জেলা কমিটির সদস্য, দিলীপ সরকার, দেবেন বর্মন, শুভ্রালোক দাস, এন্দদুল হক, সহ অন্যান্যরা। বিশাল মিছিল দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে থেকে চওড়াহাট পর্যন্ত মিছিল মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। দিনহাটা সহ কোচবিহার জেলার সন্ত্রাস রুখে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বোমা বাজি বন্ধ করতে, গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে বিজেপি-তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নিতীর বিরুদ্ধে, বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।

পাঁচটা ঘুমের ওষুধেও ঘুম হবেনা পাল্টা মহামিছিলে নিশীথকে কটাক্ষ উদয়নের

2024-03-31

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩১ মার্চ: “এই মিছিল দেখার পর অনেকেরই রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। পাঁচটা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হবে না।” রবিবার কোচবিহার জেলার দিনহাটা শহরে তৃনমুলের মহামিছিল শেষে এভাবেই নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও উদয়নের মন্তব্যকে পাত্তা দেয়নি বিজেপি। কোচবিহার জেলার দিনহাটা মহকুমা বরাবরই রাজনীতির হটস্পট। উনিশের লোকসভা ভোটের সময় থেকেই প্রচার, পাল্টা প্রচার, সন্ত্রাস, পাল্টা সন্ত্রাসে শিরোনামে এসেছে দিনহাটা। চলতি লোকসভার প্রস্তুতিতেও এই ধারায় বদল আসেনি। কখনো শাসক দল, আবার পাল্টা বিরোধী দলের প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে দিনহাটা। একই বিধানসভার দুই হেভিওয়েট নিশীথ ও উদয়নের পেশিশক্তি ও কথার লড়াইয়েও সাক্ষী থেকেছে জেলা তথা রাজ্যবাসীও। নির্বাচনী মিছিলকে ঘিরেও ফুটে উঠল একই ছবি। গত ২৪ মার্চ দিনহাটায় মহা মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কয়েক হাজার কর্মী সমর্থকদের মিছিলে হেটে ছিলেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবার বিজেপিকে পাল্টা দিতে দিনহাটা শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে লোকসভার তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে দিনহাটা শহরে মিছিল করা হয়। মিছিলে হাটতে হাটতেই জগদীশ এর মন্তব্য, এই মিছিলে যারা পা মিলিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ধর্মীয় সুড়সুড়ির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তাই দিয়েছেন ।

ভেটাগুড়িতে প্রচারে উদয়ন ও হিপ্পি

2024-03-30

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ মার্চ: বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে শনিবার নির্বাচনী প্রচারে ঝড় তুলল তৃণমূল। এদিন বিকেল থেকে ভেটাগুড়ি ১ গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে ভোট প্রচার করেন তারা। পাশাপাশি দিন দুয়েক আগে ভেটাগুড়ি ১ অঞ্চলের আক্রান্ত অঞ্চল সভাপতির বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ও জেলা সভাপতি।

জোটে জটিলতা কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: জোট নিয়ে জটিলতা চলছিলই। কোচবিহারে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ডব্লক প্রার্থী ঘোষনার পরও প্রার্থী দেয় কংগ্রেসও। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বাম কংগ্রেস জোটের কথা মাথায় রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল পর্যন্ত কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করবে কিনা তা নিয়েও চলল চর্চা। কিন্তু শেষমেষ জোটের মুখরক্ষা হলনা। মনোনয়ন প্রত্যাহার করলেন না কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। শনিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় থাকলেও কংগ্রেস প্রার্থী তার প্রার্থী পদ প্রত্যাহার করেননি। স্বভাবতই কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্মুখ সমরে। জাতীয় কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তথা প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ সরকারের মন্তব্য, কংগ্রেস একটি সর্বভারতীয় দল। তার সঙ্গে কোনো অবস্থাতেই ফরওয়ার্ড ব্লকের তুলনা হয়না। তাই ফরওয়ার্ড ব্লকের জন্য কংগ্রেসের মনোনীত প্রার্থীর প্রার্থী পদ প্রত্যাহারের কোন প্রশ্নই ওঠে না। তাঁর সংযোজন, কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের কোন সাংগঠনিক ক্ষমতাই নেই, তারাই প্রার্থী পদ প্রত্যাহার করতে পারতো। কংগ্রেসের দাবী, ফরওয়ার্ড ব্লক এর থেকে অনেক বেশি ভোট পাবে কংগ্রেস। বাম কংগ্রেস জোটে এই জটিলতায় চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। জোট ভাঙায় আখেরে কার ক্ষতি হয় সেজন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত।

ভোটের মুখে কোচবিহারে মঙ্গল পান্ডে

2024-03-30

উত্তরের হাওয়া, কোচবিহার, ৩০ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের মুখে কোচবিহারে এলেন মঙ্গল পান্ডে। নির্বাচনের প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহারে। প্রার্থী হিসেবে রয়েছেন দেশের বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্বভাবতই হেভিওয়েট এই কেন্দ্রকে গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই ভোটের মুখে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি ও দলীয় কর্মীদের আরও উদ্দীপ্ত করতে কোচবিহারে এলেন বিহারের নেতা দলের বিশেষ এই পর্যবেক্ষক। শনিবার তার উপস্থিতিতে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় জেলা কার্যালয়ের কনফারেন্স হলে। বিশেষ পর্যবেক্ষক ছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন, কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন । বৈঠকে মূলত ২০২৪ লোকসভা নির্বাচনে দলের সাথে সাধারণ মানুষের নিবীড় সংযোগ বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গল পান্ডে জানান, নির্বাচন এর লড়াই মাঠে হলেও তার স্ট্র্যাটেজি তৈরি হয় অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে। বিজেপি সূত্রে খবর, প্রধানত ছোট ছোট বৈঠক, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং মহিলাদেরকে সামনে সারিতে রেখে প্রচারের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

মোয়ামারির ২ তৃণমূল নেতা সহ বহু পরিবার বিজেপিতে

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: কোচবিহার ১ ব্লকের মোয়ামারি অঞ্চলের তৃনমুলের তপশীলি কমিটির সভাপতি ও সহসভাপতি সহ প্রায় ৫০ পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপির কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে তাদের হতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি সুকুমার রায়। সুকুমার বাবু জানান, এর আগেও ওই এলাকার দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এদিন মোয়ামারি এলাকার অন্যান্য নেতৃত্বরাও যোগদান করলেন। শাসকদলকে তার কটাক্ষ, তৃণমূলের মতো জোড় করে দলে যোগদান করিয়ে আমাদের প্রচার করে বলতে হয় না। আমাদের প্রতিনিয়ত যোগদান পর্ব চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন।

কোচবিহারে জোড়দার প্রচার তৃণমূল প্রার্থীর

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুললেন লোকসভায় তৃণমূলের কোচবিহারের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। এদিন পুর্ব নির্ধারিত সূচি মেনে শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি।

মাথাভাঙায় প্রচারে আত্মবিশ্বাসী নিশীথ, ১৫ হাজারের লিডের দাবী

2024-03-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ মার্চ: “শুধুমাত্র মাথাভাঙা বিধানসভা থেকেই ১৫ হাজারের বেশী লিড থাকবে আমাদের” - কোচবিহার লোকসভার মাথাভাঙায় প্রচারে গিয়ে এমনই আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এর গলায়। এদিন দিনভর মাথাভাঙা বিধানসভার ১৩ টি আলাদা আলাদা জায়গায় সভা ও জনসংযোগ করেন নিশীথ। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মন্দিরগুলিতেও যান তিনি। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি তার মন্তব্য, যেখানেই যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন। অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্থানীয় নেতাদের বিরুদ্ধেও। সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন, আগামী দিনে জয়লাভ করে পুনরায় কোচবিহারের দায়িত্বভার গ্রহণ করে সেই সমস্ত দুর্নীতি পরায়ণ তৃণমূল কংগ্রেস নেতাদের শায়েস্তা করার দায়িত্ব যাতে আমি নিতে পারি। সাধারণ মানুষের ভরসা অটুট রাখতে চাই। কোচবিহার শুধু নয়, গোটা বাংলার অন্যতম হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি যেখানেই যাচ্ছেন জনতার ঢল নামছে। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল কুমার বর্মন সহ স্থানীয় বিজেপি নেতারা। এদিন তিনি মূলত মাথাভাঙ্গা বিধানসভা এলাকার জয়ন্তীর হাট, আটপুকুরি, রুহিডাঙ্গা, দোলং মোর, প্রেমেরডাঙ্গা এবং নিশিগঞ্জ বাজার এলাকায় ব্যাপক জনসংযোগ সারেন তিনি।

তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে দিনহাটা পৌর এলাকায় মন্ত্রী উদয়ন গুহ

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চ: কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দিনহাটা পৌর এলাকায় প্রচারে বেরোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন তিনি সকালে দিনহাটা শহরের ১২ নাম্বার ওয়ার্ডে বিভিন্ন দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেন। রাজ্যে সরকারের বিভিন্ন উন্নয়নকে সামনে তুলে ধরেন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যদিও তিনি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে আগেই প্রচার করেছেন। ভোট প্রচার শেষে মন্ত্রী উদয়ন গুহ বলেন, সকাল বেলা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরি বিকালে গ্রামে গ্রামে প্রচার করছি। গতকাল থেকে শুরু করেছি এভাবেই প্রতিটি ওয়ার্ডের প্রচার করব। গতকাল ৯ নাম্বার ওয়ার্ডের প্রচারে বেরিয়েছিলাম আজ ১২ নাম্বার ওয়ার্ডে প্রচার করছি। প্রচার শেষে মন্ত্রী উদয়ন গুহ জানান, প্রত্যেকটি ওয়ার্ডেই বাড়ি বাড়ি পৌঁছে যাব এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করব। বিগত বিভিন্ন নির্বাচনের ভোট প্রচার করেছি দিনহাটা শহরে এবারও করছি।

তৃনমুল বিজেপি আক্রমন প্রতি আক্রমনে সরগরম দিনহাটার কালমাটি

2024-03-28

উত্তরের হাওয়া, ২৮ মার্চ, দিনহাটা: ভোটের মুখেও হিংসা যেন পিছু ছাড়ছে না দিনহাটায়। রাজনৈতিক সন্ত্রাস, আক্রমন ও পাল্টা আক্রমনের ঘটনায় ফের সরগরম হয়ে উঠল কোচবিহারের দিনহাটা বিধানসভা। বুধবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের দক্ষিন কালমাটি এলাকায় স্হানীয় তৃনমুল নেতা তথা দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির সদস্য দীলিপ চন্দ্র বর্মনের বাড়িতে বিজেপি আশ্রিত সশস্ত্র দুস্কৃতিরা ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের । যদিও অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের বিরুদ্ধে পাল্টা বিজেপির শক্তিপ্রমুখ বিনয় সেনের বাড়িতে ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানির মতো অভিযোগ তুলেছেন পদ্ম নেতারা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বামনহাট ২ গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সীমান্তবর্তী এই এলাকায় বিজেপির প্রভাবও রয়েছে। স্বভাবতই শাসক ও বিরোধীদের সমান সমান টক্করে বরাবরই রাজনৈতিকভাবে উত্তেজনা প্রবন। গত পঞ্চায়েতেও দেদার ভাঙচুর, গুলি চালনা সহ একাধিক কারনে শিরোনামে এসেছে এই এলাকা। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রবল উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার এলাকায় ঘুরতেই বোঝা গেল ঘটনার তীব্রতা কতটা ভয়াবহ। কেউ সরাসরি মুখ না খুললেও শাসক বিরোধী সংঘর্ষ যে গতরাতে মারাত্মক হয়েছিল তা সকলেরই চোখে মুখে স্পষ্ট। যদিও নিজেদের নির্দোষ প্রমানে ব্যস্ত শাসক বিরোধী দুই শিবিরই। দিলীপচন্দ্র বর্মনের স্ত্রী শোভারানি বর্মনের অভিযোগ, রাতে ঘুমাচ্ছিলাম। সেসময়ই ঘরে আক্রমণ করেছে বিজেপির দুস্কৃতিরা। প্রান ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই আমরা। তখনই ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনাও লুঠ করে নিয়ে গেছে তারা।তৃণমূলের বামনহাট ২ অঞ্চল কমিটির চেয়ারম্যান হানিফ শিকদারের কথায়, আমাদের স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি। পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরেই এই হিংসা ও আক্রমনের রাজনীতি। যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাসের পাল্টা দাবী, তৃনমুলের হার্মাদ বাহিনী আমাদের স্হানীয় নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। মহিলাদেরও ছাড় দেয়নি। নিজেদের দলীয় কোন্দলেই ওদের বাড়িতে আক্রমন ঘটে থাকতে পারে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মিথ্যা মামলায় ফাঁসাতেই এসব চক্রান্ত।

নরেনের সভা নীতিশের সমর্থনে

2024-03-27

উত্তরের হাওয়া, ২৭ মার্চ, দিনহাটা: লোকসভায় কোচবিহার কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে বুধবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের শালমারায় পথ সভা করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এদিন সন্ধা ৮ টা নাগাদ শালমারা বাজারে আয়োজিত সভায় নরেন ছাড়াও দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অক্ষয় ঠাকুর, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, সিপি আই এম নেতা বিশ্বসিংহ কার্যী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র শাসকদলকে চোর আখ্যা দিয়ে তুলোধনা করেন বক্তারা। পাশাপাশি আসন্ন ভোটে দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানানো হয়েছে।

কোচবিহারে কংগ্রেস প্রার্থীর ইস্যু এইমস ও ফাঁসিরঘাট সেতু

2024-03-24

উত্তরের হাওয়া, ২৪ মার্চ: ধারনা ছিল এবার হয়তো কোচবিহার লোকসভা আসনে কংগ্রেস দলের কোন প্রার্থী হবে না জোট রাজনীতির স্বার্থে। দেরি হলেও ইতিমধ্যে কংগ্রেসের তরফে পিয়া রায় চৌধুরীকে কোচবিহার আসনে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছে। প্রচারের দৌড়ে অনেকটা পিছিয়ে থেকেও কোচবিহারের জন্য বড় দুটি ইস্যুকে সামনে রেখে কোচবিহার বাসির মন জয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ২৪-৩-২০২৪ ইং জাতীয় কংগ্রেসের কোচবিহার জেলা পার্টি অফিস রাজিব ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পিয়া রায় চৌধুরী জানান, ভোট যুদ্ধে কোচবিহারে এইমস তৈরি ও কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতুর ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, আমাদের মুল লড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লক মনোনিত বামফ্রন্ট প্রার্থী সম্পর্কে তিনি বলেন , সিপিআইএম এর সাথে আমাদের জোট কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাথে কোনো দিন জোট ছিলো না। আর ফরওয়ার্ড ব্লকের কোনো সাংগঠনিক শক্তি নেই , তাই জোট রাজনীতির স্বার্থের কোনো বিষয় দেখছি না। রাজ্য শাসক দলের লক্ষ্মীর ভান্ডার ভোট কেনার মতো , যেন বাচ্চাকে ললিপপ ধরিয়ে দেয়া। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সম্পর্কে বলতে গিয়ে বলেন, ২০১৯ এর নির্বাচনে যা প্রতিশ্রুতি ছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো ফ্লোপ এমপিকে মানুষ এবার মেনে নেবে না। তাছাড়া বিজেপির ধর্মীয় মেরুকরণ ভীতি মানুষের থেকে দূর করা আমাদের উদ্দেশ্য।

বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটায় কর্মীসভা ও শহরে মিছিল

2024-03-23

উত্তরের হাওয়া, ২৩ মার্চ: কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা কর্মীসভা ও শহরে মিছিল করলো বামফ্রন্ট।আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মীসভা তে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই কর্মীসভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব অক্ষয় ঠাকুর, তারাপদ বর্মন,প্রবীর পাল, শুভ্রালোক দাস, আব্দুল রউফ,গোবিন্দ রায়, সহ প্রার্থী নীতিশ চন্দ্র রায়। কর্মীসভা শেষে এক বিশাল মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।দিনহাটা সহ কোচবিহার জেলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।

আবারও ভোট নিয়ে অশান্তি দিনহাটা

2024-03-22

উত্তরের হাওয়া, ২২ মার্চ: ভোটের মুখে আবারও শিরোনামে দিনহাটা। বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। প্রতিবাদে পথ অবরোধে নামে বিজেপি। দিনহাটা-২ ব্লকের শালমারা বাজারে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সেগুলি লাগানো হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেগুলি কেউ বা কারা ছিঁড়ে ফেলে। প্রতিবাদে শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ শালমারা বাজার সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানেই নষ্ট করা হয় বিজেপির পতাকা, ফেস্টুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে পথঅবরোধও করেন বিজেপি সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তী সময়ে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয়। এরপর পথঅবরোধ ওঠে। এ বিষয়ে বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মন বলেন, অপরাধীদের শাস্তি না হলে ছাড়া হবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মাধবী নাগের নেতৃত্বে চিলকির হাটে তৃনমূলের নির্বাচনী জনসভা

