Thursday 21 November 2024


দিনহাটা

সিপিএম এর দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা শহরে

2024-11-17

উত্তরের হাওয়া, ১৭ নভেম্বরঃ সিপিআই(এম) দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দিনহাটা শহরে। কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এদিন সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই (এম) নেতা অমল আচার্য্য।এরপর বিদায়ী সম্পাদক প্রবীর পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।সম্মেলন থেকে দিনহাটা শহর ও ভেটাগুড়ি - নিগমনগর দুটি আলাদা কমিটি গঠন হয়।দিনহাটা এরিয়া কমিটির মোট ১৪ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় জয় চৌধুরী।ভেটাগুড়ি - নিগমনগর এরিয়া কমিটির মোট ১৭ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সম্পাদক নির্বাচিত হয় উৎপল আচার্য্য।

সি পি এম দিনহাটা এরিয়া সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিল

2024-11-15

উত্তরের হাওয়া, ১৫ নভেম্বর: দিনহাটা এরিয়া ৩ য় সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে আজ মশাল মিছিল অনুষ্ঠিত হল দিনহাটা শহরে।আগামী ৪ ও ৫ ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সিপিআই(এম)কোচবিহার জেলা সম্মেলন।তার আগেই আগামী ১৭ ই নভেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দিনহাটা এরিয়া তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর (দিনহাটা শহর) কমরেড হোসেন চন্দ্র সাহা ও কমরেড আমিনুর ইসলাম মঞ্চ,কমরেড তরুণ চন্দ্র কক্ষে।এই সম্মেলনের উদ্বোধন করবেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এই সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই মশাল মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দিনহাটা কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,মহিলা নেত্রী,দেবযানী মিত্র,মুক্ত রায়, সহ অন্যান্যরা।

সিতাই এর তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থী সংগিতা রায়ের মধ্যে নিজের দিদিকে খুঁজে পেলেন

2024-11-03

উত্তরের হাওয়া, ৩ নভেম্বেরঃ সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগিতা রায় দলীয় নেতাদের সাথে ভাতৃত্বের বন্ধন মজবুত করে ভাইফোঁটা উদযাপন করেছেন, যার মধ্যে সামিল ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বিধানসভা কেন্দ্রের স্থানীয় অঞ্চল নেতারা, যাদের সাথে তিনি ভ্রাতৃসুলভ আচরণ করেছেন। রবিবার "ভাই-বোনের বন্ধন" কে সম্মান জানানোর এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি স্থানীয় নেতাদের একত্রিত করে, ধর্মীয় বিভেদকে অতিক্রম করে ঐক্যের প্রদর্শন করে। প্রার্থী সংগিতা সমর্থকদের কাছে স্নেহের "দিদি" নামে পরিচিত। সংগিতা রায় তাদের কপালে পবিত্র ফোঁটা দেন, তাদের প্রতি তার ভালবাসা প্রকাশ করে একটি চিঠি দেন এবং তাদের মিষ্টি খাওয়ান। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংগিতা রায় চিঠিতে বলেছেন, "আজকের ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র দিনে, আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার আশীর্বাদ, ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমার আগামীর পথ সুমসৃণ হবে না। এটাই আমার পথচলার প্রেরণা।" সিতাই এখন শুধু একজন প্রার্থী নয়, সংগিতা রায়ের মধ্যে একজন দিদিকে পেয়েছে বলে মনে করছেন সিতাই এর তৃনমূল কর্মী সমর্থকরা।

দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত দ্য গ্রেটেস্ট শো

2024-11-03

উত্তরের হাওয়া, ৩ নভেম্বেরঃ দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত স্থানীয় মহামায়া পাটে ৬৩ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের তৃতীয় দিন মহিলা - পুরুষ যোগাসন প্রতিযোগিতায় সবমিলে সাড়ে চার শত বেশি প্রতিযোগী হয়। সহস্রধিক যোগানুরাগী দর্শকদের উপস্থিতিতে দুপুর ২টায় শুরু হয়ে রাত ১২টায় এই প্রতিযোগিতা শেষ হয়। ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন প্রতিযোগিতার ফলাফল ৩-৬ বছর বয়সী গ্রুপে বালিকা বিভাগে ১ম স্নেহা বর্মন , ২য় পায়েল বর্মন ও ৩য় হয় শুভশ্রী দাস এবং বালক বিভাগে হিয়ন ঘোষ, কুশল সরকার ও লিখন সাহা যথাক্রমে ১ম ২য় ও ৩য় হয়। ৬-১০ বছর বয়সীতে বালিকা বিভাগে ১ম জাগরীতি আচার্য, ২য় বিপ্রপর্ণা সরকার ও ৩য় মাহিশ্রী দেব ও বালক বিভাগে ১ম ২য় ও ৩য় হয় যথাক্রমে মনীত বর্মন, অঙ্কুর বর্মন ও জয় বর্মন । ১০-১৪ বছর বয়সী বালিকা গ্রুপে অদ্রিজা রায়, সোনাই দাস ও শ্রীজা সাহা যথাক্রমে ১ম ২য় ৩য় হয় ও বালক বিভাগে ১ম দীপতায়ন দে, ২য় অনির্বাণ কর্মকার ও ৩য় রুদ্র সাহা হয় । ১৪ বছরের উর্ধ্বে বালিকা বিভাগে ১ম ২য় ৩য় হন যথাক্রমে রাজস্মিতা রায় , সমরিদ্ধী দে ও সঞ্চারী পালচৌধূরী ও বালক গ্রুপে গৌরব সাহা ১ম রুদ্র সাহা ২য় ও মৈনাক নন্দী ৩য় হয়। আর মহিলা ভেটারেন্স বিভাগে ১ম সুজাতা বর্মন, ২য় দেবলীনা আচার্য্য ও ৩য় শ্রেষ্ঠা দেবনাথ হন। পুরুষ ভেটারেন্স গ্রুপে বিপুল বর্মন ১ম গৌতম দাস ২য় ও দুলাল চন্দ্র রায় ৩য় হন। আগামীকাল রবিবার এই মঞ্চে আকর্ষণীয় বডিবিল্ডিং প্রতিযোগিতার সঙ্গে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সবশেষে মিঃ ইন্ডিয়া ও মিঃ হিমালয়া সোনম তামাং এর দেহসৌষ্ঠব প্রদর্শনী বলে জানালেন বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা।

প্রচারে লোক পাবে না বিরোধীরা! প্রার্থী হয়ে হুংকার সঙ্গীতার

2024-10-20

উত্তরের হাওয়া: ২০ অক্টোবর: "সিতাই উপনির্বাচনে বিরোধীরা প্রচারের জন্য লোক খুঁজে পাবে না।" সংগীতা রায় বর্মা বসুনিয়া। সিতাই উপনির্বাচনে প্রার্থী হয়েই হুংকার সংগীতার। হৃদয় বিধানসভা কেন্দ্রে প্রচারের জন্য বিরোধীরা লোক খুঁজে পাবে না। শুধু তাই নয় অন্ততপক্ষে দুই লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এমনটাও দাবি করলেন তিনি। ইতিমধ্যেই সিতাই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় রয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সহধর্মিনী, সঙ্গীতা রায়। এমনটাই দাবি ছিল সিতাই বিধানসভা এলাকার বাসিন্দাদের। এদিন প্রার্থী পদ ঘোষণা হওয়ার সাথে সাথেই ময়দানে নেমে পড়েছেন তিনি। যদিও বা আগে থেকেই প্রস্তুতি সভা থেকে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী যেই হোক তাতে কোন অসুবিধা ছিল না শাসক দল তৃণমূল কংগ্রেসের, কিন্তু সঙ্গীতা রায় প্রার্থী হওয়ায় কিছুটা বাড়তি অক্সিজেন পেল শাসক দল। যদিও বা এর আগেই করা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার সরাসরি বিরোধীদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন,‘রামই হোক বামই হোক বা অন্য কোনও রাজনৈতিক দল, যারা পশ্চিমবঙ্গে শিড়দাঁড়ার ব্যবসা করছেন এবারের উপনির্বাচনে তাঁদের শিড়দাঁড়া এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সারা জীবন লাঠিতে ভর দিয়ে চলতে হবে।’ আগামী ১৩ ই নভেম্বর নির্বাচন। রাজনৈতিক মহলের ধারণা, তিন থেকে চারটি রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাবে না সিতাই উপনির্বাচনে। কারণ ২০১১ সাল থেকেই সিতাই বিধানসভায় নিজেদের ঘাঁটি গেরেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে ২০১৬ এবং ২০২১ দুই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল তৎকালীন বিধায়ক তথা বর্তমান কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। রেকর্ডসংখ্যক ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস দাবি শাসক দল তৃণমূলের। সব মিলিয়ে উপনির্বাচন হলেও সিতাই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সঙ্গীতা রায় বলেন, বিগত লোকসভা নির্বাচনে যে সমস্ত বুথে আমরা পিছিয়ে ছিলাম সবার আগে সেইগুলিকে হাতে আনার চেষ্টা করা হবে। মহিলা শক্তি এবং মহিলা সংগঠনকে কাজে লাগানো হচ্ছে। একই সাথে যুব এবং মাদার একত্রিত হয়ে উপনির্বাচন ভুলে গিয়ে নির্বাচনের মতই লড়াই করবে নির্বাচনের ময়দানে।

চারদিন ধরে নিখোঁজ এক নাবালিকা মেয়েকে খুঁজে বের করার দাবিতে পথ অবরোধ

2024-09-17

উত্তরের হাওয়া, ১৭ সেপ্টেম্বর: চারদিন ধরে নিখোঁজ এক নাবালিকা মেয়ে মহামায়া পাট মোড় এলাকায় পথ অবরোধ করে দিনহাটা - সাহেবগঞ্জ রাস্তা অবরোধ। মঙ্গলবার দুপুর থেকে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড মহামায়া পাট সংলগ্ন মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এলাকার বাসীদের অভিযোগ, চারদিক ধরে নিখোঁজ এক নাবালিকা। সেই নাবালিকা কে উদ্ধারের জন্যে কোনো পদক্ষেপ করছে না দিনহাটা থানার পুলিশ। এদিন সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবরোধে সামিল হয়েছে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে এনে দিতে হবে। পরবর্তী সময়ে দিনহাটা থানার আইসি এসে অবরোধকারী দের সাথে কথা বললে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।

oh

2024-09-12

oh

আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ

2024-09-12

উত্তরের হাওয়া, ১২ সেপ্টেম্বর: ফের বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করল আগ্নেয়াস্ত্র। দিনহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে স্মল সিঙ্গেল শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা ছাড়াও দুজনকে গ্রেফতার করেছে। দুজনের মধ্যে একজন যুবক ও অন্য একজন নাবালক। এক যুবকের নাম পঙ্কজ দাস তার বাড়ি পাখি হাগা এলাকায়। এই যুবকের কাছ থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বলে পুলিশ সূত্রে খবর। তবে কি কারনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন তারা তা এখনো স্পষ্ট নয় গোটা বিষয়টি খতিয়ে দিনহাটা থানার পুলিশ।

অবৈধ কাফ সিরাপ সহ কালমাটিতে গ্রেপ্তার যুবক

2024-09-11

উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বর: গভীর রাতে মোটরসাইকেলে চেপে বামনহাট থেকে কালমাটির দিকে যাচ্ছিলেন দুই যুবক। সন্দেহ হওয়াতেই পুলিশ পিছু নেয় তাঁদের। কিছুক্ষন ধাওয়া করার পর অবশেষে বাইক চালককে আটক করতে সক্ষম হলেও, পুলিশকে ফাঁকি দিয়ে বাইক সওয়ারি যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে মেলে ২৯৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের কালমাটি সংলগ্ন বামনেরটারি এলাকায়। ঘটনায় মনিরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ জানিয়েছেন, “গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। বাইকে দুজন ছিলেন, একজন পালিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” কার্যত তিনদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের বিস্তির্ন এলাকা। শিক্ষা ও অর্থনীতির দিক থেকে অনেকটাই পিছিয়ে প্রান্তিক এই এলাকাগুলি। অনুন্নত এই এলাকার বহু যুবক ও কিশোর অবৈধ কাফ সিরাপ খেয়ে নেশায় মগ্ন হন। এমনকি সীমান্ত লাগোয়া এলাকা হওয়ার গাঁজা সহ বিভিন্ন অবৈধ মাদক, বেআইনি কাফ সিরাপ সহ বিভিন্ন সামগ্রীর চোরাচালানকেই পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতাও এলাকায় নতুন নয়। এমন পরিস্হিতিতে এলাকার কিশোর ও যুবকদের বিপথ থেকে ফেরাতে পুলিশী তৎপরতার পাশাপাশি প্রান্তিক এলাকায় সচেতনতামুলক প্রচারও করা প্রয়োজন বলে মতে স্থানীয় সচেতন মহলের। যদিও পুলিশ এবিষয়ে সচেষ্ট বলে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।

বুড়িরহাট অঞ্চলের পিঠা কাণ্ডে অভিযোগকারিনীর স্বামী বাবলু বর্মন বিজেপি ছেড়ে তৃণমূলে

2024-08-23

উত্তরের হাওয়া, ২৩ আগস্ট: অবশেষে বাবলু বর্মন তৃণমূলে যোগদান করলেন শুক্রবার। নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ার কথা! বাবলু বর্মন দিনহাটায় পিঠা কাণ্ডের অভিযোগ কারিনীর স্বামী। কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে বাবলু বর্মনের স্ত্রী অভিযোগ এনেছিলেন তাকেও পিঠা বানানোর জন্য রাতে যেতে বলেন স্থানীয় তৃণমূল নেতা। ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা। আজ সেই বাবলু বর্মন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যদিও বা নিন্দুকেরা বলছেন, উদয়ন গুহর হুমকি এবং ভয়ের কারণেই দলে যোগদান করেছেন বাবলু, কিন্তু বিষয়টি কতখানি ঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ ঘটনায় ছিল তৃণমূলকে কলুষিত করার জন্য। শুধুই রটনা। বাবলু বর্মন বলেন, আমরা আগে বিজেপি করতাম এখন আর করব না, তৃণমূল দল ভালো লাগে তাই তৃণমূলের যোগদান করেছি। পুরনো সব কথা নিয়ে আর কোনো আলোচনা নেই আমার। বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি দিনহাটায়। শুক্রবার দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি আয়োজিত হল। বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রভাত বর্মন সহ আরো অনেকেই তৃণমূলে যোগদান করে পাশাপাশি দিনহাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এবং যোগ দেয় তৃণমূলে। শুধু তাই নয় বুড়িরহাট অঞ্চলের পিঠা কাণ্ডে অভিযোগ কারিনী ওই মহিলার স্বামী বাবলু বর্মন এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ।যোগদান কর্মসূচি চলাকালীন সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর উপস্থিত ছিলেন।

সিতাই পঞ্চানন সংঘের ৫৫ তম শারদ উৎসবে সূচনা

2024-08-12

উত্তরের হাওয়া, ১২ অগাষ্ট: সিতাই পঞ্চানন সংঘের ৫৫ তম শারদ উৎসবে সূচনা হলো সোমবার। নবনির্বাচিত সংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এদিন খুঁটি পূজার মাধ্যমে সারথ উৎসবের শুভ সূচনা করেন। উপস্থিত ছিল ব্লক যুব সভাপতি বিশু রায় প্রামানিক সহ অন্যান্য ক্লাব সদস্যরা। পঞ্চানন সংঘ, সিতাই এর বুকে প্রতিবছর নতুন নতুন মন্ডপ ও আলোকসজ্জা উপহার দিয়ে আসছে। চলতি বছরও তার অন্যথা হবে না। শুধুমাত্র পূজা নয়, এলাকার প্রচুর সামাজিক কাজকর্মে এগিয়ে আসে এই ক্লাব। বিশেষ করে এলাকার অসুস্থ রোগীদের বৃদ্ধদের ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্লাব সদস্যরা। পূজার মাধ্যমে সামাজিকভাবে কম খরচ কম বাজেটে সুন্দর পূজা উপহার দেওয়ায় তাদের লক্ষ্য বলে জানান বিশু বাবু।

উন্নয়ন হাতিয়ার! উপনির্বাচন সিতাই বিধানসভা।

2024-08-11

উত্তরের হাওয়া, ১১আগস্ট: "প্লাস্টিক বর্জিত সিতাই ব্লক। বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে ব্লকে। ম্যারেজ হল থেকে ৭০ শতাংশ পাকা রাস্তার কাজ সম্পূর্ণ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সত্যিই স্বনির্ভর হয়েছেন ব্লকে। তাই উন্নয়নকে সামনে রেখেই ২০২৪ লোকসভা নির্বাচনের মত বিধানসভা উপনির্বাচনেও নির্বাচনী ময়দানে সিতাই বিধানসভা কেন্দ্র। দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসুনিয়ার।" সিতাই বিধানসভা, ২০১১ সালে জোট থাকার কারণে কংগ্রেসের হাতে চলে গিয়েছিল কেন্দ্রটি। তারপর ২০১৬ এবং ২০২১ দুইটি বিধানসভায় পরপর বিপুল ভোটে জয়লাভ করেছে এই কেন্দ্র শাসক দল তৃণমূলের হাতে। এমনকি ২০১৮ সালে লোকসভা নির্বাচনে যেখানে গোটা জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সেইখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছিল শাসকদলের পক্ষে সিতাই বিধানসভা। ২০২৪ এ তো কথাই নেই, নবনির্বাচিত কোচবিহারের সাংসদ হিসেবে কোচবিহার পুনরুদ্ধার করেছেন সিতাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসনিয়া। তাই প্রয়োজন হয়ে পড়েছে সেই কেন্দ্রে উপনির্বাচনের। আর এই উপর নির্বাচনের সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়াতে চলেছে উন্নয়ন। লোকসভা নির্বাচনে নিরিখেও উন্নয়ন ছিল সবার আগে। বিশেষ করে মহিলা উন্নয়ন। একদিকে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠী এবং পঞ্চায়েত সমিতির একাধিক সচেতনতামূলক প্রচার এবং জনসংযোগ এটাই মূল হাতিয়ার হয়ে উঠতে চলেছে উপনির্বাচনের ক্ষেত্রে। এমনটাই মূলত দাবী করে বলছেন পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি জগদীশ বাবুর অর্ধাঙ্গিনী সঙ্গীতা রায় বসুনিয়া। তার কথা অনুযায়ী, ইতিমধ্যেই প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে গোটা ব্লক জুড়ে। যার মধ্যে ৭০ শতাংশ পাকা রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ প্লাস্টিক বর্জিত ব্লক তৈরি করার ক্ষেত্রে ৬০% এগিয়ে গেছে পঞ্চায়েত সমিতি। সব থেকে গুরুত্বপূর্ণ, বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চায়েত সমিতির সচেতনতামূলক কর্মসূচি। সঙ্গীতা দেবী রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী এবং রুপশ্রী প্রকল্পের জন্য ব্লকে বাল্যবিবাহ যেমন একদিকে বন্ধ হয়েছে তেমনি অন্যদিকে বৃদ্ধি পেয়েছে নারী শিক্ষার প্রসার। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সভা গুলিতে এবং জনসংযোগ মূলক কর্মসূচি গুলিতে প্রচার করা হচ্ছে কোন অবস্থাতেই ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি অভিভাবকরাও সচেতন হয়েছেন, তিনি দাবী করে বলেন অভিভাবকদের কথায়, যেখানে রাজ্য সরকার পড়াশোনার জন্য আর্থিক সাহায্যর পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে ক্ষেত্রে কেন মেয়েদের পড়াবো না। মেয়েদের বিয়ে ১৮ বছরের পরেই হবে। মূলত একসময় এই এলাকা অর্থাৎ সিতাই সীমান্তবর্তী এলাকা ছিল বাল্যবিবাহ এবং মেয়ে পাচারের অন্যতম স্বর্গরাজ্য। যা বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়েছে বলে দাবি সঙ্গীতা দেবীর। একইসঙ্গে একটি ম্যারেজ হল তৈরি করা হচ্ছে গ্রামের সাধারণ মানুষের কাছে কম খরচে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট, সড়ক বাতি এবং সেই সাথে জল নিকাশি ব্যবস্থার সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিগত এক বছরে। তাই এই উন্নয়নের বার্তা এবং জনসংযোগ তার উপরে ভরসা করেই আগামী দিনে উপ-নির্বাচনের বিতরণী পার হতে চলেছে সিতাই বিধানসভা কেন্দ্র। শুধু তাই নয় এলাকাবাসী এবং রাজনৈতিক মহলের দাবি জগদীশ বাবুর অর্ধাঙ্গিনী সঙ্গীতা বসুনিয়া উপনির্বাচন এবং ২০২৬ মূল নির্বাচন এর ক্ষেত্রেও অন্যতম প্রার্থী পদের দাবিদার। তবে তিনি প্রকাশ্যে কোন মন্তব্য না করে বলেছেন, দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন তার সঙ্গেই থাকবে গোটা সিতাই।

দেওয়ের হাতে বৌদি খুনের ঘটনায় চাঞ্চল্য

2024-08-01

উত্তরের হাওয়া, ১ আগস্ট: দেওয়ের হাতে বৌদি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট বাজার সংলগ্ন এলাকায় । জানা যায়, গত রাতে সুখী রবিদাস নামে বছর পঞ্চাশের এক মহিলাকে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে তারই দেওর দিলীপ রবিদাস। ঘটনার পরেই মৃত ওই মহিলার সন্তানের কান্নার আওয়াজ শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় রাতেই সেখানে পৌঁছে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পরে ঘটনায় অভিযুক্ত দিলীপ রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার সকালে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। তবে নিজের বৌদিকে কি কারনে খুন করলেন দেওর তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মিস্টার কোচবিহার হলেন ব্যায়াম বিদ্যালয় ছাত্র সুজন

2024-07-31

উত্তরের হাওয়া, ৩১জুলাই: কোচবিহার জেলা বডিবিল্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস হয়ে "মিঃ কোচবিহার" হলেন ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র সুজন বর্মন । গতকাল মঙ্গলবার রাতে দিনহাটা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত স্থানীয় মহামায়া পাটে ৫৪তম জেলা বডিবিল্ডিং প্রতিযোগিতার ৫৫ কেজি দৈহিক ওজন গ্রুপে ১ম হৃষিকেশ অধিকারী, ৬০ কেজি বিভাগে ১ম সুজন বর্মন ও ৬০ কেজি উর্ধ্বে বিভাগে ১ম রনি দাস । তিন জনই ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র। সবশেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিযোগিতায় প্রচন্ড লড়াই করে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস হয়ে "মিঃ কোচবিহার" হন ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র সুজন বর্মন ।এবার নিয়ে পরপর পাঁচ বার বডিবিল্ডিং এ মিঃ কোচবিহার হলেন। কৃষি কাজ করে এই সাফল্য সবাই আপ্লুত। কেউ চাকুরী ব্যবস্থা করে দিলে সুজন ভারত সেরা হতে পারে বললেন সুজনের কোচ ও ব্যায়াম বিদ্যালয়ের সচিব বিভুরঞ্জন সাহা । পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি দিলীপ কুমার দে, নারায়ণ সরকার, গনেশ চন্দ্র সাহা, বিষ্ণু বর্মন ও সৌরভ ভাদর।

তীব্র তাপ প্রবাহে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন অসুস্থ এক শিশু শিক্ষার্থী

2024-07-31

উত্তরের হাওয়া, ৩১জুলাই: তীব্র তাপ প্রবাহে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন এক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বামনহাট চক্রের তুতিয়ার কুটি জুনিয়র বেসিক স্কুলে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারিনা সুলতানা ওই শিশু শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। স্কুল সূত্রে জানা যায় তীব্র গরমের মধ্যে অন্যান্য দিনের মতো বিদ্যালয়ে সকাল ১১ টায় ক্লাস শুরু হয়। গরমের জন্য অন্যদিনের থেকে আজ অবশ্য ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থীর গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। সকলেই গরমে হাঁসফাঁস করতে থাকে। একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে প্রথম শ্রেণীর পড়ুয়া মাইসা পারভিন। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সারিনা সুলতানা জানান, গরমের মধ্যে ক্লাস চলার কারণে গরমে অসুস্থ হয়ে পড়ে সকলেই। গরম সহ্য করে স্কুলে থাকা যাচ্ছে না। আজ হঠাৎই প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর বাবু জানান, প্রচন্ড গরমে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের ডেকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি প্রচণ্ড গরমে বিদ্যালয় মর্নিং শিফট করুক। তাহলে এই গরম থেকে শিশু শিক্ষার্থীরা রেহাই পাবে।

জেলা যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যোগ সম্রাট ও যোগ সাম্রাজ্ঞী দিনহাটা ব্যায়াম বিদ্যালয়

2024-07-29

উত্তরের হাওয়া, ২৯ জুলাই: কোচবিহার জেলা যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস হয়ে "যোগ সম্রাট" হন ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র রাজবীর কর্মকার এবং "যোগ সম্রাঞ্জী" হন ব্যায়াম বিদ্যালয়েরই ছাত্রী অদ্রিজা রায়। গতকাল রবিবার দিনহাটা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কোচবিহার জেলা ফিজিক্যাল কালচার সংস্থার নির্দেশনায় স্থানীয় মহামায়া পাটে সারাদিন ধরে ৫৪তম জেলা যোগাসন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কোচবিহার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ । উপস্থিত ছিলেন দিনহাটা পুরপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা থানার আই সি জয়দীপ মোদক, হাসপাতাল সুপার ডাঃ রঞ্জিত মন্ডল, সমাজকর্মী বিশু ধর, ভবেশ চন্দ্র রায়, কাউন্সিলর শিখা নন্দী সহ আরো অনেকে। যোগাসন ছেলেদের বিভাগে শিশু গ্রুপে ১ম শ্রেয়ান রায়, সাবজুঃ ১ম বিভাস চন্দ, জুনিয়রে ১ম রাজবীর কর্মকার ও সিনিয়রে ১ম গৌরব সাহা। যোগাসন মেয়েদের বিভাগে শিশু গ্রুপে ১ম তনুশ্রী দাম, সাবজুঃ ১ম কৃতী হালদার, জুনিয়রে ১ম অদ্রিজা রায় ও সিনিঃ ২ম হংসিকা সরকার। সবশেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিযোগিতায় প্রচন্ড লড়াই করে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস হয়ে "যোগ সম্রাট" হন ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র রাজবীর কর্মকার এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে "যোগ সম্রাঞ্জী" হয় ব্যায়াম বিদ্যালয়েরই ছাত্রী অদ্রিজা রায় । পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি দিলীপ কুমার দে, সচিব বিভুরঞ্জন সাহা, নারায়ণ সরকার, গনেশ চন্দ্র সাহা, সুজিত পাল ও আরও অনেকে। আজ দ্বিতীয় দিন সোমবার স্ট্রেন্থলিফটিং ও আর্মরেসলিং প্রতিযোগিতা।

জমি বিবাদের জেরে ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মামার, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

2024-07-28

কোচবিহার, ২৮ জুলাই: জমি বিবাদের জেরে ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মামার, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাটের কুমারগঞ্জ গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে মামার হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভাগ্নে। জানা গেছে, রবিবার দুপুর নাগাদ সংশ্লিষ্ট এলাকায় নাসির উদ্দিন মিয়ান নামে এক ব্যক্তি তার ভাগ্নে আজিজুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার হাতে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপরে আহত ঐ ব্যক্তি আজিজুলের পরিবার তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরেই অভিযুক্ত ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অবৈধ পানীয় জলের কারখানায় হানা দিয়ে কারখানা বন্ধ করে দিল মহকুমা প্রশাসন

2024-07-26

উত্তরের হাওয়া, ২৬জুলাই: অবৈধ পানীয় জলের কারখানায় হানা দিয়ে কারখানা বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। শুক্রবার দিনহাটার মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিক গোসানিমারি এলাকায় একটি অবৈধ পানীয় জলের কারখানায় হানা দেয়। ওই কারখানায় হানা দিয়ে সে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠায় প্রশাসন বলে জানা যায়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি, ফুড সেফটি আধিকারিক রাহুল কাজী সহ অন্যান্য আধিকারিকরা ওই এলাকায় অভিযানে যায় বলে জানা যায়। ওই কারখানায় অভিযানে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান তারা কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় কাগজ অর্থাৎ বৈধ কোনো কাগজে দেখাতে না পারায় ওই কারখানাটি বন্ধ করে দেন তারা। সংশ্লিষ্ট ওই এলাকার পাশাপাশি দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় একটি পানীয় জলের কারখানায় জল সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠিয়ে প্রশাসন বলে জানা গেছে। অভিযান প্রসঙ্গে দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর জানিয়েছেন, গোসানিমারি এলাকায় একটি পানীয় জলের কারখানা সিল করে দেওয়া হয়েছে। মহকুমার অপর দুটি কারখানার পানীয় জল সংগ্রহ করে ল্যাবটরীতে পাঠানো হয়েছে। মহকুমা জুড়ে পানীয় জলের কারখানা গুলি যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নিয়ম মেনে চলছে কিনা ধারাবাহিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগেই দিনহাটা শহরে একাধিক বিরিয়ানি দোকানে হানা দিয়েছিল পৌরসভা এবং ফুড সেফটি আধিকারিক সহ অন্যান্যরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পানীয় জলের কারখানায় হানা মহকুমা প্রশাসনের। প্রশাসনের এ ধরনের তৎপরতা দেখে অনেকটাই খুশি দিনহাটা বাসি। দিনহাটার বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান এ ধরনের অভিযান পানীয় জলের অবৈধ কারখানাগুলোর পাশাপাশি বিভিন্ন খাবারের দোকানে যদি চালানো হয় তাহলে হয়তো আগামী দিনে বড়সড় কোন বিপদ এড়ানো যেতে পারে।

চোরাই বাইক সহ ধৃত ৪

2024-07-20

উত্তরের হওয়া, কোচবিহার, ২০ জুলাই: বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোচবিহারের দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার কোতোয়ালি থানার অন্তর্গত চিলকিরহাট এলাকার শিবু বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে হদিশ পেয়ে দিনহাটা থানার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, আজিজুল মিঞা ও বিশ্বজিত বর্মনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো বাইক। পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে পুলিশ। এদের সাথে আন্তজেলা কোন বড় বাইক চোরচক্র জড়িয়ে আছে কিনা সেসবও খতিয়ে দেখছে পুলিশ।

কোচবিহার জেলা পুলিশের মানবিক উদ্যোগ রক্তদান শিবির ‘উৎসর্গ’