2024-03-22

উত্তরের হাওয়া, ২২ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ কুচবিহার ১ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভা নেত্রী মাধবী নাগের নেতৃত্বে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মহিলা অঞ্চল সভাপতি ও প্রত্যেকটি বুধের বুথ সভাপতি নিয়ে নিয়ে চিলকির হাটে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক কুচবিহার এক নং ব্লক এ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক সভানেত্রী মাধবী নাগ এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিশংকর রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।

গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

2024-03-21

উত্তরের হাওয়া, ২১মার্চ: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এই ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। সূত্রের খবর আজ সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।

দেওয়াল লিখন মুছে পদ্ম নেত্রীকে মারধরের অভিযোগ দিনহাটায়

2024-03-19

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৯ মার্চ: লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই তৃনমুল বিজেপি দ্বন্ধের ঘটনায় ফের নাম জড়াল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার। সোমবার বিজেপির দিনহাটা ১ নং মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী পিঙ্কি দাস ও এলাকার শক্তিপ্রমুখ মালেকুল ইসলামকে মারধর ও লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিষয়টিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি লিখিত ভাবে দিনহাটা থানায় জানিয়ে শাসক শিবিরের সন্ত্রাস ও হিংসার রাজনীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্বও। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক পরিক্ষীত অধিকারীর অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নন। রাজনৈতিক দ্বন্ধ ও প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু হিংসা, সন্ত্রাসের রাজনীতি ও মহিলাদের অসম্মানের ঘটনা ন্যাক্কারজনক। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। যদিও বিষয়টি জানা নেই বলে সাফাই তৃণমূলের দিনহাটা ১ ব্লক (বি) সভাপতি অনন্তকুমার বর্মনের। নিঃসন্দেহে চলতি লোকসভা ভোটের হটস্পট দিনহাটা মহকুমা। ভেটাগুড়ির বাসিন্দা বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রার্থী করে কোচবিহার আসন ধরে রাখতে মরীয়া বিজেপি শিবির। অন্যদিকে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনীয়াকে আসরে নামিয়ে মাত দিতে চাইছে ঘাসফুল নেতৃত্ব। স্বভাবতই ভোটের মুখে দিনহাটা মহকুমা জুড়ে শুরু হয়েছে চুড়ান্ত রাজনৈতিক ব্যস্ততা। ফ্ল্যাগফেস্টুনের ছড়াছড়ি ও কথার লড়াই তো বটেই, দেওয়াল লিখনেও একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত যুজুধান দুই শিবির। অভিযোগ, এমন পরিস্হিতিতে সোমবার বিকেলে দিনহাটা বিধানসভার দিনহাটা ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের সারদাপল্লী এলাকায় নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখনের কাজ করছিলেন বিজেপি নেতাকর্মীরা। সেসময়ই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে ও দেওয়াল লিখন মুছে দেয় বলে অভিযোগ। আক্রান্ত নেত্রী পিঙ্কির কথায়, আমাদের দেওয়াল লিখন কর্মসুচি চলছিল। সেসময়ই আচমকা বাইকে এসে আক্রমণ করে কয়েকজন। গালিগালাজ ও মারধর করার পাশাপাশি জোড় করে দেওয়াল লিখনও মুছে দিয়েছে। এছাড়াও ভবিষ্যতে দেওয়াল লিখনের চেষ্টা করলে বিবস্ত্র করার হুমকিও দিয়েছে।

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভা তৃণমূল শ্রমিক সংগঠনের

2024-03-16

উত্তরের হাওয়া, ১৬ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো তৃণমূল শ্রমিক সংগঠনের। শনিবার দিনহাটা ২ নং ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বদের নিয়ে আবুতারায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মিলন সেন সহ ব্লকের শ্রমিক সংগঠনের অঞ্চল নেতৃত্বরা। এদিনের এই প্রস্তুতি সভা নিয়ে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মিলন সেন বলেন, আগামী ১৯ এপ্রিল কোচবিহারে প্রথম দফায় ভোট রয়েছে।, আমরা কিভাবে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কে জয়লাভ করাতে পারি সে সমস্ত বিভিন্ন বিষয় আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণে মারার হুমকির পোস্টার

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: এক বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণে মারার হুমকির পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের। দোষীদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ বিজেপি কর্মী। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায়। ওই অঞ্চলের বিজেপি কর্মী গৌতম দাসের অভিযোগ, আজ সকালে ঘুম থেকে উঠে তিনি তার বাড়ির পাশে এই ধরনের পোস্টার দেখতে পান। যাতে লেখা রয়েছে গৌতম দাস তুই নাকি মস্তান হয়েছিস, একবার তোর বাড়ির উপর গিয়ে মেরেছি, তোর এখন রাস্তায় বডি পড়ে থাকবে, তুই এবার বুঝে দেখ। এরপরই তিনি বিজেপি নেতৃত্বকে বিষয়টা জানান। ঘটনাস্থলে যাই ওই অঞ্চলের বিজেপি নেতৃত্বরা, যদিও অভিযোগকারী গৌতম দাসের অভিযোগ, তিনি ওই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বুথের দায়িত্বে ছিলেন, সেখানে বিজেপি খুব কম সংখ্যক ভোটে পরাজয় হয়। তৃণমূল জিতে যাওয়ার পর থেকেই তাকে একাধিকবার হুমকি দেয়, এছাড়াও রাতের বেলা মদ্যপ যুবকদের আনাগোনা লেগেই থাকে, তাই এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে বলে অভিযোগ বিজেপি কর্মী স্বপন দাসের। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে ওই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মন্ডল। তার দাবি, তৃণমূলের কেউ এই ঘটনার সাথে যুক্ত না, বিজেপি নিজেরাই এই ধরনের নোংরামো করে তৃণমূলের নাম কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, আর অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

কোচবিহার ১(A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব

2023-09-22

উত্তরের হাওয়া, ২২ সেপ্টেম্বরঃ আজ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে, কোচবিহার ১(A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী কমলেশ অধিকারীর উপস্থিতিতে "বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। আজকের এই বর্ধিত সভায় কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী বলেন আগামী ২ ও ৩ রা অক্টোবর দিল্লীতে যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং এর বাসভবনে সামনে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোপে রাজ্যের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা অংশগ্রহণ করিবেন, এবং জেলায় জেলায় ব্লকের বিডিও অফিসের সামনে ব্লক ও অঞ্চলের যুব যোদ্ধাগণ, যুব যোদ্ধারা ধর্ণা মঞ্চ গড়ে প্রতিবাদ জানাবে, এবং কোচবিহার১নং ব্লক (A) তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নবিনুর হোসেন বলেন, আগামী ৭ ই অক্টোবর কোচবিহারের রাজপথে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরৎ ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে এক মহা মিছিল সংঘটিত হবে, সেই মহা মিছিল কে সার্থক করে তুলতে আজকের এই বর্ধিত সভা।

দিনহাটা ভিলেজে এক নং গ্রাম পঞ্চায়েতে শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস যোগ দিলেন কুড়িটি পরিবার

2023-09-06

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে ভিলেজ ১ অঞ্চলের ২০ টি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বুধবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহার বাড়িতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, দিনহাটা ওয়ান বি মহিলা তৃণমূলের সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক সাবীর সাহা চৌধুরী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব সাহা, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা খাসনবীস সহ আরো অন্যান্যরা। জানা যায় এদিন সেখানে কুড়িটি পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।

বাংলায় ফের ভোট ঘোষণা

2023-08-13

উত্তরের হাওয়া, ১৩ আগস্ট: ১৫ নং ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় আজ, রবিবার আসন্ন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উল্লেখ্য, প্রয়াত হয়েছেন ধূপগুড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়। এর আগে এই কেন্দ্রের জন্য ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করে সিপিএম।

মাতালহাট কান্ডে ৬০ জনকে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে ৫জনের ২দিনের পুলিশি হেফাজত ৫৫ জনের জেল হেফাজত