2024-07-13

উত্তরের হাওয়া, ১৩ জুলাইঃ কোচবিহার জেলা পুলিশের মানবিক উদ্যোগ ‘উৎসর্গ’। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে দিনহাটা থানার উদ্যোগে দিনহাটার হেমন্ত বসু কর্নার প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। - "রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ”। রক্তের সংকট মেটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। আজ শনিবার সকাল ১০ টা নাগাদ দিনহাটা হেমন্ত বসু কর্নারে রক্তদান শিবিরের আয়োজন জেলা পুলিশের উদ্যোগে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুত্যিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার গোপাল কৃষ্ণ মিনা, এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ প্রমুখ। এই রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স সহ সাধারন মানুষেরাও রক্ত দান করেন। রক্তের অভাবে প্রাণ যায় অনেক মানুষের। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ। বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির নির্দেশিকা অনুযায়ী প্রতিবারের ন্যায় এবছরও রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়। যাতে রক্তের ঘাটতি ঘুচিয়ে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে। এছাড়া তিনি আরো বলেন মূমূর্ষ রোগীদের রক্তের অভাবে বিপদের সম্মুখীন হতে না হয়। সেই দিকে দৃষ্টি রেখে এই রক্তদান শিবিরের আয়োজন।

সরকারি জলসেচ প্রকল্পের পাম্পসেট চুরিতে চাঞ্চল্য টিয়াদহে

2024-07-05

উত্তরের হাওয়া, দিনহাটা, ৪ জুলাই: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সরকারি জলসেচ প্রকল্প। কৃষকরা জল না পেলেও তালাবন্ধ অবস্থায় অটুট ছিল প্রকল্পের পাইপ, পাম্পসেট সহ অন্যান্য যন্ত্রাংশ। আশা ছিল সমস্যা কাটিয়ে ফের চাষবাসের প্রয়োজনীয় জল সুলভে পাবেন স্থানীয় কৃষকরা। কিন্তু বুধবার গভীর রাতে জলসেচ প্রকল্পের তালাবন্ধ ঘরের দরজা ভেঙে চুরির ঘটনায় স্থানীয়দের সে আশায় জল পড়েছে। খোয়া গিয়েছে জলপ্রকল্পের পাম্পসেট, লোহার পাইপ সহ একাধিক যন্ত্রাংশ। চাঞ্চল্যকর ঘটনাটি দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকার। স্থানীয় যুবক চিরঞ্জিত বর্মনের কথায়, “১০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পাম্পটি। বিদ্যুত সংযোগ সংক্রান্ত সমস্যায় এটি বন্ধ ছিল বলে শুনেছি। কিন্তু যন্ত্রগুলো ঠিকই ছিল, গত রাতে সেসব চুরি যাওয়ায় এলাকায় বন্ধ হয়ে থাকা সরকারি জলসেচ প্রকল্প পুনরায় চালু হওয়ার আশা সমুলে নষ্ট হলো।” দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকায় আবুতারা রোডের পাশেই বাম আমলে তৈরী হয়েছিল জলসেচ প্রকল্প। মুলত শুখা মরশুমে বানিয়াদহ নদী থেকে জল তুলে সুলভ মূল্যে চাষিদের খেতে জল পৌছে কৃষির সামগ্রিক উন্নয়নই ছিল লক্ষ্য। এতে এলাকার কয়েক হাজার কৃষক উপকৃত হতেন। কিন্তু বছর দশেক আগে তা হঠাৎই বন্ধ হয়ে যায়। জঙ্গলে ঢেকে যায় প্রকল্পের ঘর। একাধিকবার দাবী তুলেও সেটি পুনরায় চালু না হলেও ঘরে প্রয়োজনীয় পাম্পসেট ও যন্ত্রগুলি ছিলই। অভিযোগ, বুধবার গভীর রাতে সেসব খোয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাতভ্রমনকারীদের বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে এলাকায়। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখছে। দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী এই এলাকারই বাসিন্দা। তাঁর কথায়, খবর পেয়ে নিজেও ঘটনাস্থলে পৌছাই। দিনহাটা ২ ব্লকের বিডিওকে বিষয়টি জানানো হয়েছে। প্রকল্পটি চালু করা গেলে বহু কৃষক উপকৃত হতেন। চুরির সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করুক পুলিশ। খোয়া যাওয়া যন্ত্রগুলিও উদ্ধার করা প্রয়োজন।

জলে ভাসিয়ে পাচারের চেষ্টা, সিঙ্গিমারিতে নদী থেকে উদ্ধার ৬০ গোরু

2024-06-30

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ জুন: কলার গাছ ও বাঁশে বেঁধে জলে ভাসিয়ে নির্মম ভাবে ৬০ টি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় তা ভেস্তে যায়। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ের সিঙ্গিমারি এলাকার গিরিধারি নালায়। রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্ত রক্ষী বাহিনীর গৌহাটি ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলাশয় গুলিতে নজরদারি চালাচ্ছিল বিএসএফ। সেসময় গোপন সূত্রের ভিত্তিতে, সিঙ্গিমারি নদীর অন্যতম নালা গিরিধারিতে কলার গাছ ও বাঁশে নির্মমভাবে বাধা অবস্থায় ৬০ টি গোরু উদ্ধার করে। বর্তমানে সেসব সীমান্ত রক্ষী বাহিনীর পদ্মা বিওপিতে রেখেছে সীমান্ত বাহিনী। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সিতাইয়ের এক বিস্তির্ন এলাকার সীমান্তে নদীপথ রয়েছে। সেই উন্মুক্ত সীমান্তকে ব্যবহার করে পাচারকারীরা বিভিন্ন সামগ্রী পাচারের সাম্রাজ্য চালান কারবারীরা। মুলত বর্ষার মরশুমে ভরা নদীতে গোরুকে কলাগাছ ও বাঁশে ভাসিয়ে কচুরিপানায় ঢেকে পাচারের চেষ্টা করেন কারবারীরা। এদিন সেধরনেরই একটি পাচারকারীর পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিএসএফ। এই পাচারচক্রের জাল কতটা ছড়ানো সেটিও বিশদে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।

বোমাবাজি ও তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়

2024-06-23

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৩ জুন: গভীর রাতে বোমাবাজি ও জোড়া তাজা বোমা উদ্ধারের ঘটনায় শনিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জে। অভিযোগ, এদিন গভীর রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের শচীনন্দন এলাকার ৭/৯০ নং বুথের নতুন বাজার এলাকা। সাহস করে বাড়ি থেকে বেরিয়ে আসতেই এলাকাবাসী দেখেন যে একটি বোমা ফেটেছে এবং স্থানীয় বাসিন্দা আমিনুর শেখের বাড়ির সামনেই আরো দুটি তাজা বোমা পড়ে হয়েছে। খবর পেয়ে রবিবার সকাল ৭ টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমা দুটি উদ্ধার করে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

আমন ধানের প্রদর্শনী ক্ষেত্র গড়তে তোড়জোড় দিনহাটায়

2024-06-13

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৩ জুন: দিনহাটা ২ ব্লকের গোবড়াছড়া নয়ারহাট গ্রামপঞ্চায়েতে চলতি মরশুমে আমন ধানের প্রদর্শনী ক্ষেত্র করবে ব্লক কৃষি দপ্তর। সেই উদ্যোগকে সফল করতে বুধবার একপ্রস্থ আলোচনা করেছিল দপ্তর। এরপর বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকার ১৫০ জন কৃষককে ধানবীজ ও ধানবীজ শোধনের রাসায়নিক দিল ব্লক কৃষি দপ্তর। ব্লক সহকৃষিঅধিকর্তা শুভাশীষ চক্রবর্তী জানান, এনএফএসএম (প্যাডি) প্রকল্পের আওতায় এদিন কৃষিসামগ্রী বিতরন করা হয়েছে। খুব শীঘ্রই প্রদর্শনী ক্ষেত্র কে সফল করতে সর্বতোভাবে চেষ্টা করা হবে।

জামাইষষ্ঠীর বাজার কাঁপাচ্ছে মিষ্টি! রমরমিয়ে হচ্ছে বিক্রি, দোকানে ভিড়

2024-06-12

উত্তরের হাওয়া, ১২ জুন: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির কোনও অনুষ্ঠান সম্পন্ন হতে পারে না মিষ্টি ছাড়া। তাই তো যে কোনও শুভ কাজ শুরু করার আগে বাঙালি মিষ্টিমুখ করতে পছন্দ করে। আজ জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ এই জামাইষষ্ঠী। আর মিষ্টি ছাড়া জামাইষষ্ঠী যেন অসম্পূর্ণ, জামাইষষ্ঠীর আগে বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে মিষ্টি তৈরির ধুম লেগেছিল, তেমনি মিষ্টির দোকানগুলিতে জামাইষষ্ঠীর সকাল থেকে লম্বা লাইন চোখে পড়ার মতো।

লোকসভা ভোট মিটতেই এবার বিধানসভা উপনির্বাচন ১০ জুলাই হতে পারে

2024-06-10

উত্তরের হাওয়া, ১০ জুন: লোকসভা ভোট মিটতেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের তোড়জোড় শুরু। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রাজ্যের চারটি কেন্দ্র বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। রায়গঞ্জ কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী BJP-র বিধায়ক হয়ে জিতেছিলেন একুশের নির্বাচনে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তিনি এবারের লোকসভা ভোটে রায়জঞ্জ কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী হয়ে জেতেন। রায়গঞ্জ কেন্দ্রটি ফাঁকা হওয়ায় সেখানে হবে উপনির্বাচন। একুশের নির্বাচনে একইভাবে বাগদা কেন্দ্র থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে ফেরেন। এবারের লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করে। যদিও ভোটে তিনি পরাজিত হয়েছেন BJP-র শান্তনু ঠাকুরের কাছে। বাগদা সিটটিও খালি থাকায় সেখানেও আগামী ১০ জুলাই হবে বিধানসভা উপনির্বাচন হবে। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনিও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন। ওই কেন্দ্রটি ফাঁকা থাকায় এবার সেখানেও হবে উপনির্বাচন। একইভাবে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে মানিকতলা কেন্দ্রটিও। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে ছিলেন মানিকতলার বিধায়ক। এবার শহর কলকাতার প্রাণকেন্দ্রের এই মানিকতলাতেও রাজ্যের বাকি তিন কেন্দ্রের সঙ্গেই হবে উপনির্বাচন। সিতাই এর বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবারের তৃণমূল কংগ্রেসের টিকিটে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। ফলে সিতাই বিধানসভার কেন্দ্রের উপ নির্বাচনে হতে পারে একই সাথে।

পরিষেবা বাতিল মিতালী এক্সপ্রেসের

2024-06-09

উত্তরের হাওয়া, ৯ জুন: বাংলাদেশে ঈদ উৎসব পালনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সাথে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১২, ১৬ ও ১৯ জুন, রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি - ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। একই সঙ্গে ১৩, ১৭ ও ২০ জুন তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসও বাতিল থাকবে। বাংলাদেশে ঈদ উৎসবের পরে পুনরায় মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।

ফের দিনহাটা থানার বড় সাফল্য

2024-06-07

উত্তরের হাওয়া, ৭জুন: জাল সোনার বারের একটি অংশসহ সফিকুল ইসলাম, ফকরুদ্দিন, এনামুল হক নামে তিনজনকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। ধুতরা যেকোন মোবাইল নম্বরে এলোমেলোভাবে ফোন করত এবং বাজার মূল্যের চেয়ে কম মূল্যের স্বর্ণ কেনার প্রস্তাব করত এবং জানিয়েছিল যে তারা মাটি খননের সময় এই সোনার বার পেয়েছে। এ কথা শুনে কয়েকজন স্বর্ণ কেনার আগ্রহ প্রকাশ করে। তখন চিটাররা টাকার বিনিময়ে এসব সোনার বার বিক্রি করে দেয়। পরে ক্রেতা বুঝতে পারে যে এই সোনার বারগুলি নকল। পুলিশ জানায় এটি একটি বিশাল র‌্যাকেট। গ্রেপ্তারের পর তাদের পুলিশ হেফাজতে নিয়ে যায় এবং পুলিশের হেফাজত সময়কালে দিনহাটা থানার পুলিশ চতুর্থ নম্বর নকল সোনার বার উদ্ধার করি এবং বাকি ৮ আসামিকে গ্রেপ্তার করে। আটজনের মধ্যে দুজন অভিযুক্ত ব্যক্তি দিনহাটা থানার অধীনে পেটলা এলাকার এবং বাকি ৮ জন আসামের বাসিন্দা। পুলিশি হেফাজত থাকাকালীন সময়ের মধ্যে তাদের দখল থেকে 2,55,000 টাকা / জাল মুদ্রার নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন আসামিরা সকলেই দিনহাটা থানার জেল হেফাজতে রয়েছে।

বিদ্যুৎ হীন এলাকা। পথ অবরোধ করলো গ্রামবাসী। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের লিখিত আশ্বাসে পথ অবরোধ উঠলো

2024-05-31

উত্তরের হাওয়া, ৩১ মে: তিন দিন ধরে বিদ্যুৎ নেই। নাজেহাল গ্রামবাসী । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল নিগমনগর এলাকার স্থানীয় বাসিন্দারা। কোচবিহার জেলার দিনহাটা ১ নম্বর ব্লকের দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগম নগর এলাকার ঘটনা। সকাল দশটার দিকে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় বাঁশ বেঁধে প্রায় ২ ঘন্টা দিনহাটা চৌধুরীহাট সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঝড়ো হাওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুত সরবরাহে বিঘ্ন। ফলে এলাকার শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা চরম সমস্যায় পড়েন। সব থেকে বড় সমস্যা নিগমনগর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাম্প রয়েছে সেটি মূলত দুদিন ধরে বন্ধ। ফলে দিনহাটা ভিলেজ ২ গ্রামের সম্পূর্ণ এলাকা, এ ছাড়া দিনহাটা ভিলেজ ১ গ্রাম, কিশামত দশগ্রাম এবং বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পানীয় জলের উপর নির্ভর করে ফলে পানীয় জলের একটি হাহাকার দেখা যায়। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ আজ পথ অবরোধে শামিল হয়। কিছুক্ষণ পর দিনহাটা থানার পুলিশ এসে সাধারণ মানুষের সাথে কথা বলার পর পথ অবরোধ উঠে যায়। এবং তারপরই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষের সাথে কথা বলে এবং লিখিত দেন দিনহাটা শহরে যদি বিদ্যুৎ থাকে তাহলে নিগমনগর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ থাকবে। তারপরই সাধারণ মানুষ শান্ত হয় এবং সম্পূর্ণরূপে পথ অবরোধ উঠে যায়।

সোনার বার কিনে প্রতারিতের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন ব্যাক্তিকে গ্রেফতার দিনহাটা থানার

2024-05-29

উত্তরের হাওয়া, ২৯ মে: সোনার বার কিনে প্রতারিত। তার পরেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের, গ্রেফতার তিন ব্যক্তি। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, গত ১৩ই মে বিহারের ঘুসকুড়ির বাসিন্দা মনীশ কুমার দিনহাটা থানায় ফোন করে একটি লিখিত অভিযোগ জমা করেন। তিনি লিখিত অভিযোগে জানান যে তার কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং তাকে ফোন করা ব্যাক্তি নিজের নাম রাজু বলে পরিচয় দেন। পাশাপাশি রাজু, মনীশকে জানায় যে মাটি খুঁড়তে গিয়ে একটি সোনার বার পেয়েছেন। হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার বারের ছবি ও পাঠিয়ে দেন মনীশকে। এরপর রাজু বলে যে বাজার মূল্যের থেকে সেই সোনার বার কম মূল্যে বিক্রি করবে। সেই মোতাবেক মনীশ সোনার বার কিনতে রাজি হয় এবং গত ১৫ ই মে রাজুর দেওয়া ঠিকানা মতো দিনহাটা আসেন। মনীশ দিনহাটায় এসে তিন জনের সঙ্গে দেখা করেন তাদের ভাড়া বাড়িতে। সেখানে সোনার বারের দাম ঠিক করেন ৬লক্ষ ৫৪ হাজার টাকা। তারপর মনীশ বিহার ফিরে যান এবং গত ১৯মে আবারও দিনহাটা এসে ৬লক্ষ ৫৪ হাজার টাকা দিয়ে সোনার বারটি ক্রয় করেন এবং বিহারে ফিরে যান। পরবর্তী সময়ে বিহারে ফিরে স্থানীয় এক গহনার দোকানদারের কাছে সোনার বারটি পরীক্ষা করালে জানতে পারেন সোনার বারটি নকল। এরপর সোনার বার কিনে প্রতারিত হয়ে আবারও দিনহাটা থানার সঙ্গে যোগাযোগ করে মনিশ। সেই ঘটনার তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সফিকুল ইসলাম, ফখরুদ্দিন ও এনামুল হক নামে তিন জনকে গ্রেফতার করে। আজ বুধবার তিনজনকেই দিনহাটা মহকুমা আদালতে হাজির করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেন জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

সাহেবগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকা ৪ ব্যক্তির কথা অনুসরণ করে উদ্ধার ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি

2024-05-21

উত্তরের হাওয়া, ২১মে: সাহেবগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকাকালীন ৪ ব্যক্তির কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। গত ১৭/০৫/২০২৪ কোচবিহার জেলা পুলিশ - এর সাহেবগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে চৌধুরীহাট অঞ্চলের কন্ট্রোলেরহাট থেকে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জন ব্যক্তিকে আটক করে ১ টি অগ্নেয়াস্ত্র সহ ২ রাউন্ড তাজা গুলি এবং ১ টি চপারসহ ১ টি লোহার রড উদ্ধার করে। ধৃতদের দিনহাটা দায়রা আদালত থেকে পুলিশ হেফাজতে নেয়। হেফাজতে থাকা ধৃত ব্যক্তিদের কথা অনুসরণ করে মঙ্গলবার গভীররাত্রে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা ধৃতদের লুকিয়ে রাখা আরও ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

গরমে কৃষি শ্রমিকের আকাল দিনহাটা জুড়ে

2024-05-18

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৮মে: “প্রচন্ড গরমে জমিতে কাজই করতে চাইছে না কোন শ্রমিক। বাধ্য হয়ে নিজেকেই পাট খেতে নিড়ানি দিতে হচ্ছে। কিন্তু একা আর কত পারা যায়?” - নিজের পাটখেতের পাশের গাছের ছায়ায় জিরিয়ে নিতে নিতেই ক্লান্ত গলায় জানালেন দিনহাটা ২ ব্লকের শুকারুরকুঠি এলাকার চাষি রথীন্দ্র বর্মন। শুধুমাত্র রথীন্দ্র বাবু নন, কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বিস্তির্ন এলাকার কৃষকদের সাথে কথা বললেই ধরা পড়বে তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট ও তা নিয়ে কৃষকদের চুড়ান্ত বিড়ম্বনার বর্তমান ছবি। কৃষকরা জানালেন, গত এক মাসে দিনহাটা মহকুমা জুড়ে বৃষ্টি হয়নি বললেই চলে। এছাড়া প্রায় প্রতিদিনই উষ্ণতার পারদ চড়ছে পাল্লা দিয়ে। এরফলে ধান, পাট ও ভুট্টা খেতে জলসেচ করতে হচ্ছে নিয়মিত। পাশাপাশি পাট ও ধান খেতে নিড়ানি দেওয়া ও ভুট্টার পরিচর্যায় গুরুত্ব বেশী দিতে হচ্ছে। যার জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমানে কৃষিশ্রমিকের। অথচ তীব্র গরমে কৃষি খেতে কাজ করতে চাইছেন না অনেকে। এমনকি সুযোগ বুঝে কয়েক গুন বেশি পারিশ্রমিকও দাবী করছেন একাংশ। এমন পরিস্হিতিতে তীব্র গরমে বেকায়দায় পড়েছেন স্হানীয় কৃষকরা। যাদের সামর্থ্য রয়েছে তারা বেশি পারিশ্রমিকেই কাজ করাচ্ছেন। যারা পারছেন না, তাঁদের অনেকেরই ফসল পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে। এতে সামগ্রিকভাবে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সমস্যার কথা মেনে দিনহাটা ২ ব্লক সহকৃষিঅধিকর্তা শুভাশীষ চক্রবর্তীর মন্তব্য, ধান, পাটের যথাযথ বৃদ্ধির জন্য বৃষ্টি খুব প্রয়োজন। তাঁর সংযোজন, এলাকার কৃষিকাজের অনেকটাই মনুষ্যশ্রম নির্ভর। তবে উন্নত প্রযুক্তি ও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে সারাবছরই উদ্যোগ নেওয়া হয়। কৃষকরা তা দুহাতে গ্রহনও করছেন। এভাবেই ক্রমশ ভরা মরশুমে শ্রমিক সমস্যা মেটানো যাবে বলে আশাবাদী। দিনহাটা ১, দিনহাটা ২, সিতাই ও দিনহাটা পুরসভা নিয়ে গঠিত সুবিশাল দিনহাটা মহকুমা। প্রত্যন্ত এই মহকুমার অর্থনীতি কৃষি নির্ভর। সারাবছর মুলত ধান, পাট, ভুট্টা, তামাক উৎপাদন করেই জীবিকা নির্বাহ করেন অধিকাংশ কৃষক। যাদের জমি নেই তাদের একটা বড় অংশ কৃষিশ্রমিকের কাজ করতেন। কিন্তু সারা বছর কাজের অভাব, যথোপযুক্ত পারিশ্রমিকের অভাব ও কৃষিকাজের প্রবল খাটুনি সহ নানা কারনে থাকায় জমিহীন অনেক শ্রমিকই ভিনরাজ্যে কাজে যান। এরফলে কৃষিকাজের মরশুমেও অনেকসময়ই শ্রমিকের অভাবে ভুগতে হয় কৃষকদের। চলতি মরশুমে অপর্যাপ্ত বৃষ্টি ও অত্যধিক গরম শ্রমিক সংকটের সমস্যা আরও বাড়িয়েছে। তীব্র গরমে কাজ করতে চাইছেন না অনেকেই। দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের গোবড়াছড়া দশগ্রামের চাষি নিত্যানন্দ বর্মনের কথায়, বাড়িতে একা মানুষ প্রায় ৪ বিঘা জমিতে পাট চাষ করেছি। অনাবৃষ্টি ও গরমে ঘনঘন জলসেচ করতে হচ্ছে। আগাছা বেশি হচ্ছে বলে নিড়ানিও দিতে হচ্ছে। সহজে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। ফসলের ক্ষতির কথা ভেবে বেশি টাকা খরচা করতে হচ্ছে। মরশুম শেষে লাভ কতটা হবে, তা নিশ্চিত নই। কদমতলা এলাকার জগদীশ দাসের কথায়, দু বিঘা জমিতে পাট করেছি। যেটুকু পারছি নিজে করছি। একা একা জলসেচ ও নিড়ানি দিয়ে উঠতে পারিনি। কিছু অংশের পাট শুকিয়েও গেছে। বেশি পারিশ্রমিক দিয়ে শ্রমিক নেওয়ার সামর্থ্য নেই। দিনহাটা ভিলেজ ২ এলাকার চাষি প্রদীপ সিং এর কথায়, বর্তমানে কৃষকদের দম ফেলবার সময় নেই। তীব্র এই গরমে পাট ও ভুট্টার পরিচর্যা তো বটেই, অনেকের ধানও পাকতে শুরু করেছে। এই অবস্হায় শ্রমিকদের কাজ করতে না চাওয়ায় সমস্যায় ভুগতে হচ্ছে। এমনকি ব্যয়ও বাড়ছে। যদিও মহকুমার বিভিন্ন এলাকায় কৃষি শ্রমিকদের সাথে এবিষয়ে কথা বলতেই নাম না দেওয়ার শর্তে তাদের সাফাই, এই গরমে ছায়ায় ও ঠান্ডা ঘরে থাকতেই হাঁসফাস করছেন মানুষ। এই অবস্হায় কড়া রোদে জমিতে কাজ করতে গিয়ে অসুস্হ হওয়ার শঙ্কা রয়েছে। তাই যাদের অন্য উপায় আছে তারা কাজ করছেন না। যারা নিরুপায় তারাও বিপদের কথা ভেবেই বেশি পারিশ্রমিক নিচ্ছেন।

ফের বড়ো সাফল্য সাহেবগঞ্জ থানার

2024-05-17

উত্তরের হাওয়া, ১৭ মে: ফের বড়ো সাফল্য সাহেবগঞ্জ থানার। অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে আটক করল কোচবিহার জেলা পুলিশের সাহেবগঞ্জ থানা। বৃহস্পতিবার গভীর রাত্রে কোচবিহার জেলা পুলিশের সাহেবগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কন্ট্রোলেরহাটে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জন ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ১ টি অবৈধ্য আগ্নেয়াস্ত্র সহ ২ রাউন্ড তাজা গুলি এবং ১ টি চপারসহ ১ টি লোহার রড উদ্ধার হয়। ধৃতদের গ্রেপ্তার করে নির্দিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কোচবিহার জেলা পুলিশের সাহেবগঞ্জ থানা।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা সংহতি ময়দানে রক্তদান শিবির করলো SFI ও DYFI

2024-05-08

উত্তরের হাওয়া, ৮ মেঃ ভয়াবহ রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছরও আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা সংহতি ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে।এই রক্তদান শিবিরের পূর্বে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে পয়লা মে থেকে ৭ই মে পর্যন্ত থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনাতামূলক প্রচার অভিযান করা চলে ।উপস্থিত ছিলেন ড: নির্মল্য মন্ডল,বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার,বিশিষ্ট কবি শুভাশিস দাস,গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রবীর পাল,এমদাদুল হক,এসএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আবির দেব,সভাপতি সুব্রত রায়,জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র,জেলা কমিটির সদস্য আকাশ সাহা,ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,সভাপতি উজ্জ্বল গুহ,রাজ্য কমিটির সদস্য পূরবী মিত্র,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস বর্মন,ডিওয়াইএফআই নেতৃত্ব সোহম চক্রবর্ত্তী,সৌরভ সরকার,অনিকেশ বর্মন,কৌশিক রায়,মনিরুল হক,অভিক সরকার সহ অন্যান্যরা।আজকের এই শিবিরে ৭ জন যুবতী রক্তদাতা সহ মোট ৪১ জন রক্তদান করেন।সংগঠণের তরফে সুস্থ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।ডিওয়াইএফআই নেতৃত্ব শুভ্রালোক দাস জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির করলাম ও বিগত সাতদিন ধরে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতা মূলক প্রচার অভিযান চলেছে।শুধু আজকের এই শিবির নয় ধারাবাহিক ভাবে আমরা সারা বছর রোগীদের প্রয়োজনে রক্তদান করে থাকি।

একাধিক দাবীতে বামনহাট রেল দাবী সমিতি তরফে ডেপুটেশন বামনহাট ষ্টেশন মাস্টারের কাছে

2024-05-05

উত্তরের হাওয়া, ৫ মেঃ বামনহাট রেল স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ও রেলের কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতি । আজ বামনহাট রেল স্টেশনে পৌঁছায় দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন ও বামনহাট রেল দাবী সমিতির সদস্যরা। বামনহাট ষ্টেশন মাষ্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সেই স্মারক লিপিতে আট দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলি ছিল, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের ১টি স্লিপার এবং ১টি জেনারেল কোচ বৃদ্ধি, শিলিগুড়ি -দিনহাটা, শিলিগুড়ি -বামনহাট ডিএমইউ পুনরায় চালু , বামনহাট রেল স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্ম সম্প্রসারণ , বামনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিকরণ দ্রুত শেষ করা সহ একাধিক দাবি জানানো হয় আজকের ডেপুটেশনে। এদিনের এই ডেপুটশনে উপস্থিত ছিলেন , দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের কনভেনর প্রফেসর ড. রাজা ঘোষ, জয় গোপাল ভৌমিক, বামনহাট রেল স্টেশন দাবি সমিতির শুভঙ্কর ভাদুরি সহ অন্যান্য সদস্যরা।

ঐতিহাসিক মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নিগমনগরে

2024-05-01

উত্তরের হাওয়া, ১মে: ঐতিহাসিক মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নিগমনগরে। আজকের এই কর্মসূচিতে রক্ত পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান সিপিএম সদস্য অজিত দেবনাথ ,এছাড়া শহীদ বেদীতে মাল্যদান করেন জেলা নেত্রী সুজাতা চক্রবর্তী ,কৃষক নেতা গৌরাঙ্গ পাইন , এরিয়া কমিটির সদস্য উজ্জ্বল গুহ, যুবনেতা বুবাই মোদক ও সুনীল গুহ এছাড়াও আরো অনেক উপস্থিত ছিলেন। শহীদ বেদীতে মাল্যদান করার পরে ঐতিহাসিক মে দিবস সম্পর্কে আলোচনা করেন উপস্থিত সকলের মধ্যে।

অবৈধভাবে দেশী মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো দিনহাটা থানার পুলিশ

2024-04-30

উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম করুন মোহন্ত। দিনহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, এই ব্যক্তি অবৈধভাবে দেশি মদ বিক্রি করছিল। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ ও দেশি মদ উদ্ধার করছে পুলিশ। এবারেও গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বেআইনি দেশি মদ বিক্রেতা করুন মহন্তকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৫২ বোতল বেআইনি দেশি মদ। প্রশাসন সূত্রে খবর, জেলায় বেআইনি মদের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে একাধিকবার অবৈধ বেআইনি মদ খাওয়ার কারণে অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অবৈধ মদের কারবার ঠেকাতে নড়েচড়ে বসে জেলা পুলিশ। তারই এক নিদর্শন দেখা গেল দিনহাটার বড় আটিয়াবাড়ী এলাকায়। পুলিশ সূত্রে খবর, অতর্কিত হানায় ওই বেআইনি মদ বিক্রেতা হতভম্ব হয়ে যায়। তার ফলেই পুলিশ তাকে বেআইনি দেশি মদের বোতলসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে। এইভাবে পুলিশের অভিযান চলতে থাকলে জেলায় বেআইনি মদের কারবার অনেকটাই বন্ধ হবে বলে সাধারন মানুষের আশা।

আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার দিনহাটা থানার পুলিশের

2024-04-30

উত্তরের হাওয়া, ৩০ এপ্রিল: আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে রাজাখোড়া এলাকা থেকে অর্জুন মন্ডল নামে একজনকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন অভিযান চালিয়ে রাজাখোড়া এলাকার বাসিন্দা অর্জুন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড রিভলভার ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা গেছে, ধৃত ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে আরো একাধিক মামলায় জড়িত রয়েছে। মঙ্গলবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে বলে।