2023-08-12

মাতালহাটে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার ৬০ জন কে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে। শনিবার দুপুরে দিনহাটা থানার পুলিশ ওই ৬০ জনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। তাদের আদালতে পেশ করা হলে বিচারক ৫ জনের দুদিনের পুলিশি হেফাজত এবং বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। এদিন কড়া পুলিশির নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার হওয়ার ৬০ জনকে পেশ করা হয় আদালতে। উল্লেখ্য, মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির একাংশের অভিযোগ, বাদল বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে আটকে রাখা হয়েছে। এরই প্রতিবাদের সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় দিনহাটা থানার আইসি সুরজ থাপা এসডিপিও ত্রিদিব সরকার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা কোনভাবেই সেখান থেকে সরে না যাওয়ায় সেই উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ এমনকি ফাটানো হয় কাদানে গেছে সেল। এমত অবস্থায় পুলিশকে লক্ষ্য করেও ছোরা হয় ইট পাটকেল। পাশাপাশি পুলিশের একটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে ওই এলাকায় ধরপাকড় শুরু করে দিনহাটা থানার পুলিশ । একটি বাড়ি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, একদল জনতা ১৪৪ ধারা অতিক্রম করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরেই ৬০ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। যদিও সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি প্রধান হন মানবেন্দ্র রায় ও উপপ্রধান হন সঞ্চিতা বর্মন। এদিকে এদিন গ্রেপ্তার হওয়া ওই ৬০ জনকে পেশ করা হলো আদালতে। পরে বিচারক পাঁচজনের দুদিনের পুলিশি হেফাজত ও বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হতেই ৩ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব

2023-08-10

উত্তরের হওয়া, ৯ আগস্ট: বুধবার ছিল মাথাভাঙ্গা এক ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। এদিন সকালে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের শাসক ও বিরোধীদলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এসে পৌঁছন। এরপরেই শুরু হয় বোর্ড গঠন এবং প্রধান উপপ্রধান নির্বাচনের কাজ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রধান ও উপপ্রধানের নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু সেখানে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য দলীয় নির্দেশিকাকে অমান্য করে অন্য নাম প্রস্তাব করে। পাশাপাশি সেই প্রস্তাবিত নামের সমর্থন জানায় বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা এমনটাই অভিযোগ উঠে এসেছে। এরপরেই গোটা বিষয়টি দলীয় নেতৃত্বের গোচরে আসতেই ওই ৩ পঞ্চায়েত সদস্যকে সাংবাদিক বৈঠক করে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে, সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২১ টি । সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৫ টি এবং বিজেপির ৬ টি পঞ্চায়েত সদস্য রয়েছে। জানা গেছে এদিন বোর্ড গঠনের সময় তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য দেবাশীষ মজুমদার ,আব্দুল গনি ও হামিদা বিবি তারা দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। সেখানে আব্দুল গনি প্রস্তাব করেছিলেন দেবাশীষ মজুমদারের নাম এবং হামিদা বিবি সেই নাম সমর্থন জানিয়েছেন । এরপরেই সেখানে ভোটাভুটি হয় সেখানেই দেখা যায় বিজেপির ছয় সদস্য এবং তৃণমূলের ওই ৩ পঞ্চায়েত সদস্য একসাথে হয়ে যান। সেই ভোটাভুটিতেই তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান তারা তিনটি ভোট কম পান। এদিকে এই বিষয় নিয়ে কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ওই ৩ পঞ্চায়েত সদস্য বিজেপির সাথে অভিসন্ধি করেছিল। দলের নির্দেশিত প্রধান ও উপ প্রধান কে হারিয়ে বিজেপির সমর্থন নিয়ে জেতার একটা প্রবণতা ছিল। যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন দলীয় নির্দেশ অমান্য করলেন সেই তিনজনকেই দল থেকে বহিষ্কার করা কথাও ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি স্পষ্টতই জানিয়ে দেন দলের রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনহাটায় পদ্মকর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর শাসকদলের দিকে

2023-08-10

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ অগাস্ট: ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। মঙ্গলবার গভীর রাতে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড লাঙ্গুলিয়া এলাকার বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে হামলা চালানো ও বাড়ির জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাড়িতে হামলার পাশাপাশি বাড়ির বাইরে বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ। যদিও শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ঘটনার সাথে বিজেপির গোষ্ঠীকোন্দলের যোগ রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্যের সাফ মন্তব্য, “অভিযোগ যে কেউ করতে পারে। সকলেরই অধিকার আছে। তবে তৃণমূল কংগ্রেস কোনভাবেই এই বিষয়ের সাথে জড়িত নয়। ওই বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে ছিলেন, সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। স্বভাবতই আদি বিজেপি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই হামলা হয়ে থাকতে পারে। তৃনমুলকে মিথ্যা বদনাম করা হচ্ছে। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে এদিন রাত থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসা, সন্ত্রাস, শাসক বিরোধী সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষের ঘটনায় বারংবার উত্তপ্ত হয়েছে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকা। ভোটকে কেন্দ্র করে মৃত্যুও হয়েছে শাসক বিরোধী দুপক্ষেরই। ঘটনাগুলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও। ভোটের পর পেরিয়ে গিয়েছে এক মাস। বর্তমানে শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনের ব্যস্ততা। কিন্তু দিনহাটার ছবিটা বদলায়নি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খণ্ড লাঙ্গুলিয়া এলাকায় সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বোমাবাজিও করা হয়। ওই বিজেপি কর্মীর মা জানালেন, ছেলে বাড়িতে ছিলনা। গতকাল রাত আনুমানিক ১ টা নাগাদ ঘরের বাইরে শব্দ শুনতে পাই। বেরোতেই দেখি একদল যুবক বাইরের গ্রিল ভেঙে ছেলের ঘরে ঢুকেছে ও ভাঙচুর চালাচ্ছে। এগিয়ে যেতেই বাড়ির সামনে বোমা ফেলা হয় ও বন্দুকের ভয় দেখিয়ে ওরা চলে যায়। বিজেপি কর্মী অনিমেষ বর্মনের অভিযোগ, নিশীথ প্রামানিকের বলিষ্ঠ নেতৃত্বে বিজেপির শক্তিশালী সংগঠন করি। সেজন্যই রাজ্যের মন্ত্রীর নির্দেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও স্হানীয় মহলের কানাঘুষো। পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ছিলেন নিশীথ ঘনিষ্ঠ অনিমেষ। দিনহাটা বিধানসভায় দলের যুব মোর্চার গুরুত্বপুর্ন পদও সামলেছেন। তবে পঞ্চায়েত ভোট ঘোষনা হতেই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ দেন অনিমেষ। এরপর সম্প্রতি দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের টিকিটে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী তাপস দাস নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। একই দিনে পুরোনো দলে ফিরে আসেন অনিমেষও। স্বভাবতই একাধিকবার দল পাল্টানো অনিমেষের বাড়িতে আক্রমনের ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে, নাকি এই আক্রমন বিজেপির দলীয় ক্ষোভের ফল তা নিয়ে সন্দেহ রয়েছে স্হানীয় মহলেও। যদিও ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল সভাপতি। বিজেপির গোষ্ঠী কোন্দলই দায়ী বলে মত তার। ধোঁয়াশা বাড়িয়ে বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাসও সরাসরি কিছু বলতে চাননি। তার সাবধানী মন্তব্য, দলের তরফে এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবিষয়ে এখনই কোন মন্তব্য করবো না।

পুলিশ সুপারকে স্মারকলিপি আপের

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ অগাস্ট : স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার জেলা পুলিশের দপ্তরের স্মারকলিপি প্রদান করল আম আদমি পার্টির কোচবিহার শাখা। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ওই সংগঠনের তরফে জেলা জুড়ে স্কুল ও কলেজের ছাত্রীদের সুরক্ষার আবেদন জানিয়ে কোচবিহার শহরে মিছিলের পাশাপাশি জেলা পুলিশের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করা হয়। আম আদমি পার্টির ওই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার নেতৃত্ব অমিতাভ দেবনাথ সহ অন্যান্যরা। মূলত কোচবিহারের কালজানি এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় গোটা জেলাজুড়ে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এমন পরিস্হিতিতে, এবার ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন গুলি যেমন সরব হয়েছে তেমনি রাজনৈতিক দলগুলি। তারাও নিরাপত্তার দাবিতে জেলা পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করলেন।