আটকে কালভার্টের কাজ নাজেহাল বামনহাটের বাসিন্দারা

2024-04-28

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৮ এপ্রিল: সদ্য তৈরী করা কাঠের আসবাব পত্রে জল ঢেলে পরিষ্কার করছিলেন বছর চল্লিশের জোৎস্না মোদক। কারন জিজ্ঞাসা তাঁর ঝাঁঝালো উত্তর, “ধুলোয় জীবন অতিষ্ঠ। নিজেদের সর্দিকাশ তো লেগেই আছে। তার উপর যেদিন থেকে কালভার্টের কাজ শুরু হয়েছে, সেদিন থেকেই দোকানে বানানো আসবাবপত্রেও ধুলোর আস্তরন পড়ে যাচ্ছে। সেগুলো জল দিয়ে পরিষ্কার না করলে বিক্রিই হচ্ছেনা। দ্রুত কালভার্টের কাজ শেষ করা হোক।” শুধু চল্লিশোর্ধ এই আসবাবপত্রের দোকানি নন, কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বামনহাট ব্লক প্রাথমিক স্বাহ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় ঘুরতেই নির্মীয়মান কালভার্ট নিয়ে ক্ষোভ ও বিরক্তির সুর ধরা পড়ল স্হানীয় বাসিন্দা, ব্যবসায়ী, নিত্যযাত্রী ও গাড়ির চালকদের গলায়। স্হানীয় এলাকায় খোঁজ নিতেই জানা গেল, মাস তিনেক আগে সাহেবগঞ্জ থেকে বামনহাট পর্যন্ত পাকা রাস্তা সম্প্রসারনের কাজ হাতে নিয়েছে পূর্ত(সড়ক) দপ্তর। রাস্তা সম্প্রসারনের কাজের অংশ হিসেবেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় একটি কালভার্টের কাজও শুরু হয়। অভিযোগ, রাস্তার এক দিক বন্ধ করে কালভার্টের একটি অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অথচ প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কালভার্টের অপর অংশের কাজ শুরু করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে রাস্তার সরু অংশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের। এতে ব্যস্ত সময়ে যানজট হচ্ছে। পাশাপাশি নিত্যদিন ধুলোর ঝড় সইতে হচ্ছে স্হানীয়দের। এমন পরিস্হিতিতে দ্রুত কাজ শেষ করে রাস্তায় চলাচল স্বাভাবিক করার দাবী উঠছে। যদিও সংশ্লিষ্ট রাস্তার দায়িত্বপ্রাপ্ত পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সুজয় হেমব্রমের দাবী, জমি সংক্রান্ত ঝামেলায় বিষয়টি আটকে রয়েছে। সমস্যা মিটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। দিনহাটা মহকুমার অন্যতম গুরুত্বপূর্ন সাহেবগঞ্জ-বামনহাট সড়ক। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সড়ক মহকুমার সাহেবগঞ্জ ও দিনহাটার সাথে সীমান্তের চৌধুরিহাট, বামনহাট ২ সহ বিস্তির্ন এলাকার সংযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ন। এমনকি সীমান্ত সুরক্ষার বিষয়টি এতে জড়িত। রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের দাবী দীর্ঘদিনের। ভোটের আগে প্রায় ৬ কিমি দীর্ঘ রাস্তাটির সম্প্রসারনের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। সেই কাজও চলছে জোরকদমে। সেই কাজের অংশ হিসেবেই তৈরী হচ্ছে কালভার্টটি। স্বভাবতই গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্হিত কালভার্টটির কাজ শেষ না হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই। স্হানীয় বাসিন্দা প্রভাত সেনের অভিযোগ, ধুলোর চোটে রাস্তায় বেরোনো যাচ্ছেনা। ঘরের দরজা জানালাও বন্ধ করে রাখতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হোক। ধুলো নিয়ন্ত্রনে রাস্তায় জলও দিতে হবে। নিত্যযাত্রী বাপি বর্মনের অভিযোগ, কালভার্টটি জনবহুল এলাকায় অবস্হিত। পাশে বাজার, রেলস্টেশন, স্বাহ্যকেন্দ্র, স্কুল ইত্যাদি রয়েছে। ফলে দিনের ব্যস্ত সময়গুলিতে প্রায়শই যানজট হয়। গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন। একই আশঙ্কা প্রকাশ করে আরেক নিত্যযাত্রী রফিক আলমের মন্তব্য, দ্রুত কাজ শেষ হোক। নয়তো রাতবিরেতে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

উদয়ন গুহকে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকি

2024-04-24

উত্তরের হাওয়া, ২৪ এপ্রিল: কোচবিহারে ভোটের এক সপ্তাহ হয়নি। আর এর মধ্যেই উত্তরবঙ্গ উয়ন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে একটি হুমকি চিঠিকে এসেছে বলে খবর। যা নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। কেএলও সংগঠনের তরফে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে খবর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি দিয়েছে কেএলও-র। ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই হুমকি চিঠি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। হুমকি চিঠির এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক ও পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান, সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। আমি টাকা দিচ্ছি না। আমি ভয়ও পাচ্ছি না। তবে পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। চিঠিতে লেখা রয়েছে, গত ১৯৯৩ সাল থেকে তারা এই যুদ্ধ চালিয়ে আসছেন। তাদের সহযোগিতা করার জন্য আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে পুলিশ মহলে। তবে মন্ত্রী উদয়ন গুহকে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

দুটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার চৌধুরীহাটে

2024-04-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ এপ্রিল: রবিবার সাত সকালে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা বিধানসভার অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে। এদিন সকালে স্হানীয় বাসিন্দা গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। খবর পেয়ে স্হানীয় নয়ারহাট পুলিশফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্হলে পৌছান ও বোমাদুটি উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও।

ভোট পরবর্তী হিংসায় ফের শিরোনামে দিনহাটা

2024-04-20

উত্তরের হাওয়া দিনহাটা, ২০ এপ্রিল: ভোটের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসায় ফের নাম জড়াল দিনহাটা বিধানসভার। শুক্রবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার কিশামতদশগ্রামের টিয়াদহে সক্রিয় তৃণমূল কর্মী সুকুমার মালির বাড়িতে ভাঙচুর ও ওই তৃণমূল কর্মীর বাবা নিবারন মালির দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী হেমতি মালির অভিযোগ, গতকাল রাত ১১ টা নাগাদ বাড়িতে নাবালক ছেলে ও মেয়েকে নিয়ে ছিলাম। স্বামী বাড়িতে ছিলেন না। সেসময় বাড়ির টিনের চালে ক্রমাগত শিল ছোড়া হয়। ভয় পেয়ে পাশেই আত্মীয় বাড়িতে যাই। সেসময়ই বিজেপির লোকেরা বাড়িতে ভাঙচুর চালায়। শ্বশুর মশাই এগিয়ে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার সংযোজন, ঘরে থাকা সোনার গয়না ও টাকাও লুঠপাট হয়েছে। বাজনা বাজিয়ে সংসার চলে। সক্রিয়ভাবে তৃণমূল করার খেসারত দিতে হল। তৃণমূলের কিশামতদশগ্রাম অঞ্চল সভাপতি জগদীশচন্দ্র রায়ের মন্তব্য, বিজেপি ওখানে হারবে বলেই সক্রিয় ওই কর্মীকে টার্গেট করা হয়েছে। আমাদের দলীয় নেতৃত্বও এলাকায় যাবেন। যদিও বিজেপি নেতারা হিংসার ক্ষেত্রে বিজেপির যোগ অস্বীকার করেছেন ও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবী করেছেন। এদিকে ঘটনার জেরে এলাকায় গতকাল রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি খতিয়ে দেখেছে পুলিশ। এরপর শনিবার আক্রান্ত তৃণমূল কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

উদয়নকে গৃহবন্দী রাখার আর্জি নিশীথের

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে ভোটের দিন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গৃহবন্দী রাখার দাবী তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছেন তিনি। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লিখেছেন, ‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনি আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র‌্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন।’ পাশাপাশি ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরে উদয়নকে শান্তির পক্ষে ক্ষতিকারক বলে প্রমান করার চেষ্টা করেছেন তিনি। নিশীথের অভিযোগ, উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একইরকমভাবে সন্ত্রাস হতে পারে। উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখুক কমিশন । তাঁর সংযোজন, লোকসভা নির্বাচনের প্রচার বিগত দিনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রেখেছেন। এতে কর্মীরা প্ররোচিত হয়ে গন্ডগোল করতে পারে। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে দুষ্কৃতীদের নাম উল্লেখ করেছিল তাতে উদয়ন গুহর নাম ছিল। তাই শান্তিতে ভোট করানোর লক্ষ্যে ভোটের দিন তাঁর বুথের মধ্যে তাঁকে রাখা হোক। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী সাংবাদিক বৈঠক করে একধাপ এগিয়ে উদয়ন গুহকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষের পাশে থেকে সবসময় কাজ করেন বলে জানান উদয়ন। মানুষও তাঁকে চায়। তাই ভয় পেয়েছেন নিশীথ প্রামাণিক। এসব করে কোনও লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন। আমি ঘরে বসে থাকলেও মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে।

ভোটের আগে ফের উত্তপ্ত ভেটাগুড়ি তৃণমূলের প্রচার চলাকালীন আক্রমনের অভিযোগ

2024-04-17

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৭ এপ্রিল: রাজনৈতিক বিতর্ক ও হিংসা যেন পিছু ছাড়ছে না দিনহাটা বিধানসভায়। ভোটের আর বাকি মাত্র ৪৮ ঘন্টা। শ‌েষমুহুর্তের প্রচারে ঝড় উঠেছে সমগ্র কোচবিহার জুড়ে। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিশীথের গড় হিসেবে পরিচিত ভেটাগুড়ি এলাকা। বুধবার তৃণমূলের প্রচার চলাকালীন তৃণমূলের গাড়িতে ভাঙচুর ও কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে বসে বিক্ষোভও দেখান তৃণমূলের নেতাকর্মীরা। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, এলাকায় হুমকি দিচ্ছিল তৃণমূল। মহিলাদের সাথে অশ্লীল ব্যবহারও করছিল। সেসময়ই মহিলারা প্রতিবাদ করেছেন।

নিশীথের গাড়িতে তল্লাশি

2024-04-16

উত্তরের হাওয়া, ১৬ এপ্রিল: লোকসভা ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চপারে তল্লাশি অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে দেশ। এরই মাঝে এবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের গাড়ি থামিয়ে তল্লাশি চালালো পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকেরা। বেশ কিছু ক্ষণ ধরে কথা কাটাকাটির পর নিশীথের কনভয় এবং গাড়িতে তল্লাশি শেষ করে কমিশন এবং পুলিশ। জানা গিয়েছে, আজ মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে পুলিশের চেকিং চলল। রাহুল, অভিষেকের চপার চেকিংয়ের মাঝেই এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দিনহাটায় নিশিথের গাড়ি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে তল্লাশি চালালো পুলিশ। স্থানীয় সূত্রে খবর, আজ বিকালে দেওয়ানহাট এলাকায় আচমকাই নিশীথের কনভয় আটকায় কমিশন এবং পুলিশ। জানানো হয়, নাকা তল্লাশি চালানো হবে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন বিজেপি প্রার্থী নিশীথের নিরাপত্তারক্ষীরা। তাঁরা জানান, কনভয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। সেখানে তল্লাশি চালানো যাবে না। যদিও কর্তব্যরত পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা সেই যুক্তি মানতে চাননি। তার পর গাড়ি থেকে নামেন নিশীথ। তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। কেন গাড়িতে তল্লাশি চালানো হবে, প্রশ্ন ছোড়েন নিশীথ। তিনি কয়েক জনের আই কার্ড দেখতে চান। অন্য দিকে, পুলিশও জানিয়ে দেয় তল্লাশি হবেই। পাল্টা নির্বাচন কমিশনের গাইডলাইন দেখতে চান নিশীথ। এ নিয়ে বেশ কিছু ক্ষণ ধরে কথা কাটাকাটি চলে। বিস্তর তর্কের পর নিশীথের গাড়ি এবং কনভয়ে তল্লাশি শেষ করে পুলিশ এবং কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

বর্ষবরণে দিনহাটায় মঙ্গল শোভাযাত্রা

2024-04-14

উত্তরের হাওয়া, ১৪ এপ্রিল: উত্তরবঙ্গের ছোট্ট শহর দিনহাটা। কিন্তু সংস্কৃতিতে বরাবর এগিয়ে এই শহর। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হিংসায় বারবার দিনহাটা শিরোনামে আসলেও বাংলার কৃষ্টি - সংস্কৃতি ধারক ও বাহক মানুষের মিলিত কর্ম প্রয়াস জারি আছে। ২০১৮সালে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে উত্তরবঙ্গের মধ্যে প্রথম মঙ্গল শোভাযাত্রা এই দিনহাটা শহর থেকেই শুরু হয়। প্রতিবছরের মত এবছরও দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের ব্যবস্থাপনায় নতুন বছরের প্রথম দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল।এই শোভাযাত্রায় দিনহাটার বিশিষ্ট জনদের পাশাপাশি ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ ও নবীন প্রজন্মের ভিড় লক্ষ্য করা যায়। এই শোভাযাত্রাকে ফুটিয়ে তুলতে নানা ধরনের শিল্পকর্ম তৈরির কাজে দিনরাত এক করে কাজ করেছে সংস্থার সদস্যরা। শহরের বোর্ডিং পাড়া মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে আবার বোর্ডিং মাঠে এসে শেষ হয়।তারপর সেখানে চলে বৈশাখী আড্ডা। নাচে, গানে, আড্ডায় জমজমাটভাবে পালিত হয় শোভাযাত্রা।পাশাপাশি, জমজমাট বৈশাখী হাট সেজে উঠে সৃজনশীল কিশোর - কিশোরীদের হাতের কাজে বাহারি অলংকার, বুকমার্ট, পটচিত্রে । সেই সাথে হাটে ছিল তরুণ প্রজন্মের শিল্পীদের তৈরি শিল্পকর্মের প্রদর্শনী। এই মঙ্গল শোভাযাত্রায় দলমত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল দিনহাটাবাসীর অংশ নিয়েছে । ২০১৬ সালে ‘‘মঙ্গল শোভাযাত্রা’’ জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছে। এই শোভাযাত্রার মধ্য দিয়েই মূলত বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়, সঙ্গে দেওয়া হয় সম্প্রীতির বার্তা।শোভাযাত্রা এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে চলে নৃত্যানুষ্ঠান। বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন উদযাপন কমিটির সদস্যরা। মেয়েরা ঐতিহ্যবাহী হলুদ শাড়ি ও ছেলেরা হলুদ পাঞ্জাবী পড়ে মূলত শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দিনহাটা সংস্কৃতিপ্রেমী বিভিন্ন মানুষেরা ও বিশিষ্ঠজনেরা। উপস্থিত ছিলেন দিনহাটা হাসপাতালের সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল, বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক শ্যামল ধর, বিশিষ্ট চিত্রশিল্পী রথীন্দ্র নাথ সাহা, আবৃত্তিকার শিলাদিত্য রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল, বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল, উজ্জ্বল আচার্য প্রমুখ । আয়োজকদের পক্ষে সহস্রী বর্মন, টুটুল সরকার জানান, বাংলা নববর্ষের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রথম ১৯৮৯ সালে বাংলাদেশের বুকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। সেই শোভাযাত্রার অনুকরণ করে ২০১৮ সালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম দিনহাটা শহরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেবার সেই শোভাযাত্রা দিনহাটা শহরের সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারপর থেকে ধারাবাহিকভাবে নববর্ষের দিনে দিনহাটার বুকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর ষষ্ঠ বর্ষ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পারস্পরিক সহবস্তানের ভিত্তিতে সারিবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে তারা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।রাস্তা পরিক্রমা করাকালীন নৃত্য পরিবেশন করে খুদে শিল্পীরা। মাউন্ট পেপার বোর্ড দিয়ে বিভিন্ন মুখোশ তৈরি করা হয়।বাঘ,হাতি,প্যাঁচার আদলের পাশাপাশি বিভিন্ন দেবদেবীর আদলে তৈরি করা হয় মুখোশ।সেগুলিকে হাতে নিয়েই তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে।বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে পালকি ও মঙ্গল ঘট ব্যবহার করা হয় শোভাযাত্রায়।শহরের প্রাণকেন্দ্র দিনহাটা পাঁচমাথার মোড়ের রাস্তায় রাত জেগে আলপনা দিয়ে সাজিয়ে তোলে নতুন প্রজন্মের শিল্পীরা। এদিনের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ ভিড় করে।

শহরের ভোট টানতে দিনহাটায় প্রচারে জগদীশ

2024-04-11

উত্তরের হাওয়া, দিনহাটা, ১১ এপ্রিল: সাম্প্রতিক প্রায় সব নির্বাচনেই শহরের ভোট ভুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সীমান্তের প্রতন্ত সংখালঘু অধ্যুষিত এলাকার মানুষ ঢেলে তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেও শহর ও শহর সংলগ্ন এলাকায় বরাবরই পিছিয়ে পড়েছে শাসকদল। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে শহরবাসীর মন জয় করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার কর্মসুচি করলেন তৃনমুলের প্রার্থী জগদীশ বর্মা বসুনীয়া। বৃহস্পতিবার দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগে বেরোন তিনি। সমর্থন করার অনুরোধ জানানোর পাশাপাশি ভোটারদের মন বুঝতেও চেষ্টা করেন তিনি।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ

2024-04-09

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ এপ্রিল: সোমবারের পর মঙ্গলবার শাসক বিরোধী সংঘর্ষে ফের শিরোনামে উঠে এল দিনহাটার নাম। এদিন সকালে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরহাট নোটাফেলা এলাকায় তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। প্রশান্ত বাবুর অভিযোগ, এদিন দুপুরে শালমারায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সেরে নাজিরহাটে ফিরছিলাম। সেসময়ই নোটাফেলা চৌপথীতে গাড়ির উপর আক্রমণ করা হয়েছে। বিজেপির দুস্কৃতিরা গাড়ির উপর লাঠিসোটা নিয়ে আক্রমন করে। ঘটনায় গাড়ির কাঁচ ভাঙার পাশাপাশি গাড়িতে থাকা দুজন আহতও হয়েছেন। যদিও ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করেছেন স্হানীয় বিজেপি নেতৃত্ব।

পোস্টার ছেঁড়া ও মঞ্চ পোড়ানোর অভিযোগে দিনহাটার গ্রামীন এলাকায় উত্তেজনা

2024-04-09

উত্তরের হাওয়া , দিনহাটা, ৯ এপ্রিল: ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা বিধানসভার বিভিন্ন গ্রামীন এলাকা জুড়ে। কখনো শাসক দল তৃনমুলের বিরুদ্ধে এলাকা অশান্ত করার ও বিরোধীদের প্রতিহত করতে মারমুখী হওয়ার অভিযোগ তুলছে বিজেপি শিবির। পাল্টা বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে তাই এলাকায় বিজেপির গুন্ডামি চলছে বলে দাবী তৃণমূলের। রবিবার শাসক বিরোধী গণ্ডগোলের জেরে ভোটের মুখে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের প্রত্যন্ত দুই এলাকায়। এদিন গভীর রাতে সংশ্লিষ্ট ব্লকের চৌধুরিহাট গ্রামপঞ্চায়েতের জায়গির বালাবাড়ির ৭/১৮৩ নং বুথে লোকসভার তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনীয়ার সমর্থনে লাগানো একাধিক পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্হানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা দেবাশীষ দেবের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো একাধিক পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এর আগেও মাস খানেক আগ‌ে তৃণমূলের ঝান্ডা পুড়িয়ে দিয়েছিল বিজেপির হার্মাদরা। ন্যক্কার জনক ঘটনার প্রতিবাদ জানাই। অন্যদিকে একই সময়ে একই ব্লকের কিশামতদশগ্রামে রাতের অন্ধকারে বিজেপির নির্মীয়মান সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ঘাসফুল নেতাদের কাঠগড়ায় তুলছেন পদ্ম শিবিরের নেতারা। বিজেপির দিনহাটা ৩ নং মন্ডলের সভাপতি কমল বর্মনের কথায়, সব ধরনের প্রশাসনিক অনুমতি নিয়েই সোমবার কিশামতদশগ্রামের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনীসভার সভামঞ্চ তৈরী করা হয়েছিল। রবিবার গভীর রাতে সেই সভামঞ্চে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে তৃনমুল কংগ্রেসের হার্মাদরা। প্রশাসনকে সব জানানো হয়েছে। তাঁর আরও সংযোজন, তৃণমূলের জনসমর্থন তলানিতে। তৃণমূল এতই যদি উন্নয়ন করে থাকে, তাহলে এত্ত হিংসা হানাহানি করছে কেন। গনতান্ত্রিক উপায়ে লড়াই লড়ুক। যতই বিজেপিকে আটকানোর চেষ্টা হোক, আমরা থামবো না। পোড়া মঞ্চের পাশে অস্হায়ী মঞ্চেই সভা করবো আমরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য এর মন্তব্য, তৃণমূলের কর্মীদের এত সময় বা নিম্ন মানসিকতা নেই। এটা বিজেপির সহানুভূতি আদায়ের কৌশল। নিশীথ প্রামাণিক যেখানে যাচ্ছেন সেখানেই সাড়া পাচ্ছেন না। তাই দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতে ও সহানুভূতি আদায়ের জন্য নিজেরাই নিজেদের প্যান্ডেলে আগুন ধরিয়েছে ও তৃণমূলের নামে দুর্নাম করছে। বিজেপির পুরোনো কর্মীদের সাথে গোষ্ঠীকোন্দলের জেরেই এটা হতে পারে বলে তাঁর মত। দিনহাটা মহকুমার দুই হেভিওয়েট মন্ত্রী নিশীথ ও উদয়নের দ্বৈরথে বরাবরই রাজনৈতিক কোন্দল ও সংঘর্ষের ঘটনায় শিরোনামে থাকছে দিনহাটা মহকুমা। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই যখনই ভোট এসেছে, রাজনৈতিক হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে প্রথমেই থেকেছে দিনহাটা। লোকসভা ভোটের মুখেও তা থামার লক্ষন নেই, বরং ভোটের দিন যত এগোচ্ছে সমস্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এমন অবস্হায় ভোটে পরিস্হিতি কী হবে তা নিয়েও এলাকায় ছড়াচ্ছে চাপা আতঙ্ক ও গুঞ্জন। যদিও দুটি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।

নিশীথের হাত ধরে বিজেপিতে শতাধিক

2024-04-09

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ এপ্রিল: সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক মানুষ। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ স্হানীয় মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় উপস্হিত ছিলেন নিশীথ। সেখানে নিশীথ ছাড়াও তাপস দাস, সুকুমার বর্মন, জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব উপস্হিত ছিলেন ।

নিগমনগর বাজারে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার মন্ত্রী উদয়নের

2024-04-06

উত্তরের হওয়া, ৬মার্চ: রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কার্যকারিতা গ্রামবাসীদের মধ্যে তুলে ধরতে জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । শনিবার দিনহাটা ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের নিগমনগর বাজার এলাকায়। উদয়নের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী নিগমনগর বাজারের স্থানীয় দোকানদারদের সাথে ও বাজারে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের অভাব-অভিযোগ শুনেন। পাশাপাশি সমস্যাগুলি সুরহার জন্য পরামর্শও দেন। সাথে তিনি লোকসভা ২০২৪ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দেবার আহ্বান করেন।

বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা

2024-04-05

উত্তরের হাওয়া, ৫ মার্চ: কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা করলো সিপিআই (এম)।আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মীসভা তে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।এই কর্মীসভা তে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ রায়, জেলা সম্পাদক অনন্ত রায়,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,প্রবীর পাল,জেলা কমিটির সদস্য, দিলীপ সরকার, দেবেন বর্মন, শুভ্রালোক দাস, এন্দদুল হক, সহ অন্যান্যরা। বিশাল মিছিল দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে থেকে চওড়াহাট পর্যন্ত মিছিল মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। দিনহাটা সহ কোচবিহার জেলার সন্ত্রাস রুখে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বোমা বাজি বন্ধ করতে, গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে বিজেপি-তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নিতীর বিরুদ্ধে, বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।

ফের ভাঙ্গন তৃণমূলে

2024-04-02

উত্তরের হাওয়া, ২ এপ্রিল: তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে এবং নরেন্দ্র মোদির উন্নয়নে শামিল হতে দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের দুটি বুথ থেকে মোট ৩০ পরিবার বিজেপিতে যোগদান। আজ দিনহাটা ১ নং ব্লকের অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া বুথ ও শরৎচন্দ্র বুথ থেকে মোট ৩০ টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদির উন্নয়নের শামিল হতে যোগদান করলেন । আজকের এই যোগদান কর্মসূচিতে দিনহাটা ১নং মণ্ডলের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন ৩০ টি পরিবারে সদস্যরা। উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির অন্যান্য নেতৃত্বরা। বিজেপির ১নং মন্ডল এর সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক জানান, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এইসব পরিবার বিজেপিতে যোগদান করলেন।

রাতের অন্ধকারে সরকারি গাছ লোপাট কিশামতদশগ্রামে

2024-04-02

উত্তরের হাওয়া, দিনহাটা, ২ এপ্রিল: গত কয়েক মাস ধরেই রাতের অন্ধকারে একের পর এক উধাও হয়ে যাচ্ছে রাস্তার ধারের বহু মুল্যবান সরকারি গাছ। এমনকি প্রমান লোপাট করতে গাছের শিকড় তুলে ফেলা ও জঙ্গল দিয়ে ঢেকেও দেওয়া হচ্ছে। অথচ ধারাবাহিকভাবে ঘটে চলা এই গাছচুরি সম্পর্কে জানেই না স্হানীয় গ্রামপঞ্চায়েত প্রশাসন। স্বভাবতই প্রশাসনিক অবহেলা, অসচেতনতা ও নজরদারির অভাবের দরুন সরকারি গাছ চুরির ঘটনা ঘটেই চলছে কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামে। এই গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকায় গুরুত্বপূর্ন কদমতলা রোডের দুই ধারে থাকা একাধিক দামী গাছ রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এমন পরিস্হিতিতে গাছ বাঁচাতে দ্রুত ব্যবস্হা গ্রহনের আর্জি জানিয়েছেন স্হানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা। যদিও বিষয়টি জানা নেই বলে কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দীলিপ চন্দ্র দাস জানান। তাঁর মন্তব্য, বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। স্হানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের বিস্তির্ন এলাকা জুড়ে কদমতলা রোডের দুধারের পরিত্যক্ত সরকারি জমিতে সরকারি উদ্যোগে শিমুল,শিশু, সেগুন , ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ লাগানো হয়। সেগুলি স্হানীয় গ্রামপঞ্চায়েতের নিয়ন্ত্রনাধীন। বর্তমানে সেই গাছগুলি যথেষ্ট পরিনত। ফলে গাছগুলির বাজারমুল্যও বেশ চড়া। তাই নজর পডেছে দুবৃত্তদের।অভিযোগ, প্রায়শই রাতের অন্ধকারে উধাও হচ্ছে একাধিক দামী গাছ। কে বা কারা এই কাজ করছে, তা জানেনা কেউই। স্হানীয়দের অভিযোগ, এলাকার একাধিক দুবৃত্ত রাজনৈতিক নেতাদের ও প্রশাসনের মদতেই এই কাজে লিপ্ত হচ্ছে। স্হানীয় বাসিন্দা অমল বর্মন বললেন, রাত বাড়লে এই সড়কে যাতায়াত প্রায় বন্ধই হয়ে যায়। আর সেই সুযোগে অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ন এলাকায় রাতের অন্ধকারেই সরকারি গাছ কেটে নেয় দুবৃত্তরা।তাই চুরি রুখতে রাস্তায় আলোর ব্যাবস্হা ও অন্যান্য কঠোর ব্যাবস্হা গ্রহন জরুরী। এলাকার পড়ুয়া সুদীপ বর্মনের কথায়, প্রায়ই একটা দুটো গাছ চুরি হয়ে যাচ্ছে। সকালে প্রাতভ্রমনকারীরা রাস্তায় পড়ে থাকা ডাল ও কাটা অংশ দেখে অনেক সময় চুরির বিষয়ে জানছেন। কিন্তু তখন কিছু করারই থাকছে না। স্হানীয় যুবক কাঞ্চন বর্মনের কথায়, সাধারন মানুষ, জ্বালানির জন্য গাছের শুকনো ডাল কাটতে গেলেও অনেক সময় ব্যাবস্হা নেয় প্রশাসন। অথচ প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে গাছ। এতেই বোঝা যায় বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো। কারা এই কাজের সাথে জড়িত? তা খুজে বার করে কঠোর ব্যাবস্হা নিক প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিত্য যাত্রী অবশ্য আঙুল তুললেন প্রশাসনের দিকে। তাঁর কটাক্ষ, মুলত চুরি হচ্ছে সেগুন গাছ গুলিই। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মদত না থাকলে আস্ত দামী দামী গাছগুলো উবে যাচ্ছে কী করে? গাছ কাটা দেখতে পেলেই প্রতিরোধ করা উচিত স্হানীয়দেরই।

দিনহাটার গোপালনগর হাই স্কুল সাইবারক্রাইম সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে সচেষ্ট পুলিশ

2024-03-30

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ মার্চ: স্কুলপড়ুয়া কিশোরীদের সাইবারক্রাইম সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিল পুলিশ। শনিবার কোচবিহার জেলার দিনহাটা মহিলা থানার উদ্যোগে একটি সচেতনতা শিবির হয়। স্হানীয় গোপালনগর হাইস্কুলে আয়োজিত এই শিবিরে পুলিশ আধিকারিক ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা উপস্হিত ছিলেন। মুলত ছাত্রীদের বিরুদ্ধে অপরাধ, বাল্য বিবাহ, মানব পাচার এবং সাইবার জগতের অপরাধ নিয়ে আলোচনা করা হয় ও সচেতনতা প্রচার করা হয়। মহিলা থানার এক আধিকারিক জানান, সময়ের সাথে ইন্টারনেটের জনপ্রিয়তার সাথে সাথেই বেড়েছে জনসাধারনের বিরুদ্ধে সাইবার অপরাধের ঘটনাও। তাই সাধারণ মানুষের ও ছাত্রছাত্রীদের অনলাইন প্রতারণার বিষয়ে কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন থানা এই মানব পাচার বিরোধী এবং ছাত্রীদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কিত কর্মসূচি চলতে থাকবে।