বিধায়ক ও মন্ত্রীর সামনে কান্নার রোল তৃণমূল কর্মীদের পরিবারের।

2023-07-29

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৯ জুলাই: ভোট পরবর্তী হিংসায় দিনহাটা থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমানে জেলে। এমন পরিস্হিতিতে ব্রহ্মানির চৌকি এলাকায় বিধায়ক ও মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে ভেটাগুরি ২ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মানিরচৌকি এলাকায় ভেটাগুড়ি ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকারের বাড়িতে যান সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও দিনহাটা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। তারা সেখানে পৌঁছতেই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবারের সদস্যরা মন্ত্রী ও বিধায়কের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দলের নেতাদের কাছে তাদের একটাই প্রশ্ন কবে বাড়ি ফিরবে তাদের ছেলে? মন্ত্রী ও বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সদস্যরা বলেন, এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো তারা জামিনে মুক্ত হলো না। কবে বাড়ি ফিরবে তারা? সেই আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। এদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় চলছে। দলীয় নির্দেশ মেনে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে যাতে তাদের জামিনে মুক্ত করানো যায় সে বিষয়ে দলের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। একই বক্তব্য শোনা যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গলাতেও। বিধায়ক আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভেটাগুড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায়। এরপরেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো তদন্তে নেমে ভেটাগুড়ি থেকে ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কবে তারা বাড়ি ফিরবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে উদয়ন ও জগদীশ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: গতকাল আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বর্মনের পাশে দাঁড়াতে দিনহাটার ভেটাগুড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে বাড়ির ক্ষতিগ্রস্ত অংশগুলি ঘুরে দেখার পাশাপাশি দীর্ঘক্ষন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনা করেন তৃণমূলের ওই দুই বিধায়ক। বরাবরই খবরে শিরোনামে উঠে এসেছে ভেটাগুড়ি । পঞ্চায়েত নির্বাচনের পর নতুন করে আবারো অশান্তি সেখানে। এবার তৃণমূল কংগ্রেসের পরাজিত ওই প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভেঙে ফেলা হয়েছে বাড়ির দুটি সিসিটিভি ক্যামেরা। এমনকি টিনের দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এমন পরিস্থিতিতে ওই তৃণমূল কর্মীর পাশে দাঁড়াতে এবার একসাথে তার বাড়িতে পৌঁছে গেলেন উদয়ন গুহ ও জগদীশচন্দ্র বসুনিয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমরা বেশিদিন এভাবে চুপ করে থাকবো না। পাল্টা দেব, যেদিন পাল্টা দেবো সেদিন আর বাড়িতে মায়ের কাছে থাকতে পারবেনা। অন্যদিকে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, আমরা আর চুপ থাকব না। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই নতুন করে আবারও উত্তপ্ত হতে পারে ভেটাগুড়ি এমনটাই আশঙ্কা করছে বিভিন্ন মহল। তবে বর্তমানে ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।

SFI এর ডাকা ছাত্র ধর্মঘটের সাড়া নেই। প্রায় সমস্ত বিদ্যালয় এর পঠন-পাঠন স্বাভাবিকভাবেই শুরু মাথাভাঙ্গায়

2023-07-27

মাথাভাঙ্গায় SFI এর ডাকা বন্ধের তেমন সাড়া মেলেনি। প্রায় সমস্ত বিদ্যালয় এর পঠন-পাঠন স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। তবে দুই একটি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা একটু কম রয়েছে। তবে কোথাও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত বিদ্যালয়ের সামনে পুলিশ প্রহরা রয়েছে।। মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল মাথাভাঙ্গা হাই স্কুল সহ শহরের অন্যান্য স্কুলগুলো প্রতিদিনের মতো আজকেও খোলা রয়েছে। তবে এসএফআইয়ের পক্ষ থেকে সকাল সকাল তাদের সাংগঠনিক পতাকা লাগিয়ে দিয়েছে স্কুলের গেটে। দু একজন ছাত্র ছাত্রীদের বন্ধের খবর শুনে বাড়িতে চলে যাওয়ার দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য, খাপাই ডাঙ্গায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বামপন্থীদের ছাত্র সংগঠন এসএফআইয়ের বনধ ডাকা হয়েছিল মাথা ভাঙ্গায়। এখনো পর্যন্ত মাথাভাঙ্গা সেই ধরনের কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে।

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

2023-07-27

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহর মন্ডল বিজেপি সভাপতি অজয় রায় কে, দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ৯ অগাস্ট ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। এ বিষয় নিয়ে বিজেপি নেতা অজয় রায়ের পক্ষের আইনজীবী রাধাবল্লব বর্মন বলেন, এদিন থেকে আদালতে পেশ করা হয়েছিল। আমাদের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে আগামী ৯ ই অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন দিনহাটা থানার পুলিশ নতুন করে বেশ কিছু মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। তাই আগামীকাল ফের আদালতে পেশ করা হবে তাকে বলেও তিনি জানান। অন্যদিকে সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, বিচারক যামিনের আবেদন নাকচ করে ৯ই অগাষ্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে দিনহাটা ১ নং ব্লক ডিসিআরসি সেন্টার ঢুকে বিতর্কে জড়িয়ে ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দলের বেশ কিছু কর্মীকে মারধর করা হয়েছে। এরপরের দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ এবং কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অসম বাংলা সীমান্তের বক্সীর হাটের সংকোষ এলাকা থেকে গত একুশে জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। এরপরে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। পরে ২২ শে জুলাই তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই মতো এদিন ফের মেয়াদ শেষ হতেই আদালতে পেশ করা হলো তাকে। এদিকে এনিয়ে ফের তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস।

বিজেপি নেতা অজয়ের রায়ের বাড়িতে রাহুল সিনহা

2023-07-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : দিনহাটার বাবু পাড়া এলাকায় বিজেপির স্হানীয় শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে তিনি গ্রেপ্তার হওয়া দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে আসেন। তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপির নেতৃত্বদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে এলে তার সাথে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় স্তরের নেতা। উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে অসম বাংলা সীমান্তের বক্সির হাটের জোড়াই এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় কে গ্রেফতার করে। এরপরই তাকে ২২ তারিখ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূলত, গত ১০ জুলাই ভোট গণনা পর্বের আগের দিন রাতে দিনহাটা ১ ব্লকের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির ওই শহর মন্ডল সভাপতি অজয় রায়। পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন তৃণমূলের নেতাকর্মীদের মারধোর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত অজয় রায়। এই ভিত্তিতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এদিন সেই গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ দিনহাটায়

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই : দিনহাটার পেটলা গ্রামের আলোকঝারি এলাকায় ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতের ওই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে আহত বিজেপি কর্মীদের মধ্যে ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং ১ জন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম যথাক্রমে মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

ভোট সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের সাথে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের

2023-07-22

উত্তরের হাওয়া, দিনহাটা, ২২ জুলাই: ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন বিজেপি নেতারা। শনিবার দুপুরে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের কালমাটিতে যান ও ভোটের আবহে সন্ত্রাসে আক্রান্ত বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সাথে দেখা করেন এবং সর্বতোভাবে আক্রান্ত কর্মীদের সাহায্য করার আশ্বাস দেন তারা। অমিতাভ বাবু ছাড়াও ছাড়াও ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাস প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিজনদের সাথে দীর্ঘ আলোচনার পাশাপাশি উপস্থিত প্রতিনিধিরা তৃণমূলী সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আগাগোড়াই অশান্ত হয়েছে দিনহাটা। শাসক বিরোধী সংঘর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর আক্রান্ত হওয়া, মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার একাধিক ঘটনায় বারংবার শিরোনামে এসেছে। ভোটের মাত্র এক দিন আগেই দিনহাটা ২ ব্লকের কালমাটিতে ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন ও মারের চোটে একজন গুরুতর আহত হন। তাদের সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তারা অসুস্থ রয়েছেন। এমন পরিস্থিতিতে এদিন দুপুরে সংশ্লিষ্ট এলাকায় আক্রান্ত কর্মী অর্জুন বর্মন, চন্দ্র বর্মন, মিলন বর্মন, হিরো বর্মন প্রমুখের সাথে দেখা করেন ও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। চিকিৎসা সারতে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অসম বাংলা সীমান্তে গ্রেপ্তার দিনহাটার বিজেপি নেতা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

2023-07-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ জুলাই: আসাম বাংলা সীমান্ত থেকে আটক বিজেপির অন্যতম নেতা তথা কোচবিহার জেলার দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়। সূত্র মারফত খবর পেয়ে আসাম থেকে কোচবিহারে ঢোকার সময় তাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল দল। জানা গিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানায়নি কোচবিহার জেলা পুলিশ। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কোচবিহারে। প্রায় দেড় বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহের উপরে হামলা এবং হাত ভাঙ্গার ঘটনায় নাম উঠে এসেছিল এই বিজেপি নেতার। তারপর থেকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরছিলেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনার আগের দিন দিন স্ট্রংরুমে ঢুকে ভোট গণনাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। দিনহাটা সহ সিতাই বিধানসভা এলাকার একাধিক সন্ত্রাসমূলক ঘটনায় নাম জড়িয়েছে অজয় রায়ের। ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রকম ভাবে সন্ত্রাস করার অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। তবে তুই কি কারণে তাকে আটক করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করতে অস্বীকার করেছে কোচবিহার জেলা পুলিশ কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়ে কোন মন্তব্য করেননি বিজেপির কোন নেতৃত্বও। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, আইন আইনের পথে চলবে। পুলিশ যদি তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার করে থাকে তাহলে সেটা পুলিশ ভালো বলতে পারবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

2023-07-19

উত্তরের হাওয়া, ১৯ জুলাই: গতকাল বিগত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটার চৌধুরীহাটের ৭/২০২ নং বুথের সিপিআই (এম) প্রার্থী সার্জিনা খাতুনের স্বামী কে পুন:নির্বাচনের জন্য আবেদনের কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।আজ দিনহাটা সিপিআই (এম) অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রার্থী আরজিনা খাতুন এর স্বামী মোহাম্মদ বাইদুল শেখ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে মন্ত্রীর সাথে দেখা করার কথা বলে পুনঃনির্বাচনের আবেদন জানানোর জন্য সে তার এক ঘনিষ্ঠ বন্ধু,যে বিজেপির কার্যকর্তা তার সাথে মন্ত্রীর বাড়িতে উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সেখানে যোগদান সভার আয়োজন করে সাংবাদিকদের সামনে তাকে সহ আরো কয়েকজনকে বিজেপির পতাকা হাতে তুলে দেওয়া হয়।তিনি বলেন যে তাকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সে এবং তার পরিবার সিপিআই (এম) এ আছে এবং আজীবন তারা সিপিআই(এম) এর সাথেই থাকবে।আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রার্থী ও প্রার্থীর স্বামী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা।

ত্রিশঙ্কু জামালদহে বোর্ড গঠনে ঝাপাচ্ছে তৃণমূল-বিজেপি

2023-07-18

উত্তরের হাওয়া, কোচবিহার, ১৮ জুলাই: ২০ আসনের গ্রামপঞ্চায়েতে ম্যাজিক ফিগার ১১। কিন্তু নির্বাচনে লড়ে শাসক বিরোধী কেউই সেই জাদু সংখ্যা ছুঁতে পারেনি। তৃণমূল আটকে গিয়েছে ১০- এ। আর বিজেপি ৯-এ। বামেদের ঝুলিতে ১। অর্থাৎ বোর্ড গঠন করতে গেলে শাসকদলের দরকার আরও একটি ভোট। আর বিজেপির প্রয়োজন দুটি। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি দুই দলই বোর্ড গঠন করতে মরীয়া। কিন্তু ঠিক কোন অঙ্কে তারা ম্যাজিক ফিগারে পৌঁছাবেন, তা কোনও শিবিরই খোলসা করেননি। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ফলাফল এবার ত্রিশঙ্কু হয়েছে। ২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ঘাসফুল ফুটেছে ১০টি,পদ্ম ফুটেছে ৯টি। আর বাকি আসনটি গিয়েছে সিপিআইএমের ঝুলিতে। সোজা পাটিগণিতের হিসাব বলছে,বামেদের সমর্থন পেলেই তৃণমূলের বোর্ড গঠন নিশ্চিত। কিন্তু রাজনৈতিক সমীকরণ বলছে, রাস্তা অতটা সহজ নয়। নীতিগত কারণেই বাম-তৃণমূল আঁতাতের সম্ভাবনা অতি ক্ষীণ। অন্দরের খবর,তৃণমূল চাইছে,যেনতেন প্রকারে বামেদের সমর্থন। বাম নেতাদের অবশ্য সাফ বক্তব্য, তৃণমূলের সঙ্গে আঁতাতের কোনও প্রশ্ন নেই। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। দলের উঁচুতলা যা সিদ্ধান্ত নেবেন,সেটাকেই তাঁরা মান্যতা দেবেন। অন্যদিকে,বিজেপি সূত্রে খবর, গোষ্ঠীকোন্দলে জর্জরিত তৃণমূলের জয়ী প্রার্থীদের একাংশ ভোটের ফলের দিন থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তাঁদের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা বলে গেরুয়া শিবিরের দাবি। বামেদের কথা বাদ দিলে, তৃণমূল ও বিজেপি দু-দলই একে অপরকে তলে তলে ভাঙ্গানোর জন্য এখন মরীয়া হয়ে উঠেছে। কারণ, কেউ কারো সমর্থন ছাড়া জামালদহে বোর্ড গঠন করার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে জয়ী প্রার্থীদের "পাহারা" দিতে রাতের ঘুম উড়ে গিয়েছে দু-দলের নেতাদেরই। খুঁজে পাওয়া যাচ্ছে না জয়ী প্রার্থীদেরও। চড়া দামে ঘোড়া কেনাবেচা রুখতে উভয় দলের নেতারাই এখন জয়ী প্রার্থীদের উপর কড়া নজর রাখছেন। তবে,সাধারণ মানুষের মধ্যে ভোট পরবর্তী সময়ে জামালদহ গ্রাম পঞ্চায়েত নিয়ে "চেয়ার পে চর্চা" বেশ জমে উঠেছে। কেউ চাইছেন, এবার বিজেপি বোর্ড গঠন করুক। আবার কেউ চাইছেন,তৃণমূলের হাতেই ফের জামালদহ গ্রাম পঞ্চায়েত তুলে দেওয়া হোক। তবে শেষ পর্যন্ত জামালদহ গ্রাম পঞ্চায়েতের বোর্ড কারা গঠন করবে,আর পঞ্চায়েত প্রধান কেই বা নির্বাচিত হন, সেটাই এখন দেখার।

ভোট মিটতেই সামাজিক বয়কটের মুখে চার সিপিএম পরিবার, অভিযোগের তীর শাসকদলের দিকে

2023-07-17

উত্তরের হওয়া, তুফানগঞ্জ, ১৭ জুলাই: পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থীদের হয়ে ভোট প্রচার করায় চারটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রামপঞ্চায়েতের রাজার কুঠি ৯/ ২২২ বুথে।সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে এবিষয়ে লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী পরিবার গুলির সদস্যরা।সিপিএম কর্মী আজাহার আলি মন্ডলের অভিযোগ, তাঁদের এলাকার ৪ টি পরিবার সিপিএমের সাথে যুক্ত রয়েছেন।পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে এলাকায় ভোট প্রচারও করেন তারা। কিন্তু নাককাটি অঞ্চল তৃণমূলের জয় লাভের পর তাঁদের পরিবার গুলোকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে। প্রতিবেশীদের সাথে মেলামেশা, জমিতে চাষাবাদ, বাজার ঘাট সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফলে রীতিমতো গ্রামে বসবাস করেও একঘরে হয়ে রয়েছেন তাঁরা। যদিও সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের । সিপিএম উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য শাসক দলের ।

৫ মাসে সরকার পড়ে যাওয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

2023-07-16

উত্তরের হাওয়া, ১৬ জুলাইঃ ৫ মাসে সরকার পড়ে যাওয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর! একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করছেন রাজ্যের বিজেপি নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ৩৫৫ ধারা জারি হওয়ার কথা বলেন। এমনকি আরও অনেক নেতা ৩৫৫ ধারা জারি করার দাবি করেন। এর আগে রাজ্য বিজেপির নেতৃত্ব তৃণমূল সরকার পড়ে যাওয়ার কথা বলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "বাংলায় শাসকদল যে ভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত। এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে।" এদিকে ইতিমধ্যেই পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সুকান্ত–শুভেন্দুরা বাংলায় ৩৫৫ ধারা জারির চেষ্টা করছেন। সে কথা প্রকাশ্যে বলছেনও। এখন থেকে পাঁচ মাস হিসাব করলে ‘ডিসেম্বর ডেডলাইন’ উঠে আসছে। তবে কেমন করে সরকার পড়বে তা বলেননি তিনি।

পাঁজরে আটকে থাকা গুলি নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ জুলাই: গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দিনহাটা মহকুমার ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে গুলি বের করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পাজরে গুলি নিয়েই এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা গিয়েছে, রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল ,পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু চিকিৎসকদের মত, এই অবস্থায় গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে। তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

রাজ্যের ৬০০০টি বুথে পুনঃনির্বাচন

2023-07-15

উত্তরের হাওয়া, ১৫জুলাই: পুনর্নির্বাচনের রিপোর্ট চাইল কমিশন ভারতীয় জনতা পার্টির দেওয়া লিস্ট দেখে ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের জন্য প্রয়োজনীয় রিপোর্টও চাইল রাজ্য নির্বাচন কমিশন। এই বুথগুলিতে ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা কী হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চাইল কমিশন। এছাড়াও কতগুলি বুথে পুনর্নির্বাচন হয়েছে এবং অন্যান্য অভিযোগ সম্পর্কে কী জানা গেছে, তারও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