ভেটাগুড়িতে প্রচারে উদয়ন ও হিপ্পি

2024-03-30

উত্তরের হাওয়া, দিনহাটা, ৩০ মার্চ: বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে শনিবার নির্বাচনী প্রচারে ঝড় তুলল তৃণমূল। এদিন বিকেল থেকে ভেটাগুড়ি ১ গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে ভোট প্রচার করেন তারা। পাশাপাশি দিন দুয়েক আগে ভেটাগুড়ি ১ অঞ্চলের আক্রান্ত অঞ্চল সভাপতির বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ও জেলা সভাপতি।

বিধ্বংসী আগুনে সর্বশ্রান্ত ছোটগাড়লঝোড়ার পরিবার, দমকল কেন্দ্রের দাবী

2024-03-29

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৯ মার্চ: বাড়ি থেকে সব চেয়ে কাছের একমাত্র দমকলকেন্দ্রের দুরত্ব মেরেকেটে কমপক্ষে ৩০ কিমি। সময়ে না পৌছানোই দমকলের রীতি। স্বভাবতই আগুনের গ্রাসে ফের সর্বশ্রান্ত হলো দিনহাটা ২ ব্লকের ছোট গাড়লঝোড়ার ১ পরিবার। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আশরাফুল মিঞার বাড়িতে। প্রানে বাঁচতে পারলেও সর্বস্ব খুইয়েছে তার পরিবার। শুক্রবার এলাকায় যেতেই দেখা গেল আগুনের গ্রাসে শেষ হওয়া পরিবারের দৃশ্য আর পরিবারের সদস্যদের হাহাকার। সর্বস্ব খোয়ানো আশরাফুলের গলায়ও আক্ষেপ, ইলেকট্রিক মিটার থেকে আগুন লাগে। সব শেষ হয়ে গেল। দমকল আগে এলে হয়তো বাঁচতো কিছু। দমকলের দাবীতে সুর মেলালেন স্হানীয়রাও।

তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে দিনহাটা পৌর এলাকায় মন্ত্রী উদয়ন গুহ

2024-03-29

উত্তরের হাওয়া, ২৯ মার্চ: কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দিনহাটা পৌর এলাকায় প্রচারে বেরোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন তিনি সকালে দিনহাটা শহরের ১২ নাম্বার ওয়ার্ডে বিভিন্ন দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেন। রাজ্যে সরকারের বিভিন্ন উন্নয়নকে সামনে তুলে ধরেন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যদিও তিনি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে আগেই প্রচার করেছেন। ভোট প্রচার শেষে মন্ত্রী উদয়ন গুহ বলেন, সকাল বেলা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরি বিকালে গ্রামে গ্রামে প্রচার করছি। গতকাল থেকে শুরু করেছি এভাবেই প্রতিটি ওয়ার্ডের প্রচার করব। গতকাল ৯ নাম্বার ওয়ার্ডের প্রচারে বেরিয়েছিলাম আজ ১২ নাম্বার ওয়ার্ডে প্রচার করছি। প্রচার শেষে মন্ত্রী উদয়ন গুহ জানান, প্রত্যেকটি ওয়ার্ডেই বাড়ি বাড়ি পৌঁছে যাব এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করব। বিগত বিভিন্ন নির্বাচনের ভোট প্রচার করেছি দিনহাটা শহরে এবারও করছি।

তৃনমুল বিজেপি আক্রমন প্রতি আক্রমনে সরগরম দিনহাটার কালমাটি

2024-03-28

উত্তরের হাওয়া, ২৮ মার্চ, দিনহাটা: ভোটের মুখেও হিংসা যেন পিছু ছাড়ছে না দিনহাটায়। রাজনৈতিক সন্ত্রাস, আক্রমন ও পাল্টা আক্রমনের ঘটনায় ফের সরগরম হয়ে উঠল কোচবিহারের দিনহাটা বিধানসভা। বুধবার রাতে সংশ্লিষ্ট বিধানসভার বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের দক্ষিন কালমাটি এলাকায় স্হানীয় তৃনমুল নেতা তথা দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির সদস্য দীলিপ চন্দ্র বর্মনের বাড়িতে বিজেপি আশ্রিত সশস্ত্র দুস্কৃতিরা ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের । যদিও অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের বিরুদ্ধে পাল্টা বিজেপির শক্তিপ্রমুখ বিনয় সেনের বাড়িতে ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানির মতো অভিযোগ তুলেছেন পদ্ম নেতারা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বামনহাট ২ গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সীমান্তবর্তী এই এলাকায় বিজেপির প্রভাবও রয়েছে। স্বভাবতই শাসক ও বিরোধীদের সমান সমান টক্করে বরাবরই রাজনৈতিকভাবে উত্তেজনা প্রবন। গত পঞ্চায়েতেও দেদার ভাঙচুর, গুলি চালনা সহ একাধিক কারনে শিরোনামে এসেছে এই এলাকা। এমন পরিস্হিতিতে লোকসভা ভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রবল উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার এলাকায় ঘুরতেই বোঝা গেল ঘটনার তীব্রতা কতটা ভয়াবহ। কেউ সরাসরি মুখ না খুললেও শাসক বিরোধী সংঘর্ষ যে গতরাতে মারাত্মক হয়েছিল তা সকলেরই চোখে মুখে স্পষ্ট। যদিও নিজেদের নির্দোষ প্রমানে ব্যস্ত শাসক বিরোধী দুই শিবিরই। দিলীপচন্দ্র বর্মনের স্ত্রী শোভারানি বর্মনের অভিযোগ, রাতে ঘুমাচ্ছিলাম। সেসময়ই ঘরে আক্রমণ করেছে বিজেপির দুস্কৃতিরা। প্রান ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই আমরা। তখনই ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনাও লুঠ করে নিয়ে গেছে তারা।তৃণমূলের বামনহাট ২ অঞ্চল কমিটির চেয়ারম্যান হানিফ শিকদারের কথায়, আমাদের স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি। পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরেই এই হিংসা ও আক্রমনের রাজনীতি। যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাসের পাল্টা দাবী, তৃনমুলের হার্মাদ বাহিনী আমাদের স্হানীয় নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। মহিলাদেরও ছাড় দেয়নি। নিজেদের দলীয় কোন্দলেই ওদের বাড়িতে আক্রমন ঘটে থাকতে পারে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মিথ্যা মামলায় ফাঁসাতেই এসব চক্রান্ত।

লোকসভা নির্বাচনের মুখে আবারো সাফল্য দিনহাটা থানার পুলিশের

2024-03-28

উত্তরের হাওয়া, ২৮ মার্চ: লোকসভা নির্বাচনের মুখে আবারো সাফল্য দিনহাটা থানার পুলিশের। আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ গোসানিমারির মালিরহাট এলাকা থেকে এক ইম্প্রোভাইজড এক্সটেন্ডেড ব্যারেল ওয়ান শুটার ও একটি তাজা কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। ধৃত দুই ব্যক্তির নাম সঞ্জয় সরকার ও রাজু মন্ডল। ধৃতদের বাড়ি সিতাই থানার অন্তর্গত নতুন বস ও ৫৩৭ সিঙ্গিমারি এলাকায়। নির্বাচনের মুখে জেলার বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে চলছে কড়া নজরদারি। তার ফলে মিলছে সাফল্য। ইতিমধ্যে ধৃত এই দুজনকে এদিন দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ।

নরেনের সভা নীতিশের সমর্থনে

2024-03-27

উত্তরের হাওয়া, ২৭ মার্চ, দিনহাটা: লোকসভায় কোচবিহার কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে বুধবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের শালমারায় পথ সভা করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এদিন সন্ধা ৮ টা নাগাদ শালমারা বাজারে আয়োজিত সভায় নরেন ছাড়াও দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অক্ষয় ঠাকুর, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, সিপি আই এম নেতা বিশ্বসিংহ কার্যী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র শাসকদলকে চোর আখ্যা দিয়ে তুলোধনা করেন বক্তারা। পাশাপাশি আসন্ন ভোটে দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানানো হয়েছে।

ঘাসফুলের দলীয় কার্যালয়ে হামলায় অভিযুক্ত বিজেপি দিনহাটায় উত্তেজনা

2024-03-27

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৭ মার্চ: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা বিধানসভার নাজিরহাটে। বুধবার সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের পশ্চিম বাজেজামা বুথে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পদ্ম শিবিরের দিকে অভিযোগ তুলে রাজনৈতিক সন্ত্রাসের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসের স্হানীয় নেতারা। যদিও ঘটনার সাথে দলের কেউ জড়িয়ে নেই বলে সাফ দাবী বিজেপির।

চারটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য নটকোবাড়িতে

2024-03-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ মার্চ: ৪টি দেশী তাজা বোমা উদ্ধারের ঘটনায় রবিবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের চৌধুরিহাট গ্রামপঞ্চায়েতের নটকোবাড়িতে। এদিন বিকেলে সংশ্লিষ্ট এলাকার বাজার সংলগ্ন চৌপথী এলাকায় বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ভীড় জমান স্হানীয়রা। খবর পৌছায় স্হানীয় সাহেবগঞ্জ থানায়। এরপর পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করেন।

বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটায় কর্মীসভা ও শহরে মিছিল

2024-03-23

উত্তরের হাওয়া, ২৩ মার্চ: কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা কর্মীসভা ও শহরে মিছিল করলো বামফ্রন্ট।আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মীসভা তে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই কর্মীসভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব অক্ষয় ঠাকুর, তারাপদ বর্মন,প্রবীর পাল, শুভ্রালোক দাস, আব্দুল রউফ,গোবিন্দ রায়, সহ প্রার্থী নীতিশ চন্দ্র রায়। কর্মীসভা শেষে এক বিশাল মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।দিনহাটা সহ কোচবিহার জেলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।

আবারও ভোট নিয়ে অশান্তি দিনহাটা

2024-03-22

উত্তরের হাওয়া, ২২ মার্চ: ভোটের মুখে আবারও শিরোনামে দিনহাটা। বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। প্রতিবাদে পথ অবরোধে নামে বিজেপি। দিনহাটা-২ ব্লকের শালমারা বাজারে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সেগুলি লাগানো হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেগুলি কেউ বা কারা ছিঁড়ে ফেলে। প্রতিবাদে শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ শালমারা বাজার সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানেই নষ্ট করা হয় বিজেপির পতাকা, ফেস্টুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে পথঅবরোধও করেন বিজেপি সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তী সময়ে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয়। এরপর পথঅবরোধ ওঠে। এ বিষয়ে বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মন বলেন, অপরাধীদের শাস্তি না হলে ছাড়া হবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দেওয়াল লিখন মুছে পদ্ম নেত্রীকে মারধরের অভিযোগ দিনহাটায়

2024-03-19

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৯ মার্চ: লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই তৃনমুল বিজেপি দ্বন্ধের ঘটনায় ফের নাম জড়াল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার। সোমবার বিজেপির দিনহাটা ১ নং মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী পিঙ্কি দাস ও এলাকার শক্তিপ্রমুখ মালেকুল ইসলামকে মারধর ও লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিষয়টিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি লিখিত ভাবে দিনহাটা থানায় জানিয়ে শাসক শিবিরের সন্ত্রাস ও হিংসার রাজনীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্বও। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক পরিক্ষীত অধিকারীর অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নন। রাজনৈতিক দ্বন্ধ ও প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু হিংসা, সন্ত্রাসের রাজনীতি ও মহিলাদের অসম্মানের ঘটনা ন্যাক্কারজনক। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। যদিও বিষয়টি জানা নেই বলে সাফাই তৃণমূলের দিনহাটা ১ ব্লক (বি) সভাপতি অনন্তকুমার বর্মনের। নিঃসন্দেহে চলতি লোকসভা ভোটের হটস্পট দিনহাটা মহকুমা। ভেটাগুড়ির বাসিন্দা বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রার্থী করে কোচবিহার আসন ধরে রাখতে মরীয়া বিজেপি শিবির। অন্যদিকে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনীয়াকে আসরে নামিয়ে মাত দিতে চাইছে ঘাসফুল নেতৃত্ব। স্বভাবতই ভোটের মুখে দিনহাটা মহকুমা জুড়ে শুরু হয়েছে চুড়ান্ত রাজনৈতিক ব্যস্ততা। ফ্ল্যাগফেস্টুনের ছড়াছড়ি ও কথার লড়াই তো বটেই, দেওয়াল লিখনেও একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত যুজুধান দুই শিবির। অভিযোগ, এমন পরিস্হিতিতে সোমবার বিকেলে দিনহাটা বিধানসভার দিনহাটা ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের সারদাপল্লী এলাকায় নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখনের কাজ করছিলেন বিজেপি নেতাকর্মীরা। সেসময়ই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে ও দেওয়াল লিখন মুছে দেয় বলে অভিযোগ। আক্রান্ত নেত্রী পিঙ্কির কথায়, আমাদের দেওয়াল লিখন কর্মসুচি চলছিল। সেসময়ই আচমকা বাইকে এসে আক্রমণ করে কয়েকজন। গালিগালাজ ও মারধর করার পাশাপাশি জোড় করে দেওয়াল লিখনও মুছে দিয়েছে। এছাড়াও ভবিষ্যতে দেওয়াল লিখনের চেষ্টা করলে বিবস্ত্র করার হুমকিও দিয়েছে।

ডাকাতির ছক বানচাল করে চার জনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ

2024-03-18

উত্তরের হাওয়া, ১৮ মার্চ: বড়সড় সাফল্য দিনহাটা থানার পুলিশের । অভিযান চালিয়ে ডাকাতির ছক বানছাল করল পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার ব্যক্তিকে গোসানিমারীর ফরেস্ট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঐ চারজনকে গ্রেফতার করে। আদালত সূত্রে খবর, ধৃতরা হলেন ধলুয়াবাড়ীর বাসিন্দা জাকির মিয়াঁ, পুন্ডিবাড়ির পূর্ব ধর্মবরেরকুঠি এলাকার মনসুর আলী, নাটাবাড়ি এলাকার আবুল হোসেন ও তুফানগঞ্জ চামটা এলাকার খালেক মিয়াঁ। পুলিশের দাবি, এঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি দুটি দরজা ভাঙার লোহার রড উদ্ধার হয়েছে । ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল। এ মামলার সরকারি আইনজীবী শুভব্রত বর্মন জানান , এদিন ধৃতদের মহকুমা আদালতে হাজির করা হয়। বিচারক ধৃত চারজনের মধ্যে দুজনকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সামনেই লোকসভা নির্বাচন তার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভা তৃণমূল শ্রমিক সংগঠনের

2024-03-16

উত্তরের হাওয়া, ১৬ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো তৃণমূল শ্রমিক সংগঠনের। শনিবার দিনহাটা ২ নং ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বদের নিয়ে আবুতারায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মিলন সেন সহ ব্লকের শ্রমিক সংগঠনের অঞ্চল নেতৃত্বরা। এদিনের এই প্রস্তুতি সভা নিয়ে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মিলন সেন বলেন, আগামী ১৯ এপ্রিল কোচবিহারে প্রথম দফায় ভোট রয়েছে।, আমরা কিভাবে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কে জয়লাভ করাতে পারি সে সমস্ত বিভিন্ন বিষয় আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।

ভোটের মুখে রাস্তার কাজের সূচনা

2024-03-16

উত্তরের হাওয়া, ১৬ মার্চ: ভোটের দিনক্ষণ ঘোষনার ঠিক আগে দিনহাটা বিধানসভার অন্তর্গত দুটি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার। এদিন দুপুরে দিনহাটা ২ ব্লকের কদমতলা থেকে দিনহাটা ১ ব্লকের নিগমনগর পর্যন্ত ৪ কিমি দীর্ঘ এবং দিনহাটা ২ ব্লকের বামনহাট ১ গ্রামপঞ্চায়েতের স্বাহ্যকেন্দ্র থেকে বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের মেদারঘাট পর্যন্ত ৪ কিমি দীর্ঘ রাস্তা দুটির কাজ শুরু হয়েছে। দুটি রাস্তার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

প্রাক্তন ছাত্র শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ

2024-03-09

উত্তরের হাওয়া, ৯ মার্চ: নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের পরিচালনায় বিদ্যালয়ের ২০০০ সালের মাধ্যমিক ব্যাচের পড়ুয়া প্রাক্তনী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন বিদ্যালয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে প্রাক্তনীরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শিক্ষকদের দল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনির্বা জানান, এভাবেই ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ঐক্য বজায় থাকে। এছাড়াও আগামী ২০২৫ সালে বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষে একটি রিইউনিয়ান ক্রিকেট টুর্নামেন্ট চালুর ইচ্ছা রয়েছে। সকল প্রাক্তনীদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে কিছু গাছের চারা বিদ্যালয়ের হাতে তুলে দেয়।

রাস্তার কাজের সুচনা

2024-03-04

উত্তরের হাওয়া, দিনহাটা, ৪ মার্চ: পথশ্রী তিন প্রকল্পের অধীনে সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের বাশ‌েরকুঠি এলাকায় পাকা রাস্তার কাজের সুচনা করলেন স্হানীয় জেলা পরিষদের সদস্যা মুক্তি রায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় ৬৬ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে ১.৬ দীর্ঘ রাস্তাটি পাকা করা হবে বলে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির পুর্তকর্মাধ্যক্ষ বিভাস অধিকারী জানান।

SFI এর উদ্যোগে আন্ত বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

2024-03-03

উত্তরের হাওয়া, ৩রা মার্চ: দিনহাটা বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হল SFI এর প্রয়াত বাম আন্দোলনের নেতা বেণুবাদল চক্রবর্তীর স্মৃতি তৃতীয় বর্ষ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। লক্ষ্য করা যায়,গত বছরের তুলনায় এই বছর বিশেষভাবে চোখ কারে জনসাধারণের ভিড়, বিশেষভাবে ছাত্র ছাত্রীদের দর্ষকভাবে দেখা যায় এই দিন। গত বছর ছটি স্কুল অংশগ্রহণ করেছিল কিন্তু এই বছর ৮টি স্কুল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এই দিনের টুর্নামেন্ট এ ফাইনাল ম্যাচ খেলে গোপালনগর হাই স্কুল বনাম নিগমনগর হাই স্কুল। ফাইনাল ম্যাচ খেলে জয়ী হয় নিগমনগর হাই স্কুল। এই দিনের টুর্নামেন্ট উদ্বোধন করেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক মন্ডলী সদস্য আবু বক্কর সিদ্দিকী। সংগঠনের পতাকা উত্তোলন করেন sfi দিনহাটা লোকাল কমিটির সভাপতি সুব্রত রায় এবং দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সম্পাদক আবির দেব। এই দিন উপস্থিত ছিলেন, এসএফআই কোচবিহার জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র এবং বেনুবাদন চক্রবর্তী সুযোগ্য পুত্র শুভময় চক্রবর্তী ও সুযোগ্য কন্যা তথা DYFi নেত্রী অর্পিতা ভট্টাচার্য ও সুস্মিতা চক্রবর্তী এবং এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলী সদস্য সমৃদ্ধ আচার্য, স্নেয়া দে, ধনঞ্জয় বর্মন, শুভজিৎ দাস, জিৎ কুমার পাল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য, আকাশ সাহা, SFI দিনহাটা কলেজ ইউনিটের সম্পাদক বিক্রম ঘোষ। উপস্থিত ছিলেন SFI দিনহাটা লোকাল কমিটির সহ-সভাপতি তন্ময় কর্মকার। প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা শুভ্রালোক দাস, টুটুল সরকার, সৌরভ সরকার, সোহম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।

শতায়ু ভোটারদের খোঁজ নিলেন বিডিও

2024-02-29

উত্তরের হাওয়া, ২৯ ফেব্রুয়ারি : দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ২০২৪। গণতন্ত্রের উৎসবে শমিল হবেন দেশের সকল নাগরিক। আজ বৃহস্পতিবার দিনহাটা ২ ব্লকের বিভিন্ন প্রান্তের শতায়ু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন স্হানীয় বিডিও নিতীশ তামাং। এদিন সংশ্লিষ্ট ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি, বামনহাট ২ গ্রামের কালমাটি সহ বিভিন্ন এলাকায় যান তিনি। সেই সব এলাকার ১০০ বছরের বেশী বয়সী ভোটারদের নথি যাচাইয়ের পাশাপাশি শতায়ু ভোটারদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বিডিও। এছাড়াও তাদের বিভিন্ন অসুবিধাগুলি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। বিডিও জানালেন, ব্লক জুড়ে মোট ৩৭ জন শতায়ু ভোটারের খোঁজ পেয়েছি আমরা। এদিন তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। এনাদের মধ্যে ৭ জন মারা গিয়েছেন।

জাতীয় বিজ্ঞান দিবস পালন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায়

2024-02-28

উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: কুসংস্কার রোধ করতে এবং বিজ্ঞান চেতনা বাড়াতে জাতীয় বিজ্ঞান দিবস পালন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায়। আজ দিনহাটার সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন- এর তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন দিনহাটা রেলস্টেশন এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সিদ্ধেশ্বর সাহা, তিস্তা চন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমনের প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও বিজ্ঞান বিষয়ক আলোচনা হয়। আজকের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তিবর্গ বলেন, নোবেল জয়ী প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তিনি ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেন। তার এই আবিষ্কার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। যা আমাদের দেশের পক্ষে সত্যিই গৌরবের। তাইতো ভারত সরকার এই দিনটিকে বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৮৭ সাল থেকে দিনটি দেশ জুড়ে বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছোটদের মধ্যে বিজ্ঞান বিষয়ক পুস্তিকা বিলি করা হয়।

বুড়িরহাটে কালা দিবস পালন তৃণমূলের

2024-02-25

উত্তরের হাওয়া, ২৫ফেব্রুয়ারি: ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়েছিল দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাম জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। দুই হেভিওয়েটের লড়াইয়ের রেশ পৌছেছিল রাজ্য রাজনীতিতেও। রবিবার সেই ঘটনার বর্ষপুর্তিতে পুরো ঘটনার দায় বিজেপিকে চাপিয়ে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করলেন ঘাসফুলের স্হানীয় অঞ্চল কমিটি। এদিন সকাল ১১টা নাগাদ বুড়িরহাট বাজার প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসুচিতে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য, সহসভাপতি আব্দুর সাত্তার সহ স্হানীয় নেতৃত্ব উপস্হিত ছিলেন। কর্মসুচিতে বক্তব্য দিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের দায় চাপিয়ে বিষেদগার করেন মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকেও নানা ভাবে নিশানা করেন তিনি।

Special purpose planned malpractices have led to the deaths of stray dogs

2024-02-24

উত্তরের হাওয়া, ২৪ ফেব্রুয়ারী: পথ কুকুরের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের বাসন্তীরহাট বাজারে। শনিবার সকালে মন্দিরের মাঠ এলাকায় চারটি পথ কুকুরকে মৃত অবস্হায় পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীরা। অন্যান্য কুকুরগুলিও অসুস্হ ছিল। ব্যবসায়ী মিহির সরকার জানালেন, কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। কুকুরগুলির চোখ নীল ও মলদ্বারে রক্ত ছিল। স্হানীয় পশু চিকিৎসকের পরামর্শে ভিনিগার খাইয়ে অসুস্হ কুকুরগুলি সুস্হ হয়েছে। সমিতির সভাপতি নয়ন দাস জানান, এরা বাজারে পাহারায় থাকতো। কোন বিশেষ উদ্দেশ্য পরিকল্পিতভাবে দুস্কৃতিরাই একাজে যুক্ত রয়েছে বলে অনুমান। কুকুরগুলির সৎকার করা হয়নি। আমরা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।

আহত বাইক চালক

2024-02-23

উত্তরের হাওয়া, ২২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রামপঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় পথদুর্ঘনায় আহত হলেন এক বাইক চালক। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার সাহেবগঞ্জ রোডে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে ওই যুবক। স্হানীয়রাই উদ্ধার করে তাকে দিনহাটা হাসপাতালে পাঠান। যুবকের পরিচয় জানা যায়নি। সে বর্তমানে চিকিৎসাধীন।

তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

2024-02-22

উত্তরের হাওয়া, ২২ফেব্রুয়ারী: তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির পাশাপাশি তাজা বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে বলেন, এক নম্বর পুল এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শিবু দেবনাথের বাড়িতে বোমাবাজি করার পাশাপাশি একটি তাজা বোমা রেখে যায় বিজেপির দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গোটা ঘটনাটি তদন্ত করে এবং সেই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে মন্ত্রী উদয়ন গুহ বলেন, যতই নির্বাচন এগিয়ে আসছে ততই এ ধরনের নোংরামি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তার আরো একটি প্রমাণ তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাজি এবং তাজা রেখে যাওয়া। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নেই।

উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী উত্তরবঙ্গ চারুকলা উৎসব আয়োজিত

2024-02-21

উত্তরের হাওয়া, ২১ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসকে সামনে রেখে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী উত্তরবঙ্গ চারুকলা উৎসব আয়োজিত হলো দিনহাটা শহরে। বুধবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির দু-দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরি, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,বিশু ধর, আয়োজকদের পক্ষে রথীন্দ্রনাথ সাহা থেকে শুরু করে আরো অনেকেই। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের অংকন প্রতিযোগিতা থেকে শুরু করে চিত্র প্রদর্শনী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনহাটা বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সহায়তা পরিদর্শনে মন্ত্রী উদয়ন গুহ

2024-02-21

উত্তরের হাওয়া, ২১ফেব্রুয়ারি: দিনহাটা বিধানসভা এলাকায় বুড়িরহাট ২ নং নাজিরহাট এক বামন হাট এক ও দুই সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন মন্ত্রী উদয়ন গুহ। গত দুদিন আগে থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ১০০ দিনের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে। তার আগে নথিপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে বিভিন্ন গ্রামে। আজ দিনহাটা বিধানসভার বিভিন্ন গ্রামে ঘুরে সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে সুবিধা অসুবিধের কথা শুনলেন।

বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অভিযোগ তুলে উদয়নের সভা

2024-02-20

উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: সোমবার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামের বটতলায় সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সন্ধায় স্হানীয় সমবায়ের মাঠে আয়োজিত এই সভায় মন্ত্রী ছাড়াও তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। সভায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ও জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে বিষেদগার করেন মন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান।

দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে আগুন

2024-02-19

উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে থাকা ময়লা আবর্জনায় আগুন লাগার ঘটনা চাঞ্চল্য। সোমবার সন্ধ্যা নাগাদ আচমকাই হাসপাতালের বহির্বিভাগের সামনে থাকা ময়লা আবর্জনায় আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা যায়। তবে কিভাবে সেখানে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি হাসপাতালের ভেতরে থাকা ময়লা আবর্জনায় এভাবে আগুন লাগার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

বুড়িরহাটে অকাল হোলিতে মেতে উঠলো তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা

2024-02-18

উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে নাজিরহাট ও বুড়িরহাটে মিছিল করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার নাজিরহাটে এবং বুড়িরহাটে মিছিল আয়োজিত হয়। মূলত কিছুদিন আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান ৫০০ থেকে ১০০০ টাকা এবং ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানানো কর্মসূচি নিয়েছেন তৃণমূলের মহিলা সংগঠন। বুড়িরহাটে যেমন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আয়োজিত হয় তেমনি নাজিরহাটে মিছিলের পাশাপাশি অকাল হলিতে মেতে ওঠেন মহিলা কর্মী-সমর্থকরা থেকে শুরু করে স্থানীয়রা সকলেই। সেদিন দেখা যায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা থেকে শুরু করে স্থানীয় এলাকার মহিলারা। সব মিলিয়ে রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে যেমন ধন্যবাদ জানিয়ে মিছিল করছেন মহিলারা তেমনি দিনহাটার সংশ্লিষ্ট ওই দুই এলাকা এদিন মিছিল আয়োজিত হল।

দিনহাটায় পাটের গোডাউনে আগুন

2024-02-18

উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: ওকরাবাড়িতে এক ব্যাক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ জানা গিয়েছে যে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি গ্রামে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্র, কিছুক্ষনের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বিষয়ে আশরাফুল ইসলাম বলেন পাটের গুদাম ঘরে থাকা পাটে আগুন লেগে যায় এবং গুদাম ঘরটিও আংশিক পুড়ে যায়। পাশপাশি তিনি বলেন পুড়ে যাওয়া পাট ও অসবাবপত্র মিলে পাঁচ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে

দিনহাটা পাঁচমাথা মোড় থেকে সাহেবগঞ্জ পর্যন্ত রাস্তা সম্প্রসারনের কাজের সূচনা

2024-02-18

উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: দিনহাটা পাঁচমাথা মোড় থেকে সাহেবগঞ্জ পর্যন্ত রাস্তা সম্প্রসারনের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা থেকে সাহেবগঞ্জ যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তার প্রশস্তিকরন এবং দৃঢ়করনের কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে দীর্ঘ ১৪ কিলোমিটার ওই রাস্তা সম্প্রসারণ এর কাজ করা হবে। পূর্ত দপ্তরের অধীনে রয়েছে সেই রাস্তা দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি উঠছিল বিভিন্ন জায়গা থেকে অবশেষে সেই দাবি মান্যতা পেল এবং শুরু হচ্ছে রাস্তা সংস্কারের কাজ। কিছুদিন আগেই কোচবিহার সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। আর এদিন থেকেই শুরু হয়ে গেল রাস্তা সংস্কারের কাজ। যারা গেছে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ওই রাস্তা সম্প্রসারণে কাজ করবে পূর্ত দপ্তর নির্দিষ্ট বরাতকৃত সংস্থার কে দিয়ে। এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, যারা বলছে উন্নয়ন হচ্ছে না তাদের চোখের সমস্যা রয়েছে অবিলম্বে চশমা ব্যবহার করা প্রয়োজন যদি তারপরেও ঠিক না হয় তাহলে হারপিক দিয়ে চোখ পরিষ্কার করার নিদান দেন তিনি। পাশাপাশি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে নানা রকম উন্নয়ন প্রকল্প চালিয়ে যাচ্ছেন তারপরেও তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে নানাভাবে। এদিনের অনুষ্ঠানের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরি , ভাইশ চেয়ারম্যান সাহা চৌধুরী, বিশু ধর, পূর্ত দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা।

নিহত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের পাশে কোচবিহার জেলা বিজেপি