ভোট সন্ত্রাসে ভীত সিপিআইএম কর্মীদের ফেরানো হল ঘরে

2023-07-13

উত্তরের হওয়া,তুফানগঞ্জ, ১৩ জুলাই:: তুফানগঞ্জের বালাভূতে সিপিএম কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ভোটের দিন থেকেই এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূল। বিশেষ করে দক্ষিণ বালাভূত, উত্তর বালাভূত, চর বালাভূত এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে প্রাণ রক্ষার তাগিদে প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নেন সিপিএমের প্রায় ৪০০ থেকে ৫০০ টি পরিবার।জানা যায়, অসমের ধুবড়ি জেলার অন্তর্গত রণপাগলী এম ভি স্কুলে আশ্রয় নেয় তারা। অনেকে আবার আশ্রয় নেয় নিজেদের আত্মীয়ের বাড়িতে।এদিন ক্যাম্পে আশ্রয় নেওয়া সেই সমস্ত পরিবারকে তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফিরিয়ে নিয়ে আসা হয়।

সুকুমারের বুথে জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ তৃণমূল জেলা সভাপতির

2023-07-13

উত্তরের হাওয়া, কোচবিহার,১৩ জুলাই:,, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের বুথে হার হয়েছে বিজেপির। জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বৃহস্পতিবার সেই বুথের জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। জানা গিয়েছে, কোচবিহার উত্তর বিধানসভার ৩/১৬৫ নং বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী পূর্ণিমা বর্মন জয়লাভ করেছেন। খোদ বিজেপির জেলা সভাপতির বুথে বিজেপির হারে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর এদিন সেখানেই পৌঁছে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে সংবর্ধনা জ্ঞাপন ও তার সাথে সাক্ষাৎ করলেন জেলা তৃণমূলের সভাপতি। এদিন সেখানে তিনি ছাড়াও কোচবিহার ২ ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকার সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, জেলার ৩ বিজেপি বিধায়কের বুথেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।

মহারাষ্ট্র , কর্ণাটকের পুনরাবৃত্তি কি এবার দিনহাটায় ! জয়ী বিজেপি প্রার্থীদের গোপন ডেরায় রাখার উদ্যোগ বিজেপির

2023-07-13

মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি এবার দিনহাটায় ! জয়ী বিজেপি প্রার্থীদের অসমে নিয়ে যাওয়ার উদ্যোগ বিজেপির। বুধবার দিনহাটার ভেটাগুরিতে তাদের অসমে গোপন ডেরায় নিয়ে যাওয়ার জন্য পথে বাস আটকানো হয়। সংশ্লিষ্ট ওই বাস মালিকের অভিযোগ, বাস মালিক ভিনরাজ্যে যেতে রাজি না হওয়ায় রাস্তায় আটকানো হয় বাস। এমনই অভিযোগ বাস মালিকের। যদিও বিজেপি নেতা অজয় রায়ের সাফাই, পঞ্চায়েত ভোটে প্রার্থীরা খাটা-খাটনি করেছেন। তাই ঘুরতে নিয়ে যাওয়ার ভাবনা। যদিও বাংলায় ভোট-হিংসার শিকার প্রায় দেড়শোজন অসমে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ কটাক্ষ ছুড়ে দিয়েছেন। মূলত কোনভাবেই যাতে বিজেপির জয়ী প্রার্থীদের দল ভাঙিয়ে নিজেদের দলের সংখ্যা বৃদ্ধি করতে না পারে তৃণমূল কংগ্রেস সেই কথা মাথায় রেখে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একেবারেই কর্ণাটক ও মহারাষ্ট্রের ছায়া এবার পঞ্চায়েত নির্বাচনে দিনহাটাতেও লক্ষ্য করা গেল।

পঞ্চায়েত ভোটের শেষ প্রচারে নিশীথ

2023-07-06

উত্তরের হাওয়া, দিনহাটা, ৬ জুলাই : পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দুপুর ১২টা থেকে বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের বাসন্তীরহাট, নাজিরহাট ২ গ্রামপঞ্চায়েতের শালমারা সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন । মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে নির্বাচনের দিন নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রদানের আবেদন জানান। সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভয়ে দেউলিয়া হয়ে গিয়েছে তাই তাদের ভোট প্রচারের অস্ত্র তৃণমূলের হার্মাদ বাহিনীর বোমাবাজি এবং হুমকি। তবে শালমারা এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার পূর্বে সেখানে পৌঁছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংগঠনের একনিষ্ঠ কর্মীদের নিয়ে বৈঠক সারেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তবে কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার আগেই রাজনৈতিক কর্মসূচি থাকার দরুন সেখান থেকে বেরিয়ে যান উদয়ন গুহ। এদিকে এদিন নিশীথ প্রামানিকের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকার মধ্যে লাঠি এবং কাঠের টুকরো নিয়ে এসেছে বলে অভিযোগ করেন তৃণমূলের নাজরিহাট ২ অঞ্চল সভাপতি মনভোলা রায়। তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের মত নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচনী প্রচারে আসতে হচ্ছে এটা লজ্জার। তারা ধমকি দিতেই এসেছে,কিন্তু সাধারণ মানুষ ধমকি তে ভয় পায় না, তারা জানে বিজেপিকে কিভাবে উচ্ছেদ করতে হয়।

দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

2023-07-06

দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে দিনহাটা ১ নং ব্লকের পুঁটিমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের কারিশাল ৭/২৫১ নং বুথের তোফাজ্জল হোসেন নামের ওই বিজেপি কর্মীর অভিযোগ গতকাল বিজেপি নেতা জয় ঘোষের সঙ্গে তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এর পরে রাতে তার বাড়িতে হামলা চালানো হয় ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। তার স্ত্রীর মাথায় বন্দুক ধরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। তবে বারবার ওঠা এই অভিযোগ কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই নিজেরাই গোষ্ঠী কোন্দলে জর্জরিত নিজেরা এসব ঘটিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে এমনটাই বলছেন তারা। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

ফের আক্রমন বিরোধীদের উপর, উত্তপ্ত দিনহাটার মদনাকুড়া

2023-07-05

উত্তরের হাওয়া, দিনহাটা, ৫ জুলাই: দিনহাটার ছিট মদনা কুড়া এলাকায় সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন বিবি ও দলীয় কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তীর, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। সেই ঘটনায় সিপিআইএমের প্রার্থী ফরিদা খাতুন বিবির ছোট দেওর মনোয়ার মিয়া তীর বিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধু দলীয় প্রার্থীর বাড়িতে নয় দলীয় বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িতেও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছেন। এদিকে সিপিআইএম নেতৃত্বের দাবি, ওই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করলে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী পালিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে। কখনো বোমাবাজি কিংবা কখনো দলীয় প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা সামনে আসছে। এবারও একই চিত্র দেখা গেল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই, বক্সীরহাট: বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার সাতসকালে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ভানুকুমারী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকার ঘটনা। ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা। ওই বিজেপি পার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল, কিন্তু কোনক্রমে বোমটি ফাটেনি। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ বলেন, বিজেপি বোমের রাজনীতি করে। গত লোকসভা ভোটের পর গোটা ব্লক জুড়ে বোমের আতুরঘর তৈরি করেছিল বিজেপি। ভোটের আগে মানুষের সিমপেথি পেতে নিজের বাড়ির সামনে বোম রেখে পুলিশকে b jiখবর দিয়েছে ওই বিজেপির পার্থী । তৃণমূল অন্তত বোমের রাজনীতি করে না। বিগত বছরে এমন কোন রেকর্ড নেই।

তৃণমূল কংগ্রেসের ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ

2023-07-04

উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল হলদিবাড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৩ নং বুথ এলাকায়। সোমবার সকালে কাঞ্ছার মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা দেখতে পান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বাড়ির অদূরে একটি পুকুরে দলীয় পতাকা ও দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা অবস্থায় পড়ে রয়েছে। দলীয় প্রার্থী ডারিন প্রধানের বাবা লাকি প্রধানের অভিযোগ,এটা বিরোধীদের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায় বলেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

2023-07-03

উত্তরের হাওয়াঃ রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে ।

গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়

2023-07-03

উত্তরের হাওয়াঃ গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের হয়ে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ওই প্রার্থীর ছেলে রাজু হক কে পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান গীতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ বেশ কয়েকজন। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা। ধারালো অস্ত্র দিয়ে গিতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ পাঁচজনকে কোপায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত করে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিকে হাসপাতাল সূত্র জানা গেছে আহতদের নাম মাফুজার রহমান, মমিদুল বকশী,আসাদুল হক,সাহেরা বিবি, রফিকুল হক। অন্যদিকে বিরোধী পক্ষের দুজন আহত হয়েছেন । তাদের নাম রফিকুল ইসলাম ও আজাদুল হক। আবারো নতুন করে গিতালদহ উত্তপ্ত হওয়া য় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত।

কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিকান্ড, ফের উত্তপ্ত দিনহাটার ওকড়াবাড়ি