2024-02-16

উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারি: নিহত বিজেপি কর্মী, প্রশান্ত রায় বসুনিয়ার বাবা অসুস্থ, পরিবারের পাশে দাঁড়ালো কোচবিহার জেলা বিজেপি। শুক্রবার কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে নিহত প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের হাতে তুলে দেওয়া হলো বিশেষ আর্থিক সাহায্য। এদিন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় সহ অন্যান্যরা উপস্থিত থাকে নিহত ওই বিজেপি কর্মীর বাবার চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান, প্রশান্ত রায় বসুনিয়া দলের সক্রিয় কর্মী ছিল। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি। এই ঘটনার পর থেকেই তার পরিবারের পাশে দল রয়েছে এবং আগামী দিনেও থাকবে বলে তিনি জানান। অন্যদিকে প্রশান্ত রায় বসুনিয়ার মা জানান, সর্বদাই পার্টির নেতৃত্বরা তাদের পাশে রয়েছে। উল্লেখ্য ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে ২রা জুন নিজের বাড়িতে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পুটিমারি শিমুলতলা এলাকার বাসিন্দা তথা সক্রিয় বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া। ওই ঘটনায় পরিবারের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। এদিন সেই মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো জেলা বিজেপি নেতৃত্ব।

সন্দেশখালি কান্ড নিয়ে দিনহাটা থানায় বিক্ষোভ সিপিএম এর

2024-02-12

উত্তরের হাওয়া, ১২ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নিরীহ গ্রামবাসীদের ওপর তৃনমূলের সন্ত্রাসকারী শেখ শাজাহান ও শিবুকে কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সাথে সাথে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবিতে আজ গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা থানাতেও বিক্ষোভ অবস্থান করলো সিপিআই (এম)।আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে একটি মিছিল বের হয়ে দিনহাটা থানার সামনে পৌঁছায় তারপর সেখানে বিক্ষোভ দেখান সিপিআই (এম) নেতা কর্মীরা।অবস্থান বিক্ষোভ বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন অবিলম্বে সন্দেশখালি তে শান্তি ফিরিয়ে আনতে হবে ও মা বোন সহ সকলের নিরাপত্তা দিতে হবে।তাদের বক্তব্য এলাকায় যারা দীর্ঘদিন থেকে সন্ত্রাস করে আসছে যাদের বিরুদ্ধে এলাকার মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ সেইসব তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেফতার না করে সেই এলাকার আন্দোলনকারীদের ও ওই এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে।অবিলম্বে সেই সব দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপদ সর্দারকে মুক্তি দিতে হবে।আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সিপিআই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,তারাপদ বর্মন,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,সুজাতা চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।

লোকসভা নির্বাচনের আগে দিনহাটা পৌর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত তৃণমূল

2024-02-09

উত্তরের হাওয়া, ৯ ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন তার আগে দিনহাটা পৌর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। শুক্রবার দিনহাটা শহরের দুই নং ওয়ার্ডে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ কর্মসূচি আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, দিনহাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার সাহা, তৃণমূল যুব নেতা পার্থ সাহা থেকে শুরু করে আরো অন্যান্যরা। এদিন সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষজনের কোন রকম অসুবিধা হচ্ছে কিনা কিংবা সঠিকভাবে তারা পরিষেবা পাচ্ছেন কিনা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কিংবা পৌরসভার সেই খোঁজখবর নেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে দিনহাটা পৌর এলাকার ১৬ টি ওয়ার্ডে ই তৃণমূলের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি চলবে।

নয়ারহাট তুতিয়ার কুঠিতে খড়ের পুঁজিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

2024-01-26

উত্তরের হাওয়া, ২৬ জানুয়ারী: নয়ারহাট তুতিয়ার কুঠিতে খড়ের পুঁজিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ওই এলাকার রফিকুল হকের বাড়ির খড়ের পুঁজিতে আগুন লাগে। প্রথমে প্রতিবেশী এক মহিলা আগুন লাগার ঘটনা দেখতে পাওয়ার পর বাড়ির মালিক সব পাড়া প্রতিবেশীদের সকলকে ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে বাড়ির মালিকসহ পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। যদিও আগুন নেভাতে সক্ষম না হয় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যেই দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আজ সকালে ওই এলাকায় আরো একটি খড়ের পুঁজিতে আগুন লাগার ঘটনা ঘটে।

বিজেপির পক্ষ থেকে নব ভোটার সম্মেলন দিনহাটায়

2024-01-25

উত্তরের হাওয়া, ২৫ জানুয়ারী: ২৫ জানুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভোটার দিবস। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যাঁরা চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে বৃহস্পতিবার ‘নমো নব মতদাতা সম্মেলন’-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য শোনানোর আয়োজন করছে বিজেপি। ঘোষিত কর্মসূচি অনুসারে নব ভোটার সম্মেলনে বিজেপির যুব মোর্চার উদ্যোগে দিনহাটায় সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দিনহাটা বিধানসভার অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর পুল এলাকায় আয়োজিত এই শিবিরে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায়, যুব মোর্চার কোচবিহার জেলা সম্পাদক পরীক্ষিত অধিকারী, কোষাধ্যক্ষ টিঙ্কু দেবনাথ সহ স্হানীয় নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। পরীক্ষিত জানান, এদিন নব প্রজন্মের ভোটারদের জন্য বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে নতুন ভোটারদের সেই বক্তব্য দেখানো হয়।

তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে গোসানিমারী বাজারে পথ অবরোধ

2024-01-24

উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে গোসানি মারী বাজারে পথ অবরোধ তৃণমূল কংগ্রেসের। বুধবার সকাল থেকেই গোসানি মারী বাজার এলাকায় পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থক ও নেতৃত্বরা। এদিন সেখানে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া , জেলা পরিষদের সদস্য নুর আলম হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যদিও পরবর্তী সময়ে দিনহাটা থানার পুলিশের হস্তক্ষেপে উঠে যায় সেই অপরাধ। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর নাগাদ দিনহাটার গোঁসানিমারিতে বাবলু নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গোঁসানিমারি বাজার এলাকায় বন্ধুর বাড়িতে তিনি গিয়েছিলেন। মৃতের পরিবারের দাবি, মনোজকুমার দে সরকার নামে ওই বন্ধু সকালে ফোন করে ডেকে নিয়ে যায় বাবলুকে। গোঁসানিমারি-১ পঞ্চায়েতের উত্তর জামবাড়ি বুথে তৃণমূল সদস্য বাবলু বৈশ্য তাঁর বন্ধু মনোজকুমার দে সরকারের বাড়ি যান। তারপর মনোজের বাড়ির লোকেরাই বাবলুকে গোঁসানিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক বাবলুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই মনোজরা পলাতক। ঘটনায় মনোজ সহ ৯ জনের বিরুদ্ধে দিনহাটা থানায় মামলা রুজু করেছে মৃতের স্ত্রী দীপালি বৈশ্য। তৃণমূলের দাবি, মনোজ পরিকল্পনা করে বাবলুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপরে হত্যা করা হয়। মনোজের বাড়িতে বাবলুর রক্তের দাগও পড়ে রয়েছে। এদিকে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, লোকসভা নির্বাচনের আগের তৃণমূলের কর্মীকে কে খুন করে আবার জেলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল সবসময় মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চায়। এদিকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় দুজনকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ বলে জানা যায়।

প্রানী স্বাহ্য শিবির ও প্রদর্শনী সাহেবগঞ্জ এলাকায়

2024-01-24

উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: প্রানী স্বাহ্য শিবির ও প্রদর্শনী সাহেবগঞ্জ এলাকায়। বুধবার প্রানী সম্পদের স্বাহ্য শিবির ও প্রদর্শনী আয়োজিত হল দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জে। দিনহাটা ২ প্রানী সম্পদ উন্নয়ন দপ্তর ও দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির ব্যবস্হাপনায় এদিন সকাল থেকে স্হানীয় সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে আয়োজিত এই শিবিরে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, মৎস ও প্রানী সম্পদ বিষয়ক কর্মাধ্যক্ষ সুধীরচন্দ্র বর্মন দিনহাটা ২ বিএলডিও ডঃ শেখ শামসুদ্দিন সহ ব্লকের বিভিন্ন প্রান্তের প্রানী মিত্র ও প্রানী সম্পদ পালকরা উপস্হিত ছিলেন। এলাকার প্রাণিসম্পদ পালকদের উৎসাহিত করতেই এই কর্মসূচি বলে জানা যায়। উৎসাহী প্রাণী সম্পদ পালকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায়।

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দিনহাটা কলেজ হল্ট স্টেশন সংলগ্ন এলাকায়

2024-01-24

উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । বুধবার সকালে দিনহাটা কলেজ হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম তরুণচন্দ্র তালুকদার। তার বাড়ি দিনহাটা শহরের গোধূলিবাজার এলাকায়। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশের আধিকারিকরা এবং দিনহাটা থানার পুলিশ। এদিকে মৃত ওই ব্যক্তির ভাস্তা সঞ্জীব তালুকদার জানান, ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি তিনি আশ্রম থেকে বেরিয়ে লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন। তিনি আরো জানান, প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে বের হয় এদিনও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। এদিকে ইতিমধ্যে এই রেল পুলিশ সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন নাকি ট্রেনের ধাক্কাতেই তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং দিনহাটা থানার পুলিশ।

বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

2024-01-24

উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারী: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বুধবার বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের কলোনির মাঠে প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিশুদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন। উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর বর্মন, ক্রীড়া প্রেমী দীপক কুমার ভট্টাচার্য সহ বামন হাট ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা, এলাকার বিদ্যালয় সমূহের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, শুধুমাত্র পড়াশুনা নয়, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা এবং শরীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ২০০ মিটার, আলু দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ এদিন মোট ৩৪টি ইভেন্টে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শুকারুর কুঠিতে বিজেপির মহিলা মোর্চার সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

2024-01-20

উত্তরের হাওয়া, ২০জানুয়ারী: দিনহাটা ২ ব্লকের শুকারুর কুঠিতে বিজেপির মহিলা মোর্চার সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। শনিবার বিকেল নাগাদ দিনহাটা ২ ব্লকের মেঘনারায়ণের কুঠি এলাকায় ৭/ ২০৬ নং বুথে বিজেপির মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক সভা ছিল। যখন সভা শুরুর আগে ভারত মাতা ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছিলেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বরা ঠিক সেই সময়েই তৃণমূলের দুষ্কৃতীরা এসে ধমক দেয় বলে অভিযোগ। তখনই মহিলা মোর্চার কর্মী সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান পরে সভা মঞ্চসহ চেয়ার টেবিল ভাংচুর করা হয় বলে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে তাদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল নেতা বিশু ধর বলেন, এধরনের ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় নিজেদের মধ্যেই গোলমালের জেরে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

দিনহাটা কলেজের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা বানিয়াদহ নদীর সমীক্ষায়

2024-01-18

উত্তরের হাওয়া, ১৮ জানুয়ারি: দিনহাটা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয় নদী বানিয়াদহ এর উৎস স্থান থেকে শুরু করে নদীর বিভিন্ন বাঁকে বাসন্তীর হাট দেওয়ানহাট নয়ার হাট নিগমনগর গীতালদহ অঞ্চলে নদীর হাল হাকিকত সম্পর্কে বিভিন্ন সমীক্ষা করা হলো এবং শেষে ভারত ও বাংলাদেশ এর পূর্বের সংযোগ স্থাপনকারী মোগলহাট ব্রিজ বিশেষ অনুমতি নিয়ে ঘুরে দেখল এবং সেই সাথে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলের মানুষজন এবং পরিবেশ নদীর বর্তমান অবস্থা। সাথে ছাত্রছাত্রীরা নদীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফলের গাছের বীজ লাগিয়েছে এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে ভবিষ্যতে এই নদীকে আরো স্বাস্থ্যসম্মত করে তোলা এবং পার্শ্ববর্তী অঞ্চল গুলোকে বনায়ন করা। আজকের এই স্থানীয় ভূগোল পরিবেশ ইতিহাস নদী সম্পর্কে জ্ঞান স্থানীয় মানুষজন ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষ জনের সাথে আন্ত আলোচনার মধ্য দিয়ে নতুন এক পদক্ষেপ দিনহাটা কলেজ থেকে নেওয়া হয়েছে যা অদূর ভবিষ্যতে বৃহত্তর ছাত্রসমাজ আরো পরিবেশ সচেতন হয়ে উঠবে এবং নিজের অঞ্চলকে জানতেও বুঝতে শিখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের ভূগোল বিভাগের প্রধান ডঃ বাপ্পা সরকার , তন্ময় সাহা ও বিষ্ণু বর্মন। দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তীকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয় এই আশা রাখেন।

নৈশকালীন আউটডোর নকআউট ডবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট বামনহাটে

2024-01-12

উত্তরের হাওয়া, ১২ জানুয়ারি: দীর্ঘ ১০বছর পর পুনরায় এক বিশাল নৈশকালীন ১৬দলীয় আউটডোর নকআউট ডবলস্ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হল। গত ৯ এবং ১০ই জানুয়ারী ২০২৪এ বামনহাট ঢেপঢেপিরপাটে অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী দীপককুমার ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচ কেশবচন্দ্র রায়। সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেকটর রাহুল ওঁরাও সহ আরো অনেকেই। এই খেলা কে ঘিরে সেখানে উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। টুর্নামেন্টের মূল আকর্ষন ছিল বিভিন্ন বহিরাগত দল যেমন কুচবিহার,তুফানগঞ্জ,সিতাই,শীতলকুচি,দিনহাটা,মারুগঞ্জ ইত্যদি জায়গার রাজ্য এবং জেলাস্তরের খেলোয়ারদের দূরন্ত উচ্চমানের খেলা।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সিতাইয়ের শুভময়-প্রশান্ত জুটি এবং রানার্স আপ হয় কুচবিহারের অরিন্দম-দেবু জুটি।ম্যান অফ দা টুর্নামেন্ট হয় প্রশান্ত।

কীর্তন থেকে বাড়ী ফেরার সময় গুলিবিদ্ধ দিনহাটায়

2024-01-12

উত্তরের হাওয়া, ১২ জানুয়ারি: ফের দিনহাটায় চলল গুলি! ঘটনায় গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। বৃহস্পতিবার রাতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় ওই গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় ইয়াসিন খন্দকার নামে ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের ফকিরটারি এলাকার এক ব্যক্তি আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তির পেটে গুলি লাগে বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই ব্যক্তি জানান, এদিন রাতে কীর্তন থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তিনি বিকট শব্দ শুনতে পারেন। এরপরেই পথ চলতি স্থানীয়দের দাঁড় করিয়ে গোটা বিষয়টি জানালে তখনই স্থানীয়রা জানান তার পেটে গুলি লেগেছে। এরপরেই একটি টোটো দাঁড় করিয়ে তড়িঘড়ি ওই ব্যক্তি নিজেই দিনহাটা মহকুমা হাসপাতালে চলে আসেন টোটো করে। এরপরে হাসপাতাল থেকে খবর যায় দিনহাটা থানায়। পুলিশ দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি বলেন কোনরকম রাজনৈতিক দলের সাথে তিনি কোন যুক্ত নন তবে জমি নিয়ে একটি ঝামেলা চলছে পারিবারিক। এদিকে ওই ব্যক্তি শারীরিক অবস্থা আশংকাজনক থাকায় তাকে কোচবিহারের স্থানান্তরিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কারনে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো। যদিও দিনহাটা থানার পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখছে।

পরীক্ষায় টুকলি বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দিনহাটা কলেজ

2024-01-06

উত্তরের হাওয়া, ৬জানুয়ারি: পরীক্ষায় টুকলি বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দিনহাটা কলেজ। পরীক্ষায় যারা নকল করেছে তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে চলেছে দিনহাটা কলেজের অধ্যক্ষ ড:আব্দুল আউয়াল। আজ কলেজের অধ্যক্ষ পরীক্ষা চলাকালীন কলেজের পরীক্ষার হল গুলো স্বয়ং পরিদর্শন করেন, এবং মোবাইল সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা এবং একে অন্যের সাথে খাতা পরিবর্তন করার অপরাধে আজকে তিনি ৭ জন পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে সরাসরি বহিষ্কার করেন। এদের চারজন সংস্কৃত বিভাগের ২ জন দর্শন বিভাগের এবং একজন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। এছাড়াও গত ৪জানুয়ারি বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন ও তিনি পরীক্ষার হল সরজমিনে পরিদর্শন করেন এবং একই অপরাধে দুজন ছাত্রকে তিনি হল থেকে সরাসরি বহিষ্কার করেন। আরো জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার যে সকল অসাধু জেরক্স ব্যবসায়ী এই টুকলি গুলো তৈরি করে ছাত্রদের সরবরাহ করেছে তাদের বিরুদ্ধেও অধ্যক্ষ দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অভিযোগের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের সরবরাহের জন্য তৈরি করা টুকলি সহ একজন অসাধু জেরক্স ব্যবসায়ীকে পুলিশ আটক করে। দিনহাটা কলেজের পরীক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল বদ্ধপরিকর। এই সম্পর্কে দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি শ্রী জয় মুখার্জি মন্তব্য করেন দিনহাটা কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ কলেজের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং অধ্যক্ষ টুকলি কারীদের এবং তা সরবরাহকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিল সর্বদা তার পাশে থাকবে।

চোখের আলো প্রকল্পের অধীনে দিনহাটায় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির

2024-01-06

উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে দিনহাটায় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শনিবার দিনহাটা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে একটি ক্লাবে দিনহাটা পৌরসভার ব্যবস্থাপনায় রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের নির্দিষ্ট একটি তারিখ সেখানে দেওয়া হয় বলে সূত্রে জানা যায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর পার্থ সরকার সহ আরো অন্যান্যরা। ইতিমধ্যে দিনহাটা পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের চোখের আলো প্রকল্প তার অধীনে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের চোখের প্রকল্পের অধীনে সেই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়।

বাবার প্রয়াণ বার্ষিকীতে ভবঘুরেদের মুখে খাবার তুলে দিলেন কলেজপাড়ার বাসিন্দা অয়ন

2024-01-06

উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: বাবার প্রয়াণ বার্ষিকীতে ভবঘুরেদের মুখে খাবার তুলে দিলেন ছেলে। দিনহাটার কলেজপাড়া এলাকার বাসিন্দা অয়ন দত্ত তার বাবার দশম মৃত্যুবার্ষিকীতে ভবঘুরেদের মুখে খাবার তুলে দিলেন। আজ থেকে ১০ বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন আশিস কুমার দত্ত। তার স্মরণে ছেলে অয়ন দত্ত রাতে দিনহাটা শহরের বিভিন্ন প্রান্তে থাকা ভবঘুরেদের মুখে রাতের আহার তুলে দিলেন । অয়ন দত্তের এহেন কর্মকান্ডে খুশি সকলেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও অত্যন্ত খুশি তার এ ধরনের উদ্যোগে।

তৃণমূলের যোগ দেওয়ার এক দিনের মধ্যেই ফের বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের এক নিকট আত্মীয়

2024-01-04

উত্তরের হাওয়া, ৪জানুয়ারি: তৃণমূলের যোগ দেওয়ার ৪৮ ঘন্টা না হতেই বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের এক নিকট আত্মীয়। বৃহস্পতিবার বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জগদীশ বর্মন ও তার স্ত্রী। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় অভিযোগ করে বলেন, জোরপূর্বক তাদের তৃণমূলের যোগদান করানো হয়েছে। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ২ নিকট আত্মীয় যোগ দেয় তৃণমূলে এমনটাই দাবি করে তৃণমূল কংগ্রেস। সেই যোগদানের ৪৮ ঘণ্টা না হতেই। এক নিকট আত্মীয় বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে। এ নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় ও মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন শুনুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

2024-01-02

উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

বিজেপির পাল্টা ভেটাগুড়িতে ঝাঁটা হাতে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

2024-01-02

উত্তরের হাওয়া, ২জানুয়ারি: বিজেপির পাল্টা ভেটাগুড়িতে ঝাঁটা হাতে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার বিকেল নাগাদ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মার নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল সংঘটিত হয়। ভেটাগুড়ি ফুটবল ময়দান থেকে ওই মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই ময়দানে এসেই সমাপ্ত হয়। উল্লেখ্য কিছুদিন আগেই ভেটাগুড়িতে তৃণমূলের বন্ধ হয়ে থাকা দলীয় কার্যালয় খুলে দেয় জেলা নেতৃত্বরা উপস্থিত হয়ে। তৃণমূলের ওই কর্মসূচির শেষ হতেই কিছুক্ষণের মধ্যে পাল্টা বিজেপির পক্ষ থেকে ঝাঁটা হাতে মিছিল করে মহিলারা। আর সেই ঝাঁটা হাতে মহিলা মিছিলের পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ঝাঁটা হাতে মহিলা মিছিল সংঘটিত হল ভেটাগুড়িতে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বদের ওই মিছিলের শেষ ভাগে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশগ্রহণ করেন ঝাঁটা হাতে এদিন।

বড়শাকদল অঞ্চলের ২৫ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ তৃণমূলে

2023-12-31

উত্তরের হাওয়া, ৩১ ডিসেম্বরঃ বড়শাকদল অঞ্চলের ২৫ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ তৃণমূলে, দাবি তৃণমূল নেতৃত্বর। রবিবার সকালে দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানেই প্রায় ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল সূত্রে খবর আগামী দিনেও বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূলে যোগদান করবে।

মিড ডে মিলের পাতে ফ্রায়েড রাইস মাংস চাটনি খেয়ে বেজায় খুশি বামনহাট হাই স্কুলের পড়ুয়ারা

2023-12-06

উত্তরের হাওয়া, ৬ ডিসেম্বর: মিড ডে মিলের পাতে ফ্রায়েড রাইস, মাংস, চাটনি। খেয়ে বেজায় খুশি অর্ঘ্য দে, তাতান চক্রবর্তীরা। সপ্তম শ্রেণির শাহানুর, অষ্টম শ্রেণির রিয়া, পায়েল, রুমকি শবনমদের কথায়, ‘‘আজ স্কুলে মিড ডে মিলটা খুব ভাল হয়েছিল।’’ ছবিটা দিনহাটার সীমান্ত গ্রাম বামনহাট হাইস্কুলের। বুধবার এই স্কুলে মিড ডে মিলে ছিলফ্রায়েড রাইস ও মুরগির মাংস। শেষপাতে চাটনি। বামনহাটের এই স্কুলে মিড ডে মিল দেখার জন্য উপ- সমিতি রয়েছে। উপ- সমিতি ঠিক করেছে, বছরে অন্তত কয়েকদিন স্কুলের মিড ডে মিলে মাংস খাওয়ানো হবে। ওই উপ-সমিতির আহ্বায়ক তথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অশোক রায় বলছিলেন, ‘‘এ দিন মেনুতে মাংস ছিল। ছেলেমেয়েরা তৃপ্তি করে খেয়েছে।’’ সাধারণত, স্কুলগুলিতে মিড ডে মিলের মেনু একঘেয়ে হয়। ডিম- ভাতের বেশি কিছু পড়ুয়াদের খাওয়াতে পারে না বেশিরভাগ স্কুল। এই স্কুল- কর্তৃপক্ষের দাবি, স্কুলে খাদ্য তালিকায় বৈচিত্র্য রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের হাজিরা বেড়েছে। এদিন স্কুলের মিড ডে মিলের পাতে মাংস ছিলো শুনে অভিভাবকদের অনেকেই জানান, ‘‘স্কুলের এই উদ্যোগ শুধু অভিনব নয়, প্রশংসনীয়ও বটে।’’

নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে ছাত্রীদের উৎসাহিত করলেন দিনহাটার মহকুমা শাসক

2023-12-06

উত্তরের হাওয়া, ৬ ডিসেম্বর:নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে ছাত্রীদের উৎসাহিত করলেন দিনহাটার মহকুমা শাসক ড: রেহেনা বসির। বুধবার দুপুরে তিনি দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে কলেজে উপস্থিত ছাত্রীদের ভোটার কার্ডের নাম তোলার ক্ষেত্রে উৎসাহিত করেন। মূলত যাদের বয়স ১৮ বছর হয়ে গিয়েছে তাদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টি তিনি নিজেও তদারকি করেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে দেখা যায় মহকুমা শাসক কে। এদিকে মহকুমা শাসকের এধরনের উদ্যোগে খুশি কলেজ কর্তৃপক্ষ। মহকুমা শাসক রেহেনা বসির দিন কলেজে গেলে সেখানে তার সাথে ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল সহ কলেজের অন্যান্য আধিকারিকরা। ভোটার কার্ডে নামতলার ক্ষেত্রে দিনহাটা কলেজেও বিশেষ ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছিল এদিন এবং সেই ক্যাম্পেই ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও উৎসাহিত করতে দেখা যায় তাকে। মহকুমা শাসকের কাছে পেয়ে অনেকেই সেলফির আবদার করেন এবং সেই আবদারও মেটানো মহকুমা শাসক। বর্তমান সময়ে দাঁড়িয়ে চলছে ভোটার কার্ডে নাম তোলার কাজ আর সেই সময় যাতে কেউ ভোটার কার্ডের নাম তোলা থেকে বঞ্চিত না থাকেন সেই জন্য কিন্তু এবার কলেজেও এ ধরনের শিবির করা হয়েছে এদিন। আর সেই শিবির পরিদর্শনে গেছিলেন মহকুমা শাসক।

তৃণমূল ব্লক সভাপতির হাত বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী

2023-12-01

উত্তরের হাওয়া, ১ ডিসেম্বর: ২০২৪ এর আগে ফের ঘর গোছাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল ব্লক সভাপতির হাত ধরে বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২১জন নেতা-সহ শতাধিক কর্মী । সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন দিনহাটা ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য। সামনে ২০২৪ লোকসভায় নির্বাচনের আগে শাসকদলে যোগদান শতাধিক গেরুয়া শিবিরের কর্মীদের ৷ ফলে বামনহাট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তথা দিনহাটা ২নং ব্লকে গেরুয়া শিবির ধাক্কা খাবে বলে আশা শাসক দলের।

দিনহাটা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

2023-11-25

উত্তরের হাওয়া, ২৫ নভেম্বর: দিনহাটা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পৌর এলাকার নয় নং ওয়ার্ডের যৌনপল্লী এলাকায় এক বাড়িতে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলের ইঞ্জিন সেখানে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একদিকে যেমন দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নেমে পড়েন তেমনি স্থানীয় এলাকার বাসিন্দারাও সহযোগিতা করেন কর্মীদের। সংশ্লিষ্ট ওই পুড়ে যাওয়া বাড়ির ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের গ্রাসে তিনটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, কাউন্সিলর পার্থ নাথ সরকার সহ অন্যান্যরা। সেখানে পৌঁছে গিয়ে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন,এলাকার বিপুল সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি জানান।

ফিলিস্তিনের সমর্থনে কোচবিহারে ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: ফিলিস্তিনের নিপিড়িত মানুষের পক্ষে ও দখলদার অবৈধ রাষ্ট্র ইজরায়েল যেভাবে অনবরত ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কোচবিহারে এক ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের বন্ধুকামী মানুষ হিসেবে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শান্তিকামী মানুষদের উপস্থিতি জন প্লাবন তৈরি করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, নিপ্রমের গঠনতন্ত্রের রচিয়তা কাউসার আলম ব্যাপারী, রাজনীতি বিদ সম্রাট হক, ও আব্বাস আলী। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন বলেন _" আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই ও ইজরায়েলের দখলদারিত্ব বন্ধ হোক। ও আমেরিকা ও ব্রিটিশদের মদত পুষ্ট ইজরায়েল নিপাত যাক। ও আমাদের দেশের সরকার অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়াক।

এবারও মিস্টার দিনহাটা হলেন লিটন

2023-11-17

উত্তরের হাওয়া, ১৮ নভেম্বর: এবারও মিস্টার দিনহাটা হলেন লিটন বর্মন। বৃহস্পতিবার রাতে দিনহাটা মা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় আয়োজিত হয়। সেখানেই মিস্টার দিনহাটার খেতাব জিতে নেয় লিটন। সারা দিন হাড় ভাঙ্গা তাঁত মিলে খেটে, ব্যায়াম করে নিজেকে তৈরি করে। শীত গ্রীষ্ম বর্ষা দিনের তিন ঘণ্টা ব্যায়াম বিদ্যালয়ে শরীরচর্চা আর ভাঙ্গা ঘরে শুয়ে স্বপ্ন দেখে একদিন মিঃ ইন্ডিয়া হবে। দিনহাটার সাহেবগঞ্জ রোডের পাশে ছোট আটিয়াবাড়ী গ্রামে বাড়িতে বাবা মা তিন ভাই নিয়ে ছোট সংসার। বাবা কমলেশ্বর বর্মন বয়সের ভারে কোন কাজ করতে পারে না। তাই সংসার সামলাতে লিটনকে তাঁত মিলে কাজ করতে হয় ১৮ বছর বয়সেই। তাই পড়াশোনা বেশি দুর করতে পারে নি। কিন্তু ভালো বডিবিল্ডার হতে লিটনের প্রয়োজন প্রোটিনজাত খাবার । এত খরচ! কি করে হবে। কোন স্পন্সর নেই বা অর্থবানেরা কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেন না। এরপরও এত কষ্টের মধ্যে লিটন স্বপ্ন দেখে একদিন সে বড় বডিবিল্ডার হবে। দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের পঞ্চম দিন বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনহাটার মহামায়া পাটে। ব্যায়াম বিদ্যালয়ের ৬২ তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের ৫ম দিন বডিবিল্ডিং এর ফলাফল প্রথম গ্রুপে রনি দাস ১ম, বিপ্লব রায় ২য় ও মোহিনুল হক ৩য় হন। দ্বিতীয় গ্রুপে ১ম ২য় ৩য় হন যথাক্রমে মন্নু হরিজন, অজয় দাস ও অমর বিশ্বাস। তৃতীয় গ্রুপে ১ম লিটন বর্মন, ২য় সুজিত বর্মন ও ৩য় রাহুল মিঞা। এরপর চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস লড়াইয়ে সবাইকে হারিয়ে লিটন বর্মন এবারও চ্যাম্পিয়ন হয়ে মিঃ দিনহাটা খেতাব অর্জন করেন। এছাড়া পাওয়ারলিফটিংএ স্ট্রংমেন অফ দিনহাটা হন সুজন বর্মন ওয়েটলিফটিং এ স্ট্রংগেষ্টমেন অফ কোচবিহার সৌমেন বর্মন হন যোগাসনে সেরার সেরা হয়ে যোগসম্রাট হন শিবরূপ তালুকদার ও যোগসম্রাঞ্জী হন অদ্রিজা রায়। সবাইকে পুরস্কার গুলি তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ,কোচবিহার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরপতি গৌরীশংকর মাহেশ্বরী হাসপাতাল সুপার ডাঃ রনজিৎ মন্ডল বিনয় চৌধুরী সহ অন্যান্যরা বলে জানালেন বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা।

অভিনব ভাবে ভাইফোঁটা দিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা

2023-11-14

উত্তরের হাওয়া, ১৪নভেম্বর: পরিবেশ রক্ষার ক্ষেত্রে অভিনব ভাইফোঁটার আয়োজন করে আস্থা ফাউন্ডেশনের বোনেরা। যেমন ভাইকে ফোটা দিয়ে তার রক্ষার কামনা করে, সেই রকমই বোনেরা গাছকে ভাই বানিয়ে সেই পরিবেশ রক্ষার বার্তা দিলেন তারা। আজ থেকে গাছ ই হল তার ভাই, এই বার্তা নিয়ে সমাজের সকলকে জানান দিলেন আপনারা গাছ লাগান, পরিবেশ সুস্থ রাখুন, অক্সিজেনের পরিমাণ বাড়ান, কারণ একটি গাছ অনেক প্রাণ। ভাই ফোঁটা উপলক্ষে বোনেরা উপবাস থেকে গাছ রূপে ভাইকে ফোটা দিলেন দুটি জায়গায়, স্টেশন চৌপথি তুফানগঞ্জ রোডে রাজ আমলের প্রাচীন তল্লি গাছে এবং কোচবিহারের শাল বাগানে। যেভাবে গাছ ধ্বংস হচ্ছে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাথে বার্তা কেউ গাছকে কাটবেন না, গাছেরও বাঁচার অধিকার রয়েছে। গাছে ফোটা দিলেন প্রিয়াঙ্কা রায়, পিংকি রায়, প্রিয়া সরকার, অর্পিতা শর্মা এবং শংকর রায় সহ অনেকেই। সমস্ত কর্মকাণ্ড ব্যবস্থা আস্থা ফাউন্ডেশন।

দুয়ারে সরকারের জন্য অপেক্ষা নয়, সারা বছর নাম তোলা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে

2023-11-11

এখন থেকে আর দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় সারা বছর নাম তোলা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধু দুয়ারে সরকারের শিবিরেই নয়, এখন থেকে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। ২৫ বছর বয়স হলেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, চলতি নভেম্বরের শুরুতেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রামীণ এলাকার বাসিন্দারা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সারা বছর আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং পূরণ করে সেখানেই জমা দিতে পারবেন। শহর এলাকায় এসডিও অফিসে গিয়ে এই কাজ করতে হবে। আর কলকাতার নাগরিক পুরসভার অফিসে গিয়ে এই কাজ করতে পারবেন। বর্তমানে দুয়ারে সরকার শিবিরে জমা পড়া সব আবেদনপত্র যাচাইয়ের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হয়। এবার থেকে ঠিক হয়েছে, যেমন যেমন আবেদনপত্র জমা পড়বে, সেই মতোই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আবেদনকারীর আবেদনপত্রে কোনও ত্রুটি না থাকলে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য। বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরে যত আবেদন জমা পড়েছে, তা যাচাইয়ের পর জানা যাচ্ছে, নতুন করে এই সুবিধা পেতে চলেছেন ৯ লক্ষ ৫ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে তফসিলি জাতির অন্তর্ভুক্ত ১ লক্ষ ২ হাজার ২৬৫জন। তফসিলি উপজাতির মহিলা আছেন ২৬ হাজার ৪১ জন। অর্থাত্‍, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ২ কোটি ৭ লক্ষ ৪২ হাজার ৩০১। এই খাতে প্রতি মাসে রাজ্যের ১১৩৯ কোটি টাকা খরচ হয়। নতুন উপভোক্তারা যুক্ত হলে এই খরচ আরও প্রায় ৫০০ কোটি বেড়ে যাবে। তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান। বাকিরা পান মাসে ৫০০ টাকা।

দিনহাটায় শুরু হচ্ছে পরিবেশবান্ধব বাজিবাজার

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: দিনহাটায় শুরু হচ্ছে পরিবেশবান্ধব বাজিবাজার। আগামীকাল সকালে হবে উদ্বোধন জানাল পৌরসভা। দিনহাটা শহরের হরিতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান নিয়ে তৈরি হবে বাজিবাজার। সেখানেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বুধবার বিকেল লাগাত সেই দুটি দোকান পরিদর্শনে পৌরসভার আধিকারিকরা চেয়ারম্যান এবং প্রশাসনের কর্তারা । সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখলেন তারা। জানা গেছে আগামীকাল সকালে উদ্বোধন হবে সেই বাজি বাজারের। এই বাজি বাজার শুরু হলে পরিবেশ দূষণ ঠেকাতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা অনেকটাই সফল হবে বলে মনে করছেন সাধারণ মানুষজন।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

2023-11-08

উত্তরের হাওয়া, ৮ নভেম্বর: জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র মারফত খবর, আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, গতকাল ৭ই নভেম্বরই জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা। সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, " পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথীবির কোনো শক্তিই জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উত্‍সর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লিতে থাকব।" সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি থামাতে পারো থামাও। " এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবেনা বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এল তলব।

৯৪জন শিক্ষকের চাকরি বাতিল। দিনহাটার ১৬ জন

2023-11-05

উত্তরের হাওয়া, ৫ নভেম্বর: ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল। রেশন বণ্টন ও একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শোরগোল রাজ্য রাজনীতি, ঠিক তখনই টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি করছিলেন অযোগ্য ৯৪ জন শিক্ষক। শেষমেষ যাদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশের পরপরই পর্ষদ অবশেষে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। আর এ নিয়েই ফের বঙ্গ পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ৷ এরই মাঝে স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বাতিল শিক্ষকদের একটি তালিকা। সেই তালিকা অনুসারে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে কোচবিহারে রয়েছেন ২৮ জন, মুর্শিদাবাদে ২৬ জন, উত্তর চব্বিশ পরগনাতে ৫ জন, পুরুলিয়াতে ৬ জন, বীরভূমে ১১ জন, এছাড়া বাকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতারও কয়েকজন রয়েছেন এই তালিকায় । দিনহাটা মহকুমায় ১৬ জন। শোনা যাচ্ছে বামনহাট সার্কেলের ৪-৫ জন শিক্ষক রয়েছেন। যদিও এই তালিকা বাতিল হওয়া শিক্ষকদের কিনা তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ব্রিজ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা গ্রাম

2023-11-04

উত্তরের হাওয়া, ৪ নভেম্বর: মাঝরাতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ২ ব্লকের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি এলাকায়। রীতিমতো ডাম্পার সহ ব্রিজ ভেঙে পড়ে। ওই ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানাযায় এদিন ভোর নাগাদ বালু বোঝাই একটি ডাম্পার ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল সেই সময়ই ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দের আওয়াজে স্থানীয় এলাকার বাসিন্দারা ফটো আসলে ছুটে এসে গোটা বিষয়টি দেখেন এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। স্থানীয়দের অভিযোগ , দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি পুরনো এই ব্রিজ। পুরনো ব্রিজ হওয়ায় সংস্কারের অভাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক দীপক সেন, পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক বীরেন বর্মন সহ অনেকেই সেখানে পৌঁছে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ইতিমধ্যেই এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কে গোটা বিষয়টি জানানো হয়েছে বলে তারা জানিয়েছেন। এদিন বিকেলে এই মন্ত্রী ওই ব্রিজ পরিদর্শনে যাবেন বলেও জানা গেছে।

নাত বউ তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাড়িয়েছিল তারই বদলা নিতে ঠাকুরমার ধান ছিনতাই ভেটাগুরীতে

2023-10-09

উত্তরের হাওয়া, ৯অক্টোবর, দিনহাটা : নাত বউ তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাড়িয়েছিল। তারই বদলা নিতে ঠাকুরমার ধান ছিনতাই হল ভেটাগুরীতে । বিজেপির পঞ্চায়েত সদস্যার ভাতিজা সহ স্বামীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে দিনহাটা থানায় রবিবার অভিযোগ দায়ের করেন কোকিলা বিবি। ঘটনায় ভেটাগুরি -২ গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। যদিও বিজেপির দাবি, ব্যাক্তিগত বিষয়ে রাজনীতি রং লাগানো হয়েছে। সেই কারণের বিজেপির পঞ্চায়েতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ কারিনি কোকিলা বিবি বলেন, সকালে চাল না থাকায় ভাতিজাকে দিয়ে মিলে ধান ভাঙ্গার জন্য পাঠাই। মিলে যাওয়ার আগে সেই ধান ছিনতাই করে নেওয়া হয়। সকাল থেকে না খেয়ে আছি। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারিনীর নাতি আতিয়ার হোসেন বলেন, আমার বউ পঞ্চায়েত সমিতি থেকে ভোটে দাড়িয়েছে। সেই কারণে বিজেপি পঞ্চায়েতের স্বামী ও তার ভাতিজার নেতৃত্বে ধান লুঠ হল। বিজেপি পরিচালিত ভেটাগুরী -২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দীপক চন্দ্র বর্মন বলেন, ধান ছিনতাই বিষয়টি ব্যাক্তিগত। ওই ছিনতাই কারির সাথে বিজেপি কোনো সম্পর্ক নেই। কিন্তু বিজেপিকে বদনাম করতে কাকুর নাম জড়িয়ে অভিযোগ করা হয়েছে। আমাদের পঞ্চায়েত সদস্যার নির্দোষ স্বামীকে পুলিস গ্রেপ্তার করেছে। দিনহাটা থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুরীর দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে গেছে। নির্বাচনের সময় থেকেই রাজ্যের শাসক দলের কর্মীদের অত্যাচারের অভিযোগ উঠেছে। যদিও প্রতি ক্ষেত্রে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এদিন সকালে কোকিলা বিবির ভাতিজা ধান ভাঙ্গার জন্য দের মন ধান নিয়ে যাচ্ছিলেন। সেই সময় সুরজিৎ সেন নামে একজন বাধা দেয়। দেড় মণ ধান ছিনতাই হয়। সুরজিৎ ও তার কাকা গৌতম সেনের নামে থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী গৌতম সেন কে পুলিস গ্রেপ্তার করেছে। ধান উদ্ধারের জন্য অভিযান চলছে।

2023-10-06

উত্তরের হাওয়া, ৬অক্টোবর, দিনহাটা : সিকিমের তিস্তা নদীর বন্যায় ভেসে যাওয়া দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্তে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিং এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি দুই দেশের পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গারর্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। তিস্তা নদী তে ভেসে বাংলাদেশের লালমনির হাট এলাকায় মৃতদেহ দুটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনি হাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বি এস এফ কে খবর দেওয়া হয়। ৯০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনাদিনহাটা থানার আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বি এস এফের শীর্ষ কর্তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে । বাংলাদেশের লালমনিহাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নাম্বার বিজেবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম হাজির ছিলেন। পরে দেহ হস্তান্তর করা হয়। কোচ বিহার জেলা পুলিস সুপার বলেন, দুটি মৃতদেহ বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে।

প্যান - আধার নাম্বার দিয়ে একাউন্ট সুরক্ষিত করতে গিয়েই টাকা খোয়ালেন দিনহাটার ব্যবসায়ী

2023-10-05

উত্তরের হাওয়া, ৫অক্টোবর: প্যান - আধার নাম্বার শেয়ার করেই ৫ লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন দিনহাটার এক ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দিনহাটা শহরের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশার ব্যবসায়ী সজল দাসের একাউন্ট থেকেই বুধবার সকাল থেকেই দফায় দফায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা বের করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সজল দাস। মঙ্গলবার বিকেল নাগাদ সজল দাসের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। এরপরেই সেই ফোনের ওপারে থাকা একজন নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তার কাছ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর জানতে চান। সজল বাবু কিছু না ভেবেই সেই ব্যক্তিকে তার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দিয়ে দেন। পরে বিষয়টি তার সন্দেহ হতেই সংশ্লিষ্ট ওই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান এবং ব্যাংকের ম্যানেজার তাকে বলেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ব্যাংক ম্যানেজারের কথায় আশ্বস্ত হলেও বুধবার তিনি নিজের একাউন্ট চেক করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হয়েছে। মোট ৭ দফায় পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা তোলা হয়েছে । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি দিনহাটা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা গেছে দিনহাটা থানা সূত্রে। এদিকে সজল দাস নামে ওই ব্যবসায়ী জানান, ফোন করে তার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং সেই মতো তিনি সেই তথ্যগুলি দিয়ে দেন ফোনের ওপারে থাকা এক ব্যক্তিকে। করে বেগতিক দেখে একাউন্ট সুরক্ষিত করা হলেও তারপরেও তার টাকা খোয়া গিয়েছে বলে তিনি জানান।

করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

2023-09-23

উত্তরের হাওয়া, ২৩ সেপ্টেম্বর: নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে। করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত কাল করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাচ্ছেন প্রত্যেক সরকারি দফতরের কর্মীরা। এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি এই ছুটির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ধর্মকর্ম এবং সব কিছুর মিলনস্থল হল বাংলা।

তৃনমুল প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

2023-09-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড জিৎপুর এলাকায়। এদিন ভোর ৪ টা নাগাদ সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের প্রধান পিঙ্কি বর্মন মণ্ডলের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন প্রধানের পরিবারের সদস্যরা। ঘটনার খবর চাউর হতেই স্হানীয় বাসিন্দা ও তৃনমুল কর্মীরা ভীড় জমান। খবর পৌছায় স্হানীয় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট পুলিশ ফাঁড়িতে । পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করেন। প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা গৌতম বর্মন জানান, এদিন ভোরে আমার বয়স্ক বাবা মা বাইরে বেরিয়েছিলেন। সেসময়ই বাড়ির ঠিক সামনেই দুটি বোমা পড়ে থাকতে দেখেন তারা। এরপর তাদের হাকডাকেই আমাদের ঘুম ভাঙে। কে বা কারা এই কাজ করেছে আন্দাজ করতে পারছি না। বোমা ফেটে বড়সড় কোন বিপদ ঘটতে পারতো। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্হলে পৌঁছেছে পুলিশ। বোমা দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত

2023-09-14

উত্তরের হাওয়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের হাত ধরে বামনহাট ১গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত অর্জুন মালীর বিজেপিতে যোগদান। বুধবার সন্ধ্যায় দিনহাটা ২নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গ্রামের রানীর হাট মেলার মাঠে বিজেপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিজেপির বর্ষিয়ান নেতা রাহুল সিনহা, দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, দিনহাটা ৭নং বিধানসভার কনভেনর জীবেশ সরকার, দিনহাটা ৩ নং মন্ডল সভাপতি কমল বর্মন সহ সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা তাপস দাস, জয়দীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের জনসভার শেষে তৃণমূলের প্রাক্তন প্রধান অর্জুন মালী সহ কিশামত দশগ্রাম এলাকার ৫৪ টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।

মন্ত্রীর হাত ধরেই খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু দিনহাটা কিশোর সংঘ

2023-09-06

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটার কিশোর সংঘ দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে জন্মাষ্টমীর দিন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন এবং কিশোর সংঘের সমস্ত সদস্য সদস্যবৃন্দ। কিশোর সংঘ দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম বিবর্ণ।

দিনহাটা ভিলেজে এক নং গ্রাম পঞ্চায়েতে শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস যোগ দিলেন কুড়িটি পরিবার

2023-09-06

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে ভিলেজ ১ অঞ্চলের ২০ টি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বুধবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহার বাড়িতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, দিনহাটা ওয়ান বি মহিলা তৃণমূলের সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক সাবীর সাহা চৌধুরী, ভিলেজ এক অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব সাহা, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা খাসনবীস সহ আরো অন্যান্যরা। জানা যায় এদিন সেখানে কুড়িটি পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি করছেন নেতৃত্বরা।

৪০০ টাকা কমবে রান্নার গ্যাসের দাম।

2023-08-29

উত্তরের হাওয়া, ২৮আগস্ট: সবার জন্য সস্তা রান্নার গ্যাস, ৪০০ টাকা ভর্তুকি। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ঘরোয়া সিলিন্ডারের দাম সবার জন্য ২০০ টাকা কমানো হয়েছে। সব ভোক্তারা এর সুবিধা পাবেন বলে রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা সবমিলিয়ে ৪০০ টাকা ভর্তুকি পাবেন। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, উজ্জ্বলা যোজনায় অন্তর্ভূক্ত গ্রাহকদের ইতিমধ্যেই

রাজ্য সড়কের বেহাল দশা। পথ অবরোধে স্থানীয়রা।

2023-08-28

উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা সাহেবগঞ্জ রোডের নিগমনগর বামনটাড়িতে। এ যেন রাস্তা নয়, ছোট ছোট পুকুর, গর্তে খানাখন্দে পরিপূর্ণ, দুর্বিসহ হয়ে উঠেছে পথচলা। আর মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিদিন সব ধরনের গাড়ি চলাচল করে, কিন্তু ভাঙা রাস্তার মেরামত হয় না। প্রশাসন যেন কানে তুলো গুঁজে বসে আছে, বারংবার অভিযোগ জানিও কোন সুরাহা হয়নি বলে স্থানীয়দের বক্তব্য। এর আগে কয়েকবার দুর্ঘটনায় ঘটেছে এই খানাখন্দে পরিপূর্ণ রাস্তায়। অল্প বৃষ্টি হলেই সেখানে জল জমে আরও বিপদজনক হয়ে ওঠে, আর বেশী বৃষ্টি হলে তো কোনও কথাই নেই। রাস্তার ওপর দাড়িয়ে যাচ্ছে রীতিমত এক হাঁটুরও বেশী জল। অবশেষে পথ অবরোধ করে এবার বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয়রা। সোমবার সকাল থেকেই পথ অবরোধ শুরু করেন সেখানকার স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে রাস্তা আটকে পথ অবরোধ শুরু করেন তারা দীর্ঘক্ষণ ধরে যানজট তৈরি হয় এলাকায় অবশেষে দিনহাটা থানার পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ ক্ষন পর পথ অবরোধ উঠে যায়।

ফাকা বাড়িতে চুরি, খোয়া গেল নগদ টাকা ও গয়না।

2023-08-28

উত্তরের হাওয়া, ২৮ অগাস্ট: ফাঁকা বাড়ির ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে প্রায় কুড়ি হাজার নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি যাওয়ার ঘটনায় সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের মহাকালহাট বাজার সংলগ্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা অমল মোদকের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনের আলোয় চুরির বিষয়টিকে ঘিরে এলাকায় সাড়া পড়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও সংশ্লিষ্ট ব্লকেরই বুড়িরহাট, গোবড়াছড়া নয়ারহাট ও সাহেবগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে দিনের আলোতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছিল এলাকায়। গত ১৭ অগাস্ট দিনহাটা চৌধুরিহাট সড়ক সংলগ্ন বড়শাকদলের ত্রিমোহিনীতে ঘনবসতি এলাকায় চুরির ঘটনা ঘটেছে। দিন দশেকের মধ্যেই ফের চুরির ঘটনার পর ব্লকজুড়ে পুলিশী নজরদারি বাড়ানোর দাবী উঠছে স্হানীয় মহলে। এই ঘটনাগুলির মধ্যে যোগসূত্র রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখার দাবী জোড়ালো হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, পেশায় কৃষক অমল বাবু। সোমবার সকালে কাজে বেরিয়ে যান তিনি। এমন অবস্হায় দুপুরে ফাকা বাড়ির ঘরে তালা দিয়ে কিছুটা দুরের মহাকালহাট বাজারে গিয়েছিলেন অমল বাবুর স্ত্রী ও মেয়ে। ঘন্টা খানেক পর যখন বাড়িতে ফিরলেন তখন দেখেন বাড়ির শোবার দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় দৌড়ে ঘরের ভিতরে গিয়ে তারা দেখতে পান ঘরের আলমারি ভাঙা। বিছানা অগোছালো এবং মেঝেতে পড়ে রয়েছে কাগজপত্র। বাড়িতে চুরি হয়েছে বুঝতে পেরে হতভম্ব হয়ে চিৎকার শুরু করেন তিনি। এরপরই স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে স্হানীয় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অমল বাবু জানালেন, বাড়ির গেট ও ঘরের দরজায় তালা দিয়ে বাজারে গেছিল স্ত্রী ও মেয়ে। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গেট খুলেই দেখেন ঘরের দরজার তালা ভাঙা। আলমারির তালা ভেঙে প্রায় ২০ হাজার বেশী নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রুপার গয়না চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ সব খতিয়‌ে দেখুক। এবিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমে

2023-08-27

উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: আবহাওয়ার প্রতিকূলতাকে হার মানিয়ে রক্তদানের মধ্য দিয়ে মানব সেবায় নজির গড়লো কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা ১ নং ব্লকের দিনহাটা ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রম । ঠাকুর মহারাজের ১৪৪ তম জন্ম উৎসব উপলক্ষে নিগমানন্দ যুব সংঘের ব্যবস্থাপনায় ও দিনহাটা মহকুমা হাসপাতালের সহযোগিতায় এক মহতী রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো নিগমানন্দ সারস্বত আশ্রমে । উক্ত রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ জগদানন্দ সরস্বতী, ধীরেন্দ্রনাথ বর্মন, দীনেশ চন্দ্র রায় সহ আরো অনেকে । এই মহতী রক্ত দান শিবিরে স্বেছায় ১৮ জন রক্তদাতা রক্ত দান করে সম্পূর্ন অনুষ্ঠান টি সাফল্য মন্ডিত করে তোলেন ।

বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে নিজের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও চারা গাছ বিলি।

2023-08-21

উত্তরের হাওয়া, ২১ আগষ্ট: ২৯ তম জন্মদিনে উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল দিনহাটার সাহেবগঞ্জ নিবাসী মিল্টন সরকার। তিনি পেশায় একজন সাংবাদিক। সোমবার ছিল তার ২৯ তম জন্মদিন সেই উপলক্ষে আয়োজন করে সে। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এদিন সকালে সাড়ে ১১ টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা মহকুমা প্রেসক্লাবের সভাপতি যশোর ইউসুফ আহমেদ হক, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য সহ আরো অনেকেই। এদিন মোট ১৫ ইউনিট রক্ত সংগ্রহীত হয়। রক্তদানের পাশাপাশি সকলকে চারা গাছ বিলি করা হয়। জন্মদিন উপলক্ষে এই অভিনব চিন্তাভাবনাকে সাধুবাদ জানায় সকলেই। মিল্টন সরকার বলেন, সাধারণত আমরা জন্মদিন হইহুল্লোড় করে কাটাই কিন্তু বিশেষ দিনগুলোতে যদি আমরা সামাজিক কর্মসূচি গ্রহণ করি তাহলে সমাজের অগ্রগতি হয়। রক্তসংকট মেটাতে প্রত্যেকে যদি বিশেষ দিনগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সরবরাহ সচল থাকবে। আমি বিগত কয়েক বছর থেকে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির চারাগাছ রোপন দু:স্থদের অন্নদান করে আসছি। আমার পরিবার সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। দিনহাটা থানার আইসি সুরজ থাপা বলেন, জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন খুব ভাল উদ্যোগ। সমাজকে ভাল বার্তা দিচ্ছে মিল্টন। আগামী দিনে ওর সর্বাঙ্গিনী সাফল্য কামনা করি। রক্তদান শিবির পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন , রক্ত সংগ্রহ করে দিনহাটা ব্লাড সেন্টার।

গঠিত হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের কমিটি

2023-08-19

উত্তরের হাওয়া, ১৯ আগষ্ট: সুষ্ঠুভাবে সম্পন্ন হল দিনহাটা মহকুমা প্রেস ক্লাবের নির্বাচন প্রক্রিয়া। শুক্রবার দিনহাটা শহরের আপন ঘরে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন কোচবিহার প্রেসক্লাবের সভাপতি অনুপম সাহা এবং সম্পাদক গৌড় হরি দাস এর উপস্থিতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মোট ৭ আসনের মধ্যে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রার্থীরা। অপরদিকে সভাপতি এবং একটি এক্সিকিউটিভ কমিটির পদে নির্বাচন হয়। এদিন নির্বাচন শেষে প্রেস ক্লাবের জেলা সভাপতি অনুপম সাহা জানান, এদিনের কমিটিতে সভাপতি হয়েছেন ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক, সহ-সভাপতি দীপঙ্কর দত্ত, সম্পাদক হরিপদ রায় সহ-সম্পাদক প্রশান্ত সাহা কোষাধক্ষ্য প্রসেনজিৎ সাহা। এবং শুভদীপ চক্রবর্তী ও তনুময় দেবনাথ এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোট তিনজন লড়াই করেছিল। ডক্টর যশোর আহমেদ ইউসুফ হক অমৃতা চন্দ রাজীব বর্মন। সেখানে বারোটি ভোট পেয়েছেন যশোর আহমেদ ইউসুফ হক, দশটি ভোট পেয়েছেন রাজিব বর্মন, তিনটি ভোট পেয়েছেন অমৃতা চন্দ। অন্যদিকে এক্সিকিউটিভ কমিটির একটি পদে লড়াই করেছিলেন তিনজন যথাক্রমে রাহুল দেব বর্মন, তনুময় দেবনাথ, রবিউল আলী। সেই নির্বাচনে নয়টি করে ভোট পেয়েছেন এবং সাতটি ভোট পান রবিউল আলী। সেখানে টসের মাধ্যমে জয়লাভ করে তনুময় দেবনাথ।

ত্রিমোহিনী এলাকায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

2023-08-17

উত্তরের হওয়া, ১৭ আগষ্ট: ত্রিমোহিনী এলাকায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ওই এলাকার বাসিন্দা ব্রজেন্দ্রনাথ অধিকারীর বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা যায় এদিন দুপুরে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে বালিকা বন্দর এলাকায় বিশেষ কাজে যান সেই কাজ শেষেই ফের বাড়িতে ফিরে আসার পরেই তিনি দেখেন বাড়ির দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র অবস্থায় পড়ে রয়েছে। শুধু তার নিজের ঘরেই নয় পাশের আরো একটি ঘরেও একই পরিস্থিতি তড়িঘড়ি বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। ওই ব্যক্তির দাবি, কয়েক লক্ষ টাকার সোনা গহনা এবং লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে এই চুরির ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষ জন আতঙ্কিত। ইতিমধ্যে গোটা বিষয়টি সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারীকদের জানানো হয়েছে। দিনে দুপুরে বাড়ি ফাকা থাকার সুযোগ এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আবারও দুষ্কৃতী দৌরাত্ম্য সক্রিয় এমনটাই মনে করছেন স্থানীয়রা।

সিভিক ভলান্টিয়ারের বেতন বেড়ে ২২,৭০০ টাকা!