2023-07-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার সফরের মাঝেই ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা বিধানসভার ওকরাবাড়ি এলাকা। শুক্রবার গভীররাতে সংশ্লিষ্ট এলাকার কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী জহিরুল হকের বাড়িতে চলল বোমাবাজি। বোমা ছোড়ার ফলে বাড়ির একটি ঘরে আগুন ধরে যায়। পঞ্চায়েতের আগেই বিরোধী প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিকান্ডের এই ঘটনায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে। যদিও এবিষয়ে শাসকদলের কোন প্রতিক্রিয়া মেলেনি। স্হানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে স্হানীয় এলাকার কংগ্রেস প্রার্থীর বাড়িতে মুহুর্মুহু বোমাবাজি হয় ও এর জেরে অগ্নিকান্ড ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । প্রার্থীর আত্মীয় রুহুল আমিনের অভিযোগ, এদিন রাতে বাড়িতে বসে কর্মচারীদের সাথে কথা বলছিলাম। সেই সময়ই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে পালিয়ে যায়। বোমের অবশিষ্টাংশ থেকে একটি ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান, পাশাপাশি দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ত্রী উদয়ন গুহর সাথে বিরোধ। পুরোনো মামলায় গ্রেফতার বিদায়ী প্রধান তাপস দাস।

2023-06-30

বিজেপি প্রার্থীর পর এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া তৃণমূল প্রার্থী তাপস দাস। এদিকে তৃণমূলের দাপুরি নেতা তাপস দাস গ্রেপ্তার হতেই তার বাড়ীতে পুলিসের তল্লাশি ও মারধরের অভিযোগ উত্তেজনা এলাকায়। শুক্রবার বিকেল নাগাদ সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রার্থী তাপস দাসের বাড়িতে গিয়ে পুলিশ বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে তল্লাশি করে এমনকি বাড়িতে থাকা তাপস দাসের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয় এদিন তাপস দাসের স্ত্রী অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। পুলিশের এই তল্লাশি এবং মারধরের পেছনে মন্ত্রীর হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে সূত্রের খবর দিনহাটা শহর থেকে দাপুটে তৃণমূল নেতা তাপস দাসকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, পুরনো ছয়টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার পরিবারের লোকেরা সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাপস দাসকে ছেড়ে দেওয়া না হবে বা এই মারধরের ঘটনার সুবিচার না হবে ততক্ষণ তারা মন্ত্রী উদয়ন গুহকে এলাকায় ঢুকতে দেবেন না বলেও কার্যত হুঁশিয়ারি দেন। স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারেই উত্তেজনা এলাকায়।

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়

2023-06-30

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের আসনের প্রার্থী মলি রায় সিংহ, পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মন ও পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে এদিন প্রচারে আসেন তিনি। ভেটাগুড়ি বাজার এলাকায় দীর্ঘক্ষণ ভোট প্রচার করতে দেখা যায় এন বিএসটিসি চেয়ারম্যান তথা মুখপাত্র পার্থপ্রতিম রায় কে। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ১ বি ব্লক তৃণমূলে সভাপতি অনন্ত কুমার বর্মন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে নামছে তৃণমূল এবং বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ভেটাগুড়িতে বিজেপির লজ্জাজনক হার হবে। একটি আসনে প্রার্থী দিতে পারেনি। তিনি আরো জানান আগামী ৪ জুলাই ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে রয়েছে নির্বাচনী জনসভা দলীয় প্রার্থীদের সমর্থনে।

কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস ও বিজেপি প্রার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে ধর্নায় বিজেপি বিধায়করা

2023-06-30

কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস ও বিজেপি প্রার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে ধর্নায় বিজেপি বিধায়করা কোচবিহার জেলা পরিষদের ২৬ নং আসনের বিজেপি প্রার্থীকে বিনা কারণে গ্রেপ্তার করার প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে ধরনায় বসলেন কোচবিহারের ছয় বিজেপি বিধায়ক। শুক্রবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে তারা ধর্নায় বসেন। তাদের অভিযোগ, বহু কর্মীকে মিথ্যা মামলায় লকআপে পুড়ছে পুলিশ। এমন কি বিজেপির জেলা পরিষদ আসনের প্রার্থীকেও বিনা দোষে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি সিতাইয়ের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর টুলটুল বর্মন কেও গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। একদিকে যেমন তারা বিনা কারণে বিজেপির প্রার্থীদের গ্রেপ্তারের অভিযোগ তুলছেন তেমনি জেলা জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে তারও প্রতিবাদে এদিন তারা সেখানে সরব হন। এদিন ওই ধরনা কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মিহির গোস্বামী, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, শীতলখুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন। একদিকে যেমন বিজেপি বিধায়করা জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বসেছেন ধর্নায় তেমনি জেলা পুলিশ সুপারের দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে শামিল বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য ২০১৮ সালের একটি মামলায় কোচবিহার জেলা পরিষদের 26 নং আসনের বিজেপি প্রার্থীর তরণীকান্ত বর্মনকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই বৃহস্পতিবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয় পেশ করা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যার ফলে ওই প্রার্থী কে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন জেলেই থাকতে হবে ফলে কিভাবে তিনি ভোট প্রচার করবেন বা ভোটের লড়াই করবেন তা নিয়েও প্রশ্ন উঠছে এই বিষয়কে সামনে রেখেই পথে নামল বিজেপি নেতৃত্ব।

জামিন নাকচ বিজেপি প্রার্থী তরণীর, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের

2023-06-29

দিনহাটা, ২৯ জুন: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। নির্বাচন পাড়ি দিতে তোড়জোড় শাসক বিরোধী সবপক্ষেই। একের পর পর এক হিংসা ও প্রতিহিংসার ঘটনাও সামনে আসছে। এর মাঝেই বুধবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতির প্রায় শেষ মুহুর্তে ২০১৮ সালের পুরনো মামলায় বিজেপির জেলা পরিষদের ২৬ নং আসনের প্রার্থী তরণীকান্ত বর্মনের গ্রেপ্তারি ও বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে তার জামিনের আবেদন নাচকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে কোচবিহারের জেলা পরিষদ ২৬ নং আসনের বিজেপির প্রার্থী তরণী কান্ত বর্মনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন ও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে ১২ ই জুলাই পর্যন্ত তাকে জেলেই কাটাতে হবে। এই নির্দেশের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনছে বিজেপি শিবির। শাসকদল অবশ্য অভিযোগ উড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিমা বর্মন নামে এক মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, তাকে এবং তার স্বামীকে বেশ কয়েকজন ভয় দেখায়। গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মারধর , এবং গাড়ি থেকে নামিয়ে তাদের কাছে থাকা ৫০ হাজার টাকা নগদ সোনার মালা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। এরপরে এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় তরনী কান্ত বর্মনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গত ৯ জুলাই তরুণীকান্ত বর্মন জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের মধ্যে দিনহাটা মহকুমা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক ১৪ দিন পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তরনী। এমন পরিস্হিতিতে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরেই বুধবার বিকেলে দিনহাটা ২ ব্লকের শালমারা এলাকায় তার বাড়িতে গিয়ে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। পরে তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এদিন দুপুরে নিয়ে এসে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা জানান, এদিন তরণীকান্ত বর্মনকে আদালতে পেশ করা হয়েছিল। মাননীয় বিচারক সমস্ত দিক বিবেচনা করে জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা তরণী। তিনি কোচবিহার জেলা পরিষদের প্রার্থী ছিলেন। বর্তমানে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্যও।দলীয় মতবিরোধের জেরে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তরণীকান্ত বর্মন। স্বভাবতই পঞ্চায়েত ভোটের প্রস্তুতির শেষ মুহুর্তে তার পুরোনো মামলায় গ্রেপ্তারি রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা কিনা তা নিয়েও শুরু হয়েছে চর্চা। পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর গ্রেপ্তারির ঘটনায় কোচবিহার জেলা জুড়ে রাজনৈতিক মহলে অভিযোগ ও পাল্টা অভিযোগের সুর। চাপান উতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। ঘটনার পরে বুধবার রাতেই কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। সব রকম ভাবে বিজেপি প্রার্থীর পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনি সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন দিনহাটা মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেফতার হওয়া বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন বলেন, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। উদয়ন গুহ চক্রান্ত করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছে এমনটাও অভিযোগ করেন তিনি। এই ঘটনা নিয়ে সুর চড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত কোচবিহার জেলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তরণী কান্ত বর্মনের মন্তব্য প্রসঙ্গে বলেন, কেস কি আমি করেছি? আইন আইনের পথে চলছে।




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 400884