2023-08-16

উত্তরের হাওয়া, ১৬ আগষ্ট: কনস্টেবল হলে সিভিকদের বেতন বাড়বে অনেকটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সব সিভিক ভলান্টিয়াররা ভালো কাজ করবেন, তাঁদের রাজ্য পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের বেতন এক ধাক্কায় ১৪ হাজার টাকা বাড়বে বলে নবান্ন সূত্রে খবর। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ৯ হাজার টাকা বেতন পান ৩০ দিন কাজ করার জন্য। পুলিশের কনস্টেবল পদে উন্নীত হলে তাঁদের মূল বেতন বেড়ে ২২,৭০০ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের

2023-08-15

উত্তরের হাওয়া, ১৫ আগস্ট: ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। এই দিনে ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের সম্মান জানানোরও দিন। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেভাবেই আজ বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠণের অফিসে। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটা জোন কমিটির সভাপতি অভিজিৎ সাহা, উপস্থিত ছিলেন জোন সম্পাদক শ্রী রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দে ও আরো অনেকে।

মাতালহাট কান্ডে ৬০ জনকে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে ৫জনের ২দিনের পুলিশি হেফাজত ৫৫ জনের জেল হেফাজত

2023-08-12

মাতালহাটে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার ৬০ জন কে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে। শনিবার দুপুরে দিনহাটা থানার পুলিশ ওই ৬০ জনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। তাদের আদালতে পেশ করা হলে বিচারক ৫ জনের দুদিনের পুলিশি হেফাজত এবং বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। এদিন কড়া পুলিশির নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার হওয়ার ৬০ জনকে পেশ করা হয় আদালতে। উল্লেখ্য, মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির একাংশের অভিযোগ, বাদল বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে আটকে রাখা হয়েছে। এরই প্রতিবাদের সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় দিনহাটা থানার আইসি সুরজ থাপা এসডিপিও ত্রিদিব সরকার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা কোনভাবেই সেখান থেকে সরে না যাওয়ায় সেই উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ এমনকি ফাটানো হয় কাদানে গেছে সেল। এমত অবস্থায় পুলিশকে লক্ষ্য করেও ছোরা হয় ইট পাটকেল। পাশাপাশি পুলিশের একটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে ওই এলাকায় ধরপাকড় শুরু করে দিনহাটা থানার পুলিশ । একটি বাড়ি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, একদল জনতা ১৪৪ ধারা অতিক্রম করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরেই ৬০ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। যদিও সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি প্রধান হন মানবেন্দ্র রায় ও উপপ্রধান হন সঞ্চিতা বর্মন। এদিকে এদিন গ্রেপ্তার হওয়া ওই ৬০ জনকে পেশ করা হলো আদালতে। পরে বিচারক পাঁচজনের দুদিনের পুলিশি হেফাজত ও বাকি ৫৫ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

কোচবিহারের ২৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তলব CBI-এর

2023-08-10

উত্তরের হাওয়া: শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার পর এবার কোচবিহারের একাধিক শিক্ষক সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই ২৩জন শিক্ষককে তলব করেছে সিবিআই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত তাঁরা। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ২৩ জন শিক্ষককে। অভিযোগ, তাঁদের নথি ২০১৪ সালের টেটের। সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড নথি চেয়েছে সিবিআই। কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি। ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য। বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

দিনহাটায় পদ্মকর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর শাসকদলের দিকে

2023-08-10

উত্তরের হাওয়া, দিনহাটা, ৯ অগাস্ট: ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। মঙ্গলবার গভীর রাতে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খন্ড লাঙ্গুলিয়া এলাকার বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে হামলা চালানো ও বাড়ির জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাড়িতে হামলার পাশাপাশি বাড়ির বাইরে বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ। যদিও শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ঘটনার সাথে বিজেপির গোষ্ঠীকোন্দলের যোগ রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য্যের সাফ মন্তব্য, “অভিযোগ যে কেউ করতে পারে। সকলেরই অধিকার আছে। তবে তৃণমূল কংগ্রেস কোনভাবেই এই বিষয়ের সাথে জড়িত নয়। ওই বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে ছিলেন, সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। স্বভাবতই আদি বিজেপি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই হামলা হয়ে থাকতে পারে। তৃনমুলকে মিথ্যা বদনাম করা হচ্ছে। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে এদিন রাত থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই স্হানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসা, সন্ত্রাস, শাসক বিরোধী সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষের ঘটনায় বারংবার উত্তপ্ত হয়েছে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকা। ভোটকে কেন্দ্র করে মৃত্যুও হয়েছে শাসক বিরোধী দুপক্ষেরই। ঘটনাগুলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও। ভোটের পর পেরিয়ে গিয়েছে এক মাস। বর্তমানে শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনের ব্যস্ততা। কিন্তু দিনহাটার ছবিটা বদলায়নি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রথম খণ্ড লাঙ্গুলিয়া এলাকায় সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মী অনিমেষ বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বোমাবাজিও করা হয়। ওই বিজেপি কর্মীর মা জানালেন, ছেলে বাড়িতে ছিলনা। গতকাল রাত আনুমানিক ১ টা নাগাদ ঘরের বাইরে শব্দ শুনতে পাই। বেরোতেই দেখি একদল যুবক বাইরের গ্রিল ভেঙে ছেলের ঘরে ঢুকেছে ও ভাঙচুর চালাচ্ছে। এগিয়ে যেতেই বাড়ির সামনে বোমা ফেলা হয় ও বন্দুকের ভয় দেখিয়ে ওরা চলে যায়। বিজেপি কর্মী অনিমেষ বর্মনের অভিযোগ, নিশীথ প্রামানিকের বলিষ্ঠ নেতৃত্বে বিজেপির শক্তিশালী সংগঠন করি। সেজন্যই রাজ্যের মন্ত্রীর নির্দেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ও স্হানীয় মহলের কানাঘুষো। পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ছিলেন নিশীথ ঘনিষ্ঠ অনিমেষ। দিনহাটা বিধানসভায় দলের যুব মোর্চার গুরুত্বপুর্ন পদও সামলেছেন। তবে পঞ্চায়েত ভোট ঘোষনা হতেই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ দেন অনিমেষ। এরপর সম্প্রতি দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের টিকিটে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী তাপস দাস নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। একই দিনে পুরোনো দলে ফিরে আসেন অনিমেষও। স্বভাবতই একাধিকবার দল পাল্টানো অনিমেষের বাড়িতে আক্রমনের ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে, নাকি এই আক্রমন বিজেপির দলীয় ক্ষোভের ফল তা নিয়ে সন্দেহ রয়েছে স্হানীয় মহলেও। যদিও ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল সভাপতি। বিজেপির গোষ্ঠী কোন্দলই দায়ী বলে মত তার। ধোঁয়াশা বাড়িয়ে বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাসও সরাসরি কিছু বলতে চাননি। তার সাবধানী মন্তব্য, দলের তরফে এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবিষয়ে এখনই কোন মন্তব্য করবো না।

দিনহাটা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি

2023-08-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১আগস্ট: দিনহাটা কলেজের ঘটনা নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন। মঙ্গলবার দুপুরে দিনহাটা কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল কলেজের জ্বলন্ত সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন বলে জানা গিয়েছ‌ে। মূলত বহিরাগত ও দুষ্কৃতী মুক্ত ক্যাম্পাস গড়তে তারা এদিন কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ শে জুলাই দিনহাটা কলেজের ঢুকে বহিরাগতদের তাণ্ডব লক্ষ্য করা যায়। রীতিমতো অধ্যক্ষের ঘরে ঢুকে আঙ্গুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায় বহিরাগতদের। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল বিভিন্ন মাধ্যমে। এমনকি ভেঙ্গে ফেলা হয় কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা। এরপরেই ওই কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সকলেই। ঐদিন পরীক্ষা শেষ হওয়ার পরেই দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজেরই পরিচালন সমিতির সভাপতি উদয়ন গুহ ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি গিয়ে আন্দোলনরত অধ্যাপক অধ্যাপিকা তাদের সাথে কথা বলার পর তাদের আশ্বস্ত করলে সেই অবরোধ উঠে যায়। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্হিতিতে এবার ওই কলেজের ছাত্র ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদকরা পথে নামলেন। তারা অধ্যক্ষের সাথে দেখা করার পাশাপাশি মহকুমা শাসকের কাছেও দাবি পত্র পেশ করেন।

বিধায়ক ও মন্ত্রীর সামনে কান্নার রোল তৃণমূল কর্মীদের পরিবারের।

2023-07-29

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৯ জুলাই: ভোট পরবর্তী হিংসায় দিনহাটা থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমানে জেলে। এমন পরিস্হিতিতে ব্রহ্মানির চৌকি এলাকায় বিধায়ক ও মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে ভেটাগুরি ২ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মানিরচৌকি এলাকায় ভেটাগুড়ি ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকারের বাড়িতে যান সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও দিনহাটা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। তারা সেখানে পৌঁছতেই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবারের সদস্যরা মন্ত্রী ও বিধায়কের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দলের নেতাদের কাছে তাদের একটাই প্রশ্ন কবে বাড়ি ফিরবে তাদের ছেলে? মন্ত্রী ও বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সদস্যরা বলেন, এক বছরের বেশি সময় হয়ে গেল এখনো তারা জামিনে মুক্ত হলো না। কবে বাড়ি ফিরবে তারা? সেই আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। এদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় চলছে। দলীয় নির্দেশ মেনে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে যাতে তাদের জামিনে মুক্ত করানো যায় সে বিষয়ে দলের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে। একই বক্তব্য শোনা যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গলাতেও। বিধায়ক আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভেটাগুড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায়। এরপরেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো তদন্তে নেমে ভেটাগুড়ি থেকে ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কবে তারা বাড়ি ফিরবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে উদয়ন ও জগদীশ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: গতকাল আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বর্মনের পাশে দাঁড়াতে দিনহাটার ভেটাগুড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে বাড়ির ক্ষতিগ্রস্ত অংশগুলি ঘুরে দেখার পাশাপাশি দীর্ঘক্ষন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনা করেন তৃণমূলের ওই দুই বিধায়ক। বরাবরই খবরে শিরোনামে উঠে এসেছে ভেটাগুড়ি । পঞ্চায়েত নির্বাচনের পর নতুন করে আবারো অশান্তি সেখানে। এবার তৃণমূল কংগ্রেসের পরাজিত ওই প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভেঙে ফেলা হয়েছে বাড়ির দুটি সিসিটিভি ক্যামেরা। এমনকি টিনের দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এমন পরিস্থিতিতে ওই তৃণমূল কর্মীর পাশে দাঁড়াতে এবার একসাথে তার বাড়িতে পৌঁছে গেলেন উদয়ন গুহ ও জগদীশচন্দ্র বসুনিয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমরা বেশিদিন এভাবে চুপ করে থাকবো না। পাল্টা দেব, যেদিন পাল্টা দেবো সেদিন আর বাড়িতে মায়ের কাছে থাকতে পারবেনা। অন্যদিকে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, আমরা আর চুপ থাকব না। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই নতুন করে আবারও উত্তপ্ত হতে পারে ভেটাগুড়ি এমনটাই আশঙ্কা করছে বিভিন্ন মহল। তবে বর্তমানে ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।

সাইবার সিকিউরিটি সম্পর্কে পড়ুয়াদের সচেতনতা বাড়াতে উদ্যোগ

2023-07-29

উত্তরের হাওয়া, কোচবিহার, ২৯ জুলাই: ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি আওয়ারনেস প্রোগ্রাম। বর্তমানে ডিজিটাল মাধ্যমে একটি আতঙ্কের নাম হল সাইবার ক্রাইম। শুক্রবার কোচবিহারের মোয়ামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। বর্তমান সময়ে সাইবার ক্রাইম কী? কীভাবে হচ্ছে এবং তার থেকে কীভাবে বাঁচা যাবে এই নিয়ে একটি বিশেষ সচেতনতা মুলক অনুষ্ঠান হয়। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক দের পক্ষ থেকে কোচবিহারের স্বনামধন্য হ্যাকার ঋত্বিক রায় বলেন, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচব, যেমন ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং তার প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা হয়। হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে দূরে থাকবো এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা প্রচার করা হল। যাতে তারা এই নতুন যুগের নতুন বিপদ থেকে দূরে থাকতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ডিজিটাল যুগে এমন আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।

বহিরাগত ঠেকাতে কড়া পদক্ষেপ দিনহাটা কলেজে

2023-07-28

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৮ জুলাই : অবশেষে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ দেখা গেল দিনহাটা কলেজে। কলেজের প্রবেশ পথে দেখা হচ্ছে ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র। শুক্রবার দুপুরে দেখা গেল, দিনহাটা কলেজে প্রবেশের মুখে কলেজের নিরাপত্তারক্ষীরা খতিয়ে দেখছেন ছাত্র ছাত্রীর পরিচয় পত্র। তারপরেই তাদের কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একদিকে যেমন কলেজ গেটে রয়েছে কলেজের নিরাপত্তারক্ষীরা, তেমনি দিনহাটা থানার পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে বর্তমানে চলছে সেমিস্টারের পরীক্ষা। সেই মতো এদিন দিনহাটা কলেজে ৪র্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীন যেসমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে আসছেন তাদের কঠোর ভাবে পরিচয় পত্র খতিয়ে দেখার পরেই তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিনহাটা কলেজের অধ্যক্ষর ঘরে ঢুকে বহিরাগতদের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছিল। রীতিমতো আঙ্গুল উচিয়ে অধ্যক্ষ কে শাসানি দিতেও দেখা যায়। এমনকি অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাদের হুমকিও দেন বহিরাগতরা। মূলত পরীক্ষা চলাকালীন নকল করতে বাঁধা দেওয়ায় তাদের ওপর চড়াও হন বহিরাগতরা। অধ্যক্ষের ঘরে ঢুকে তাণ্ডবের পরেই কলেজের ভেতরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সকল অধ্যাপক অধ্যাপিকারা পথ অবরোধ সামিল হন। প্রায় ঘন্টাখানেক ঐ অবরোধ চলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কলেজের সামনে এসে আন্দোলনরত সকলের সাথে কথা বলেন। পরে মন্ত্রী আশ্বাসে উঠে যায় সেই অবরোধ । এই ঘটনার পরেই এদিন কড়া পুলিশি নিরাপত্তার গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের।

ভোট সন্ত্রাসে নিহত চিরঞ্জিতের পরিবার পেল সরকারী অনুদানের চেক

2023-07-28

উত্তরের হাওয়া, ২৮ জুলাই, দিনহাটা: ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত চিরঞ্জিতের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। তুলে দেওয়া হল আর্থিক অনুদানের চেক। শুক্রবার বিকেলে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে দিনহাটা ১ ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক মদনমোহন মূর্মু ও দিনহাটা থানার আইসি সুরজ থাপা নিহত চিরঞ্জিতের বাড়িতে পৌঁছে গিয়ে চিরঞ্জিতের মা, বাবা ও তার দাদার হাতে রাজ্য সরকারের সেই আর্থিক অনুদানের চেক তুলে দেন । এদিন প্রশাসনের ওই দুই কর্তা সেখানে পৌঁছে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তাও দেন। শুধু আর্থিক অনুদানের চেক তুলে দেওয়াই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পরিবারের এক সদস্যকে হোম গার্ডের চাকরিও দেওয়া হবে। সেই মতোই মৃত চিরঞ্জিতের দাদা সেই হোম গার্ডের চাকরি করবেন এমনটাই জানা গেছে। এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন আর্থিক অনুদানের চেক হাতে পেয়ে মৃত চিরঞ্জিতের বাবা বলেন, আমার ছেলেকে হত্যার ঘটনার দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। সিবিআই তদন্ত চাই এই ঘটনায়। উল্লেখ্য, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দুপুরে ভাগ্নি পার্ট ওয়ান এনপি বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয় চিরঞ্জিত কার্জির। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় ওঠে বঙ্গ রাজনীতিতে। মৃতের মা ওই ঘটনা সিবিআই তদন্তের দাবি জানান। এমন পরিস্হিতিতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো অনুদান পেলো ওই পরিবার।

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

2023-07-27

দিনহাটা শহর মন্ডল বিজেপি নেতা অজয় রায় কে পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহর মন্ডল বিজেপি সভাপতি অজয় রায় কে, দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ৯ অগাস্ট ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। এ বিষয় নিয়ে বিজেপি নেতা অজয় রায়ের পক্ষের আইনজীবী রাধাবল্লব বর্মন বলেন, এদিন থেকে আদালতে পেশ করা হয়েছিল। আমাদের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে আগামী ৯ ই অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন দিনহাটা থানার পুলিশ নতুন করে বেশ কিছু মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। তাই আগামীকাল ফের আদালতে পেশ করা হবে তাকে বলেও তিনি জানান। অন্যদিকে সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, বিচারক যামিনের আবেদন নাকচ করে ৯ই অগাষ্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে দিনহাটা ১ নং ব্লক ডিসিআরসি সেন্টার ঢুকে বিতর্কে জড়িয়ে ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দলের বেশ কিছু কর্মীকে মারধর করা হয়েছে। এরপরের দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ এবং কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অসম বাংলা সীমান্তের বক্সীর হাটের সংকোষ এলাকা থেকে গত একুশে জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। এরপরে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। পরে ২২ শে জুলাই তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই মতো এদিন ফের মেয়াদ শেষ হতেই আদালতে পেশ করা হলো তাকে। এদিকে এনিয়ে ফের তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস।

বিজেপি নেতা অজয়ের রায়ের বাড়িতে রাহুল সিনহা

2023-07-25

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৫ জুলাই : দিনহাটার বাবু পাড়া এলাকায় বিজেপির স্হানীয় শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে তিনি গ্রেপ্তার হওয়া দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে আসেন। তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বিজেপির নেতৃত্বদের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে এলে তার সাথে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় স্তরের নেতা। উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে অসম বাংলা সীমান্তের বক্সির হাটের জোড়াই এলাকা থেকে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় কে গ্রেফতার করে। এরপরই তাকে ২২ তারিখ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূলত, গত ১০ জুলাই ভোট গণনা পর্বের আগের দিন রাতে দিনহাটা ১ ব্লকের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির ওই শহর মন্ডল সভাপতি অজয় রায়। পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন তৃণমূলের নেতাকর্মীদের মারধোর করা হয়েছে এবং সেই ঘটনায় অভিযুক্ত অজয় রায়। এই ভিত্তিতেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এদিন সেই গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ দিনহাটায়

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই : দিনহাটার পেটলা গ্রামের আলোকঝারি এলাকায় ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতের ওই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে আহত বিজেপি কর্মীদের মধ্যে ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং ১ জন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম যথাক্রমে মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, পঠন পাঠনে ক্ষতিতে ক্ষুব্ধ পড়ুয়াদের রাস্তা অবরোধ দিনহাটায়।

2023-07-24

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৪ জুলাই: ফের কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধ। এবার রাস্তায় বসে আন্দোলনে পডুয়ারা। ভোট পর্ব মিটলেও। এখনও খোলেনি স্কুল। এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন স্কুলের পড়ুয়ারা। সোমবার সকাল থেকেই ভেটাগুড়িতে দিনহাটা- কোচবিহার রাজ্য সড়ক অবরোধ কর্মসূচিতে সামিল হন সংশ্লিষ্ট এলাকার লালবাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের অভিযোগ, ভোট পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে কর্তৃপক্ষ কোন কিছুই জানাচ্ছে না। এদিকে সামনেই রয়েছে পরীক্ষা, সেক্ষেত্রে তাদের চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে বলেন তাদের আশঙ্কা। তারা একসুরে বলেন, বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই স্কুল এখনো পর্যন্ত বন্ধ। সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থানায় কিংবা অন্যত্র রাখা যেতে পারে। অথচ সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই কবে শুরু হবে পঠন পাঠন তা নিয়েও চিন্তায় রয়েছি। তাদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের পঠন-পাঠন স্বাভাবিক করতে হবে। না হলে তারা পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে থাকায় পুরোপুরিভাবে স্কুল বন্ধ রয়েছে । ফলে ছাত্রছাত্রীদের স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হচ্ছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিভিন্ন জায়গায় স্কুল খুলে গিয়েছে অথচ তাদের স্কুলই বন্ধ রয়েছে। কবে খুলবে তাদের স্কুল সেই প্রশ্নই তারা তুলছেন বারংবার। যদিও প্রশাসনের তরফে প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

2023-07-23

উত্তরের হাওয়া, দিনহাটা, ২৩ জুলাই: অতিরিক্ত মাদক সেবনের জেরে মৃত্যু হল দিনহাটা ২ ব্লকের সাদিয়ালেরকুঠি এলাকার এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের চৌধুরীহাট গ্রামপঞ্চায়েতের সাদিয়ালেরকুঠি এলাকার আনুমানিক বছর সাতাশের যুবক নয়ন মোদক নামের এক যুবকের বাড়ির নিজের শোবার ঘরেই তার অচৈতন্য দেহ উদ্ধার হয়। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ পরিবারের সদস্যরা দেখতে পায় অচৈতন্য অবস্থায় ওই যুবক নিজের শোবার ঘরে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ওই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যরা জানান, ওই যুবক দীর্ঘদিন থেকে অতিরিক্ত মাদক সেবন করতো। তা থেকেই মৃত্যু হতে পারে। খবর পেয়ে এদিন রাত আনুমানিক ৯টা নাগাদ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশনের দিনহাটা জোন কমিটির ২৫ তম সাধারণ সভা

2023-07-22

উত্তরের হাওয়া, ২২ জুলাই: বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটার সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাবের হল ঘরে এই সাধারন সভার আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। এ বিষয়ে সংগঠনের দিনহাটা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দু’বছর অন্তর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবছর তাদের ২৫ তম বর্ষ। মূলত, ন্যায্য মূল্যের ঔষধের দাম, সারাবছর কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী, সহ জেলা নেতৃত্ব ও দিনহাটা জোন কমিটির সকল সদস্যবৃন্দ। এদিনের সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন অভিজিৎ সাহা, সম্পাদক নির্বাচিত হন রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ দে, কোষাধ্যক্ষ নির্বাচিত হন প্রদীপ কুমার সরকার। এছাড়াও মোট ২৭ জনের কার্যকরী কমিটির গঠিত হয় এদিনের এই সভায়। আগামী ২ বৎসর এই কমিটি স্থায়িত্বকাল থাকবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে।

সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকদের

2023-07-22

উত্তরের হাওয়া, ২২জুলাই: আলিপুরদুয়ারে সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোচবিহারে ধিক্কার মিছিল সাংবাদিকরা। কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। এদিন এই মিছিল কোচবিহার প্রেসক্লাব থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় শহীদ বাগে। আজকের প্রতিবাদ ও ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস, কার্যকর্তা শুভঙ্কর সাহা, মিছিলে পা মেলান কোচবিহার জেলা প্রেস ক্লাবের সদস্যরা। পলিটেকনিক কলেজের প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি খবর করে করায় আলিপুরদুয়ারে অবস্থিত সংবাদ পত্রের অফিসে এসে ভাঙচুর অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক নিগ্রহ করেন কলেজের ছাত্র-ছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে এই দিনের ধিক্কার মিছিল কোচবিহার প্রেস ক্লাবের।

ভোট সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের সাথে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের

2023-07-22

উত্তরের হাওয়া, দিনহাটা, ২২ জুলাই: ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন বিজেপি নেতারা। শনিবার দুপুরে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বামনহাট ২ গ্রামপঞ্চায়েতের কালমাটিতে যান ও ভোটের আবহে সন্ত্রাসে আক্রান্ত বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সাথে দেখা করেন এবং সর্বতোভাবে আক্রান্ত কর্মীদের সাহায্য করার আশ্বাস দেন তারা। অমিতাভ বাবু ছাড়াও ছাড়াও ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিজেপির দিনহাটা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জীবেশ বিশ্বাস প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিজনদের সাথে দীর্ঘ আলোচনার পাশাপাশি উপস্থিত প্রতিনিধিরা তৃণমূলী সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আগাগোড়াই অশান্ত হয়েছে দিনহাটা। শাসক বিরোধী সংঘর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর আক্রান্ত হওয়া, মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার একাধিক ঘটনায় বারংবার শিরোনামে এসেছে। ভোটের মাত্র এক দিন আগেই দিনহাটা ২ ব্লকের কালমাটিতে ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন ও মারের চোটে একজন গুরুতর আহত হন। তাদের সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তারা অসুস্থ রয়েছেন। এমন পরিস্থিতিতে এদিন দুপুরে সংশ্লিষ্ট এলাকায় আক্রান্ত কর্মী অর্জুন বর্মন, চন্দ্র বর্মন, মিলন বর্মন, হিরো বর্মন প্রমুখের সাথে দেখা করেন ও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। চিকিৎসা সারতে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অসম বাংলা সীমান্তে গ্রেপ্তার দিনহাটার বিজেপি নেতা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

2023-07-21

উত্তরের হাওয়া, দিনহাটা, ২১ জুলাই: আসাম বাংলা সীমান্ত থেকে আটক বিজেপির অন্যতম নেতা তথা কোচবিহার জেলার দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়। সূত্র মারফত খবর পেয়ে আসাম থেকে কোচবিহারে ঢোকার সময় তাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল দল। জানা গিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানায়নি কোচবিহার জেলা পুলিশ। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কোচবিহারে। প্রায় দেড় বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহের উপরে হামলা এবং হাত ভাঙ্গার ঘটনায় নাম উঠে এসেছিল এই বিজেপি নেতার। তারপর থেকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরছিলেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনার আগের দিন দিন স্ট্রংরুমে ঢুকে ভোট গণনাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। দিনহাটা সহ সিতাই বিধানসভা এলাকার একাধিক সন্ত্রাসমূলক ঘটনায় নাম জড়িয়েছে অজয় রায়ের। ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রকম ভাবে সন্ত্রাস করার অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। তবে তুই কি কারণে তাকে আটক করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করতে অস্বীকার করেছে কোচবিহার জেলা পুলিশ কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়ে কোন মন্তব্য করেননি বিজেপির কোন নেতৃত্বও। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, আইন আইনের পথে চলবে। পুলিশ যদি তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার করে থাকে তাহলে সেটা পুলিশ ভালো বলতে পারবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

2023-07-19

উত্তরের হাওয়া, ১৯ জুলাই: গতকাল বিগত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটার চৌধুরীহাটের ৭/২০২ নং বুথের সিপিআই (এম) প্রার্থী সার্জিনা খাতুনের স্বামী কে পুন:নির্বাচনের জন্য আবেদনের কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়ে দেবার অভিযোগ উঠলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।আজ দিনহাটা সিপিআই (এম) অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রার্থী আরজিনা খাতুন এর স্বামী মোহাম্মদ বাইদুল শেখ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে মন্ত্রীর সাথে দেখা করার কথা বলে পুনঃনির্বাচনের আবেদন জানানোর জন্য সে তার এক ঘনিষ্ঠ বন্ধু,যে বিজেপির কার্যকর্তা তার সাথে মন্ত্রীর বাড়িতে উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে সেখানে যোগদান সভার আয়োজন করে সাংবাদিকদের সামনে তাকে সহ আরো কয়েকজনকে বিজেপির পতাকা হাতে তুলে দেওয়া হয়।তিনি বলেন যে তাকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সে এবং তার পরিবার সিপিআই (এম) এ আছে এবং আজীবন তারা সিপিআই(এম) এর সাথেই থাকবে।আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রার্থী ও প্রার্থীর স্বামী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা।

আমার ছেলে কোন রাজনীতি করে না ও টাকার বিনিময়ে তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনেও অকপটে বললেন গুলিতে মৃত চিরঞ্জিতের মা

2023-07-19

উত্তরের হাওয়া, ১৮ জুলাই: আমার ছেলে কোন রাজনীতি করে না, ও টাকার বিনিময়ে তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছে। আর সেখানেই কেউ বা কারা তার ছবি তুলে নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে পাশে পেয়ে এভাবেই জানালেন গত ৮ই জুলাই পঞ্চায়েত ভোটের দিন গুলিকাণ্ডে নিহত দিনহাটা ভিলেজ ওয়ানের চিরঞ্জিত কার্জীর মা। বুধবার দুপুর বারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক চিরঞ্জিত কার্জীর বাড়িতে এলে মন্ত্রীর সামনেই ছেলে রাজনীতি সঙ্গে যুক্ত নয় বলে অকপট মন্তব্য করে বসলেন চিরঞ্জিতের মা। তিনি আরো জানান যেহেতু এই সময়ে তেমন কোন কাজ নেই তাই অর্থের বিনিময়ে চিরঞ্জিত তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছিল আর সেই সময়ই কেউ বা কারা তার ছবি তুলে রাখে। এমনকি তিনি ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও আবেদন জানান। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। ওই দিনই গুলিতে মৃত্যু হয়েছিল দিনহাটা ভিলেজ ওয়ানের চিরঞ্জিত কার্জীর। চিরঞ্জিতের গুলি লাগার সাথে সাথেই প্রথমে দিনহাটা হাসপাতালে বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছিল চিরঞ্জিত বিজেপির কর্মী আর পরবর্তীতে চিরঞ্জিতের তৃণমূলের পতাকা লাগানো ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে তৃণমূল দাবি করেছিল চিরঞ্জিত তৃণমূলের কর্মী। আর তারপরেই মৃত্যুর দিন থেকে চিরঞ্জিতের মা বরাবর দাবি করে এসেছিল তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আর ওই একই কথা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনেও অকপটে বললেন গুলিতে মৃত চিরঞ্জিতের মা।

খুঁটি পূজার মধ্যে দিয়ে দিনহাটা শহীদ কর্নার দূর্গাপূজা কমিটির পূজা শুরু

2023-07-16

দিনহাটার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম শহীদ কর্ণার দুর্গাপুজো। এবার তাদের ৬০ তম বর্ষ। রবিবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল খুঁটিপুজো। এদিন ক্লাব কর্তাদের উপস্থিতিতে খুঁটি পূজা অনুষ্ঠানে আয়োজিত হয়। সংশ্লিষ্ট ওই পূজা কমিটির সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বর্তমানে তিনি কলকাতায় তাই খুঁটি পুজোর দিন সশরীরে উপস্থিত থাকতে পারলেন না তিনি। প্রত্যেক বছরই দিনহাটা বাসীর কাছে নতুন কিছু তুলে ধরে শহীদ কর্ণার দূর্গা পূজা কমিটি। এবারও তার কোনো রকম ব্যতিক্রম হবে না বলেই দাবি করছেন কর্মকর্তারা। উল্লেখ্য ইতিমধ্যেই দিনহাটার বেশ কয়েকটি পূজা কমিটি পূজা প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের মত অন্যতম বোর্ডিং পাড়া দুর্গাপূজা কমিটি মদনমোহন বাড়ি দুর্গাপূজা কমিটি, এবার নবতম সংযোজন শহীদ কর্ণার দুর্গাপূজা কমিটি। হাতে এখনো বহুদিন বাকি কিন্তু দিনহাটা বাসীকে চমক দিতে হবে তো তাই এখন থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন তারাও।

ভোটে প্রচুর ক্ষতি দিনহাটার বিভিন্ন স্কুলে

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ই জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন অশান্তিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিনহাটা ১ ব্লকের ৯ টি স্কুল। শুধু তাই নয় রাজ্যের আরও দুই জেলা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও নির্বাচনের দিন অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টেই দেখা গেছে কোচবিহারের দিনহাটাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। জানা গেছে, গোটা রাজ্যে নির্বাচনের দিন স্কুলে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে ৩৫ লক্ষ ৫৭ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। মূলত যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানেই অশান্তির ছবি সামনে এসেছিল কোচবিহারের দিনহাটা, মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা দিনহাটার থেকে মুর্শিদাবাদের বেশি হলেও অর্থের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি ক্ষতির পরিমাণ দিনহাটায়। জানা গেছে, মুর্শিদাবাদে প্রায় ১০০ টি স্কুল ক্ষতি হয়েছে। তবে অংকের হিসেবে দেখা গেলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। অংকের পরিমাণ হিসেবে দেখতে গেলে কোচবিহারের দিনহাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি স্কুল এবং ৩ লক্ষ ১৫ হাজার টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হওয়া সেই স্কুলগুলিকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বেশিরভাগ স্কুলে বেঞ্চ, চেয়ার জানালা মেইনগেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তবে কমন ফ্যাক্টর একটাই তিনটি জেলার প্রত্যেকটি স্কুল এই বেঞ্চ ও ফ্যান ভাঙ্গা। উল্লেখ্য গত ৮ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি অশান্তির ছবি লক্ষ্য করা গেছিল কোচবিহারের দিনহাটা , মুর্শিদাবাদের ডোমকল এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে। সেই জায়গায় দাঁড়িয়ে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে শিক্ষা মহল থেকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গিয়েছে ধীরে ধীরে পঠন-পাঠন স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে। ঠিক তখনই এরকম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হতেই স্বাভাবিকভাবে তড়িঘড়ি সেই স্কুলগুলিকে সংস্কারের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

পাঁজরে আটকে থাকা গুলি নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-15

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৫ জুলাই: গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন দিনহাটা মহকুমার ভিলেজ ১ গ্রামপঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে গুলি বের করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে পাজরে গুলি নিয়েই এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা গিয়েছে, রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল ,পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু চিকিৎসকদের মত, এই অবস্থায় গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে। তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

নকল নথি সহ গ্রেপ্তার যুবক

2023-07-14

উত্তরের হাওয়া, দিনহাটা, ১৪ জুলাই: কোচবিহার জেলার দিনহাটায় ভুয়ো আধার কার্ড সহ উত্তরপ্রদেশের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বেশ কয়েকজন যুবক। শুক্রবার সন্ধ্যায় শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম নারায়ন সিং। তার বাড়ি উত্তর প্রদেশের আরা এলাকায়। দিনহাটা শহরের স্থানীয় যুবকদের দাবি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সাধারণত হয় হিন্দি এবং ইংরেজি ভাষায় । তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত এই এলাকার মানুষেরা হিন্দি না জানার কারণে তারা বাংলায় পরীক্ষা দেন। এই কারণেই তাদের কাট অফ মার্ক বেশ খানিকটা কম থাকে। তাদের অভিযোগ সেই সুযোগ ব্যবহার করে উত্তর প্রদেশ থেকে এক পরীক্ষার্থী নকল নথি বানিয়ে শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে এসে নকল নথি বানিয়ে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এই সমস্ত ভিন রাজ্যের ভুয়ো যুবকেরা। অবিলম্বে তাদের সমস্ত নথি যাচাই এর দাবি তুলেছেন তারা। প্রয়োজনে তাদের রেশন কার্ড এবং বাবা মায়ের পরিচয়পত্র খতিয়ে দেখার দাবি করেন তারা। এরপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার টাউন বাবু দীপক রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

শম্ভুর দুটি বুথেই বিজয়ী বিজেপি প্রার্থীরা

2023-07-14

উত্তরের হাওয়া, ১৪জুলাই: পঞ্চায়েত ভোট পূর্ববর্তী সময়ে মনোনয়ন প্রক্রিয়ার পর খুন হয়েছিলেন কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামের টিয়াদহ গ্রামের দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক বছর আঠাশের শম্ভু দাস। তিনি ছিলেন সম্পর্কে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত পদপ্রার্থী বিশাখা দাসের দেওর। এলাকায় শান্ত, ভদ্র ও অরাজনৈতিক যুবক হিসেবে পরিচিত হলেও শম্ভুর মৃত্যুকে ঘিরে হয়েছিল তৃনমুল বিজেপির রাজনৈতিক চর্চা। স্হানীয় এলাকা তো বটেই রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল এই ঘটনা। ঘটনার দিনই শম্ভুর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে দাঁড়িয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শম্ভুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন নিশীথ। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস শম্ভুর পরিবারের সাথে দেখা করেন। সেখানেই বিজেপি নেতাকর্মীরা সরাসরি উদয়ন গুহের নাম করে অভিযোগ জানান। যদিও ঘটনার পর থেকেই শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি বিজেপি মৃতদেহের রাজনীতি করছে বলেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এরপর সংবেদনশীল এই বুথে ১০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাচন শেষ হয়। স্বভাবতই দিনহাটা ২ ব্লকের এই এলাকায় ভোটের ফল কি হয় এবং শম্ভুর মৃত্যু ভোটে কতটা প্রভাব ফেলে তা নিয়ে আগ্রহ ছিল সব মহলের। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল ২০ আসন বিশিষ্ট কিশামতদশগ্রামে মোট ১৪ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মোট ৬ টি আসন গিয়েছে বিজেপির দখলে। তবে টিয়াদহ বুথের দুটি অংশের দুটি পঞ্চায়েত আসনেই জয়ী হলেন বিজেপি প্রার্থীরা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ওই বুথের ১৭-১৮ সংসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী চন্দনা বর্মনকে ১১৫ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিশাখা দাস। অন্যদিকে ১৭-১৯ অংশে বিজেপি প্রার্থী শিউলি বর্মন তৃণমূল প্রার্থী কালীচরণ দাসের থেকে ১৫১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই দিনহাটা বিধানসভা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী দ্বৈরথ। এর মাঝেই গত ১৮ই জুন দিনহাটা দুই ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকায় বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের দেহ পাট ক্ষেত থেকে উদ্ধার হয়। ঘটনার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছিল আলোড়ন। তাই পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়ার সময় থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ঘটানো এই এলাকায় বিজেপির জয় অক্সিজেন যোগাচ্ছে বিরোধী শিবিরকে। অন্যদিকে মুখে না বললেও বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনা যে জনমানসে প্রভাব ফেলেছে তা পরোক্ষে আড়ালে আবডালে মেনে নিচ্ছেন শাসকদলের অনেক নেতাকর্মীই।

দিনহাটায় ভোটের লাইনে দাড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত যুবকের স্মরণ সভা

2023-07-13

দিনহাটা ভিলেজ ২গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড ভাংনী গ্রামের ৭/২৬২ নম্বর বুথে ভোটের লাইনে দাড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত যুবকের স্মরণ সভার আয়োজন। বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সেখানে মৃত যুবক চিরঞ্জিত কার্জির স্মরণে মোমবাতি জ্বালিয়ে স্মরণসভা ও মৌন মিছিলের আয়োজন করা হয়। এদিন সেখানে সামিউলাকার বহু মানুষ ওই মৌন মিছিলে শামিল হন বলে জানা গেছে। উল্লেখ ,গত ৮ তারিখ সকালে মা কে সাথে নিয়ে ভোট দিতে যায় ভাগ্নি পার্ট ১ এলাকায় যুবক চিরঞ্জিত কার্জী। সেই সময়ই ওই বুথে চড়াও হয় একদল দুষ্কৃতী। সেই সময় চিরঞ্জিত তার মা কে পাশের একটি বাড়িতে নিরাপদে রেখে। পুনরায় ওই বুথে ফিরে যান চিরঞ্জিত। এরপরেই চলে এলোপাথাড়ি গুলি। আর সেই গুলি বিদ্ধ হয় চিরঞ্জিত ও এক মহিলার শরীরে। প্রায় ঘন্টা দেড়েকের পড়েছিল সেখানে। এরপর পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালের এবং পরে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তারপর থেকেই শোকস্তব্ধ গোটা এলাকা।

পঞ্চায়েত ভোটের শেষ প্রচারে নিশীথ

2023-07-06

উত্তরের হাওয়া, দিনহাটা, ৬ জুলাই : পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দুপুর ১২টা থেকে বুড়িরহাট ২ গ্রামপঞ্চায়েতের বাসন্তীরহাট, নাজিরহাট ২ গ্রামপঞ্চায়েতের শালমারা সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়, জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস সহ স্হানীয় নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন । মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে নির্বাচনের দিন নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রদানের আবেদন জানান। সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভয়ে দেউলিয়া হয়ে গিয়েছে তাই তাদের ভোট প্রচারের অস্ত্র তৃণমূলের হার্মাদ বাহিনীর বোমাবাজি এবং হুমকি। তবে শালমারা এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার পূর্বে সেখানে পৌঁছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংগঠনের একনিষ্ঠ কর্মীদের নিয়ে বৈঠক সারেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তবে কেন্দ্রীয় মন্ত্রী ঢোকার আগেই রাজনৈতিক কর্মসূচি থাকার দরুন সেখান থেকে বেরিয়ে যান উদয়ন গুহ। এদিকে এদিন নিশীথ প্রামানিকের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকার মধ্যে লাঠি এবং কাঠের টুকরো নিয়ে এসেছে বলে অভিযোগ করেন তৃণমূলের নাজরিহাট ২ অঞ্চল সভাপতি মনভোলা রায়। তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের মত নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচনী প্রচারে আসতে হচ্ছে এটা লজ্জার। তারা ধমকি দিতেই এসেছে,কিন্তু সাধারণ মানুষ ধমকি তে ভয় পায় না, তারা জানে বিজেপিকে কিভাবে উচ্ছেদ করতে হয়।

দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

2023-07-06

দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে দিনহাটা ১ নং ব্লকের পুঁটিমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের কারিশাল ৭/২৫১ নং বুথের তোফাজ্জল হোসেন নামের ওই বিজেপি কর্মীর অভিযোগ গতকাল বিজেপি নেতা জয় ঘোষের সঙ্গে তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এর পরে রাতে তার বাড়িতে হামলা চালানো হয় ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। তার স্ত্রীর মাথায় বন্দুক ধরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। তবে বারবার ওঠা এই অভিযোগ কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই নিজেরাই গোষ্ঠী কোন্দলে জর্জরিত নিজেরা এসব ঘটিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে এমনটাই বলছেন তারা। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

পঞ্চায়েত নির্বাচনে শেষ লগ্নে প্রচারে ঝড় তুললো সিপিআইএম

2023-07-06

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুললো সিপিআই (এম)। কোচবিহার জেলা পরিষদের ২৪ নং আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী সুদেবী বর্মন (সরকার) এর সমর্থনে দিনহাটা ১ নং ব্লকের পুটিমারী ১ ও ২, ভিলেজ ১ ও ২, বড়আটিয়াবাড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ট্যাবলো সহযোগে নির্বাচনী প্রচার করলো সিপিআই (এম)।এদিনের এই প্রচার কর্মসুচিতে উপস্থিত ছিলেন এই আসনের প্রার্থী সুদেবী বর্মন সরকার ছাড়াও সিপিআই (এম) কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দেব,মহিলা সমিতির নেত্রী দেবযানী মিত্র সহ অন্যান্যরা।এদিনের এই প্রচার অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায় বলে জানিয়েছে সিপিআই (এম) নেতৃবৃন্দ।

ভোট প্রচারে গিতালদহে নিশীথ।

2023-07-05

উত্তরের হাওয়া, দিনহাটা, ৫ জুলাই: ভোটের আগে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দিনহাটা বিধানসভার গিতালদহ। এবার সেই গিতালদহে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । বুধবার দুপুরে গিতালদহের বিভিন্ন এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন তিনি। এদিন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ স্হানীয় নেতৃত্ব। নির্বাচনের হাতে মাত্র আর তিনটি দিন রয়েছে এবং প্রচারের প্রায় শেষ দিন বলা চলে। সেই জায়গায় দাড়িয়ে সীমান্ত এলাকায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনে সংশ্লিষ্ট ওই এলাকায় ভোট প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী আসায় খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা।

ফের আক্রমন বিরোধীদের উপর, উত্তপ্ত দিনহাটার মদনাকুড়া

2023-07-05

উত্তরের হাওয়া, দিনহাটা, ৫ জুলাই: দিনহাটার ছিট মদনা কুড়া এলাকায় সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন বিবি ও দলীয় কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তীর, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। সেই ঘটনায় সিপিআইএমের প্রার্থী ফরিদা খাতুন বিবির ছোট দেওর মনোয়ার মিয়া তীর বিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধু দলীয় প্রার্থীর বাড়িতে নয় দলীয় বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িতেও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছেন। এদিকে সিপিআইএম নেতৃত্বের দাবি, ওই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করলে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী পালিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার দিনহাটা উত্তপ্ত হয়ে উঠছে। কখনো বোমাবাজি কিংবা কখনো দলীয় প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা সামনে আসছে। এবারও একই চিত্র দেখা গেল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

জীবনের বদলে জীবন নেবো দাবি নিয়ে উত্তাল রাভা বনবস্তি

2023-07-04

জীবনের বদলে জীবন নেবো দাবি নিয়ে উত্তাল হয়ে উঠলো ধুপগুড়ির রাভা বনবস্তির বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার সকালে বনবস্তির এক যুবক কে গুলি করে হত্যা করে বন দপ্তরের কর্মীরা। অকারণে বন বস্তির ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এমন দাবি তুলেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ধুপগুড়ির রাভা বনবস্তি। এলাকার বাসিন্দারা বলেন, যেই বন কর্মী অকারণে রাভা বন বস্তুর যুবককে গুলি করে হত্যা করল সেই বন কর্মীকে তারাও হত্যা করবে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলাকার বাসিন্দারা নিয়ে যেতে দেবে না যতক্ষণ না পর্যন্ত বনদপ্তরের আধিকারিকরা এসে ঠিক কি কারণে গুলি করে যুবককে মেরে ফেলা হলো তার জবাব দেয়। আর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাকে শান্তিপূর্ণ রাখতে জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার বিরাট পুলিশ বাহিনী গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তীতে ধুপগুড়ি থানা থেকে র ‍ ্যাফ্ বাহিনী কে ডেকে নেওয়া হয়। কিন্তু রাভা বনবস্তি র প্রায় তিন কিলোমিটার দূরেই ‍্যাব বাহিনীকে গাড়ি রেখে পায়ে হেঁটে ঢুকতে হয় বনবস্তিতে। এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে। ডুয়ার্স থেকে আবির ভট্টাচার্য প্রতিবেদন

বোমার আঘাতে দুই নাবালকসহ যখন ৪ জন

2023-07-04

উত্তরের হাওয়া, ৪জুলাই: গোসানিমারির ছোট নাটাবাড়ি এলাকায় এলাকায় বোমার আঘাতে জখম ৪, এদের মধ্যে দুজন নাবালক রয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই ঘটনা ঘটে। বর্তমানে আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, স্থানীয় সূত্রে খবর একটি বাড়িতে বোমা তৈরির সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকারই সাত্তার মিয়ার বাড়িতে বোমা বাধার কাজ চলছিল বলে সূত্রের খবর। আর সেই ঘটনাতেই দুই নাবালক সহ চারজন আহত হয়েছেন। সাত্তার মিয়া ৩৫ বছর এবং মোজাফফর মিয়া তার বয়স ৫০ বছর বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে। এদিকে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, ছোট নাটাবাড়ি এলাকায় একটি বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে আর সেই ঘটনায় চারজন আহত হয়েছেন বর্তমানে তারা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতি মধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু কাণ্ডে ঘটনার পুনর্নির্মান করলো দিনহাটা থানার পুলিশ

2023-07-03

উত্তরের হাওয়া, ৪ জুলাই ২০২৩ঃ মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু কাণ্ডে ঘটনার পুনর্নির্মান করলো দিনহাটা থানার পুলিশ শিমুলতলা এলাকায়। সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত বাপ্পা মোদককে সাথে নিয়ে গিয়ে সেখানে ওই বিজেপি নেতার মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করে। মূলত গত ২ রা জুন দুপুরে কি ঘটনা ঘটেছিল কে কে সেখানে উপস্থিত ছিল এবং কোথায় তারা বসেছিলেন সেই সমস্ত বিভিন্ন বিবরণ ওই অভিযুক্তের কাছে শোনেন পুলিশকর্তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীব সরকার, দিনহাটা থানার আইসি সুরজ থাপাসহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন পরবর্তী সময়ে বাপ্পা মোদক তাকে প্রশান্ত রায় বসুনিয়ার মা সুচিত্রা রায় বসুনিয়ার সামনে নিয়ে গেলে তিনি সম্পূর্ণভাবে তাকে চিনতে অস্বীকার করেন। স্বাভাবিকভাবেই ঘটনার এক মাসের মাথায় কিনারা করলো দিনহাটা থানার পুলিশ। উল্লেখ্য গত মাসের ২রা জুন আনুমানিক দুপুর দুটো নাগাদ দিনহাটার শিমুলতলা এলাকায় বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়ির ভেতরে গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রশান্ত রায় বসুনিয়ার। তারপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। বিজেপির পক্ষ থেকে ওই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল ওঠে। তাদের অভিযোগ ছিল তৃণমূলের দুষ্কৃতি বাহিনী বাড়িতে ঢুকে প্রশান্ত রায় বসুনিয়াকে গুলি করে হত্যা করে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পন্ন ভাবে অস্বীকার করা হয়। তারপর থেকেই ওই পরিবারে পাশে দাঁড়িয়েছে বিজেপির নেতৃত্ব বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, ও দিন দুয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। রাজ্যপালের কোচবিহার সফর শেষ হতেই কোচবিহারে সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। এরপরেই সোমবার দেখা গেল দুই অভিযুক্তের মধ্যে একজনকে সাথে নিয়ে ওই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।

দিনহাটা শহরে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য!

2023-07-03

দিনহাটা শহরে ঝুড়িপাড়া মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ সংশ্লিষ্ট ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে হঠাৎই আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। তারাও ঘটনা স্থলে ছুটে আসেন। বেশ কিছুক্ষণ সময় পরে দমকলকর্তাদের সহযোগিতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই রাতের বেলা এ ধরনের ঘটনা ঘটায় অনেকেই আতঙ্কিত।

গুরু পূর্ণিমায় ছাতা উপহার

2023-07-03

উত্তরের হাওয়া, ৩রা জুলাই: আজ গুরু পূর্ণিমা তাই ছাত্র-ছাত্রীরা প্রতিবছরের ন্যায় এবছরেও কচিকাঁচাদের ছাতা উপহার দিয়ে গৃহশিক্ষককে গুরু প্রণামী অর্পণ করলো। এদিন দিনহাটার স্টেশন রোড সংলগ্ন একটি সংস্থার অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই ছাতা উপহার দিয়ে থাকে। তাদের মধ্যে উপস্থিত ছিল গুঞ্জন বসাক, প্রিতম নাথ, অরিন্দম দে, পূজা মালাকার এবং নন্দিনী সূত্রধর। তারা জানায় আমাদের দাদা-দিদিরা গৃহ শিক্ষক সিদ্ধেশ্বর সাহা মহাশয়ের জন্মদিনে রক্তদানের মাধ্যমে গুরু প্রণামী জানাতে পারলেও আমাদের সেই সুযোগ এখনও নেই,তো মন খারাপ থেকেই যায়। তাই আমরা আমাদের গ্রীষ্মের ছুটিতে জমিয়ে রাখা টিফিন খরচের টাকা দিয়ে আজ গুরু পূর্ণিমায় ১০জন কচি-কাঁচাদের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দিলাম। এর আগেও আমরা বেশ কয়েকজন দাদু-দিদাদের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দিয়েছিলাম।

গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়

2023-07-03

উত্তরের হাওয়াঃ গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের হয়ে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ওই প্রার্থীর ছেলে রাজু হক কে পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান গীতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ বেশ কয়েকজন। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা। ধারালো অস্ত্র দিয়ে গিতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ পাঁচজনকে কোপায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত করে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিকে হাসপাতাল সূত্র জানা গেছে আহতদের নাম মাফুজার রহমান, মমিদুল বকশী,আসাদুল হক,সাহেরা বিবি, রফিকুল হক। অন্যদিকে বিরোধী পক্ষের দুজন আহত হয়েছেন । তাদের নাম রফিকুল ইসলাম ও আজাদুল হক। আবারো নতুন করে গিতালদহ উত্তপ্ত হওয়া য় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত।

ছেলের হাতে খুন হলেন বৃদ্ধা মা

2023-07-02

ধুপগুড়িতে ছেলের হাতে খুন হলেন বৃদ্ধা মা। এমনই ঘটনার সাক্ষী থাকলো ধুপগুড়ির বাংকু বাজার এলাকার বাসিন্দারা। অভিযুক্ত ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে ধুপগুড়ি থানার পুলিশ। সাঁকোযাঝোড়া 1 গ্রাম পঞ্চায়েতের বাংকু বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় যুব প্রসেনজিৎ ওরাও রবিবার সকালে তার বৃদ্ধা মাকে ব্যাপক মারধর করে।। ছেলের মারধরের ফলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়ে মা। পরবর্তীতে স্থানীয় চিকিৎসকের কাছে ব্যান্ডেজ পর্যন্ত করতে হয়। রাতে মা তার ছেলেকে খাবার জন্য ডাকলে ছেলে এসে বেধড়ক মারতে থাকে তার মাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত প্রসেনজিৎ এর বাবা এসে বাধা দিলে তার গলাচিপে ধরে তাকেও বিরহ মারতে উদ্ধত হয় প্রসেনজিৎ। পাশাপাশি বেধড়ক লাথ মারতে থাকে মা ভাদো উড়াও কে। ছেলের ব্যাপক মারের ফলে মৃত্যু হয় মায়ের। পরবর্তীতে ধুপগুড়ি থানার আইসি সুজয় দুঙ্গা নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে মূল অভিযুক্ত প্রসেনজিৎ কে আটক করে।

১৪ দিনের জেল হেফাজতে তৃনমুলের বিদায়ী প্রধান তাপসের

2023-07-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ জুলাই: শুক্রবার সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা তথা বড়শাকদল গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান তাপস দাসকে জেল হেফাজতের নির্দেশ দিলেন দিনহাটা মহকুমা আদালত। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ তাপস দাসকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন ও তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গতকাল দুপুরে পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ তাপস কে গ্রেপ্তার করে ও তার বাড়িতে তল্লাশিও চালানো হয়। এরপর এদিন তাকে আদালতে পেশ করে পুলিশ। সূত্রের খবর, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সেসবের মধ্যে মুলত গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটা ২ ব্লকের বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় তাপস দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে যে মামলা রুজু হয়েছিল, সেই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার ভিত্তিতেই শুক্রবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবিষয়ে তাপস দাসের পক্ষের আইনজীবী জানিয়েছেন, তাপসের বিরুদ্ধে ৭ টি মামলা ছিল। সেখানে ৬টি মামলায় তিনি জামিন পেয়েছেন। ১টি মামলায় তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিকান্ড, ফের উত্তপ্ত দিনহাটার ওকড়াবাড়ি

2023-07-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার সফরের মাঝেই ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা বিধানসভার ওকরাবাড়ি এলাকা। শুক্রবার গভীররাতে সংশ্লিষ্ট এলাকার কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী জহিরুল হকের বাড়িতে চলল বোমাবাজি। বোমা ছোড়ার ফলে বাড়ির একটি ঘরে আগুন ধরে যায়। পঞ্চায়েতের আগেই বিরোধী প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিকান্ডের এই ঘটনায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে। যদিও এবিষয়ে শাসকদলের কোন প্রতিক্রিয়া মেলেনি। স্হানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে স্হানীয় এলাকার কংগ্রেস প্রার্থীর বাড়িতে মুহুর্মুহু বোমাবাজি হয় ও এর জেরে অগ্নিকান্ড ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । প্রার্থীর আত্মীয় রুহুল আমিনের অভিযোগ, এদিন রাতে বাড়িতে বসে কর্মচারীদের সাথে কথা বলছিলাম। সেই সময়ই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে পালিয়ে যায়। বোমের অবশিষ্টাংশ থেকে একটি ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান, পাশাপাশি দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার খট্টিমারিতে

2023-07-01

উত্তরের হাওয়া, দিনহাটা, ১ জুলাই: শনিবার সাতসকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি ঘোষের চৌপথি এলাকায়। পঞ্চায়েতের আগে রাজনৈতিক সন্ত্রাসের খবর বারংবার প্রকাশ্যে আসছে। উত্তপ্ত দিনহাটা। এর মাঝেই এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্হানীয় মহলে। দ্রুত ব্যক্তির পরিচয় খুজে বের করার দাবী তুলছেন তারা। স্হানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় এলাকার কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্হলে ভিড় জমান স্হানীয়রা। খবর দেওয়া হয় স্হানীয় সাহেবগঞ্জ থানায়। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্হলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাশাপাশি ইতিমধ্যেই পুলিশ মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

মন্ত্রী উদয়ন গুহর সাথে বিরোধ। পুরোনো মামলায় গ্রেফতার বিদায়ী প্রধান তাপস দাস।

2023-06-30

বিজেপি প্রার্থীর পর এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া তৃণমূল প্রার্থী তাপস দাস। এদিকে তৃণমূলের দাপুরি নেতা তাপস দাস গ্রেপ্তার হতেই তার বাড়ীতে পুলিসের তল্লাশি ও মারধরের অভিযোগ উত্তেজনা এলাকায়। শুক্রবার বিকেল নাগাদ সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রার্থী তাপস দাসের বাড়িতে গিয়ে পুলিশ বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে তল্লাশি করে এমনকি বাড়িতে থাকা তাপস দাসের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয় এদিন তাপস দাসের স্ত্রী অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। পুলিশের এই তল্লাশি এবং মারধরের পেছনে মন্ত্রীর হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে সূত্রের খবর দিনহাটা শহর থেকে দাপুটে তৃণমূল নেতা তাপস দাসকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, পুরনো ছয়টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার পরিবারের লোকেরা সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাপস দাসকে ছেড়ে দেওয়া না হবে বা এই মারধরের ঘটনার সুবিচার না হবে ততক্ষণ তারা মন্ত্রী উদয়ন গুহকে এলাকায় ঢুকতে দেবেন না বলেও কার্যত হুঁশিয়ারি দেন। স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারেই উত্তেজনা এলাকায়।

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়

2023-06-30

ভেটাগুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন এনবিএসটিসি চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের আসনের প্রার্থী মলি রায় সিংহ, পঞ্চায়েত সমিতির ৩৯ নং আসনের প্রার্থী রাজীব কুমার বর্মন ও পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে এদিন প্রচারে আসেন তিনি। ভেটাগুড়ি বাজার এলাকায় দীর্ঘক্ষণ ভোট প্রচার করতে দেখা যায় এন বিএসটিসি চেয়ারম্যান তথা মুখপাত্র পার্থপ্রতিম রায় কে। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ১ বি ব্লক তৃণমূলে সভাপতি অনন্ত কুমার বর্মন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে নামছে তৃণমূল এবং বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ভেটাগুড়িতে বিজেপির লজ্জাজনক হার হবে। একটি আসনে প্রার্থী দিতে পারেনি। তিনি আরো জানান আগামী ৪ জুলাই ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে রয়েছে নির্বাচনী জনসভা দলীয় প্রার্থীদের সমর্থনে।

জামিন নাকচ বিজেপি প্রার্থী তরণীর, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের

2023-06-29

দিনহাটা, ২৯ জুন: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। নির্বাচন পাড়ি দিতে তোড়জোড় শাসক বিরোধী সবপক্ষেই। একের পর পর এক হিংসা ও প্রতিহিংসার ঘটনাও সামনে আসছে। এর মাঝেই বুধবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতির প্রায় শেষ মুহুর্তে ২০১৮ সালের পুরনো মামলায় বিজেপির জেলা পরিষদের ২৬ নং আসনের প্রার্থী তরণীকান্ত বর্মনের গ্রেপ্তারি ও বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে তার জামিনের আবেদন নাচকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে কোচবিহারের জেলা পরিষদ ২৬ নং আসনের বিজেপির প্রার্থী তরণী কান্ত বর্মনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন ও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে ১২ ই জুলাই পর্যন্ত তাকে জেলেই কাটাতে হবে। এই নির্দেশের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনছে বিজেপি শিবির। শাসকদল অবশ্য অভিযোগ উড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিমা বর্মন নামে এক মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, তাকে এবং তার স্বামীকে বেশ কয়েকজন ভয় দেখায়। গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মারধর , এবং গাড়ি থেকে নামিয়ে তাদের কাছে থাকা ৫০ হাজার টাকা নগদ সোনার মালা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। এরপরে এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় তরনী কান্ত বর্মনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গত ৯ জুলাই তরুণীকান্ত বর্মন জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের মধ্যে দিনহাটা মহকুমা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক ১৪ দিন পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তরনী। এমন পরিস্হিতিতে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরেই বুধবার বিকেলে দিনহাটা ২ ব্লকের শালমারা এলাকায় তার বাড়িতে গিয়ে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। পরে তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এদিন দুপুরে নিয়ে এসে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা জানান, এদিন তরণীকান্ত বর্মনকে আদালতে পেশ করা হয়েছিল। মাননীয় বিচারক সমস্ত দিক বিবেচনা করে জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা তরণী। তিনি কোচবিহার জেলা পরিষদের প্রার্থী ছিলেন। বর্তমানে দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্যও।দলীয় মতবিরোধের জেরে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তরণীকান্ত বর্মন। স্বভাবতই পঞ্চায়েত ভোটের প্রস্তুতির শেষ মুহুর্তে তার পুরোনো মামলায় গ্রেপ্তারি রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা কিনা তা নিয়েও শুরু হয়েছে চর্চা। পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর গ্রেপ্তারির ঘটনায় কোচবিহার জেলা জুড়ে রাজনৈতিক মহলে অভিযোগ ও পাল্টা অভিযোগের সুর। চাপান উতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। ঘটনার পরে বুধবার রাতেই কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। সব রকম ভাবে বিজেপি প্রার্থীর পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনি সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন দিনহাটা মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেফতার হওয়া বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন বলেন, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। উদয়ন গুহ চক্রান্ত করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছে এমনটাও অভিযোগ করেন তিনি। এই ঘটনা নিয়ে সুর চড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত কোচবিহার জেলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তরণী কান্ত বর্মনের মন্তব্য প্রসঙ্গে বলেন, কেস কি আমি করেছি? আইন আইনের পথে চলছে।

তানিয়াকে সম্বর্ধনা দিনহাটায়

2023-06-29

উত্তরের হাওয়া, ২৮ জুনঃ অনূর্ধ্ব ২০ ফুটবল দলের খেলোয়াড় তথা কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা তানিয়া কান্তিকে সম্বর্ধনা দিলেন দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার সকালে দিনহাটার সংহতি ময়দানে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তানিয়াকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, তানিয়া ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা ফুটবল দলের সদস্যা। তার বাবা সাধারণ ট্যাক্সি চালক। প্রচন্ড অভাব সহ্য করে তানিয়া স্হানীয় সংহতি ময়দানে নিয়মিত প্রস্তুতি সেরে সে বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়। দিনহাটা ভেটারেন্স এন্ড ফিটনেস ক্লাবের তরফে তাকে আগেও উৎসাহিত করা হয়েছিল। নিজেকে জাতীয় দলের অন্যতম সদস্যা হিসেবে প্রতিষ্ঠা করায় এদিন তাকে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর বিশিষ্ট ক্রীড়াবিদ ও দিনহাটা ভেটালেন্স এন্ড ফিটনেস ক্লাবের কর্ণধার চন্দন সেনগুপ্ত প্রমূখ উপস্হিত ছিলেন। চন্দন সেনগুপ্ত বলেন, আমাদের চোখের সামনে বড় হতে দেখা মেয়েটি এখন জাতীয় দলের খেলোয়াড়। ভাবতে নিজেকে ভীষণ গর্ববোধ হচ্ছে। তানিয়াকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।

ভোট আসে ভোট যায়, সেতু মেলেনা কুটিশাকদলের নয়ার ছড়ায়

2023-06-29

উত্তরের হাওয়া, ২৮ জুনঃ ভোট আসে, ভোট চলেও যায়। কিন্তু সুদিনের খোজ পাননা স্থানীয়রা। প্রতিবারই ভোটের আগে নিয়ম করে আসেন সব রাজনৈতিক দলের নেতারা। প্রতিশ্রুতির ফানুশ উড়িয়ে সাদা সিধে মানুষগুলোকে স্বপ্ন দেখান উন্নয়নের। বাম-ডান নির্বিশেষে সব রাজনৈতিক দলের তরফেই মেলে সেতু তৈরীর আশ্বাস। গলা চড়িয়ে পরিস্রুত পানীয় জল, পাকা রাস্তা, অঙ্গনওয়ারী কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের লম্বা চওড়া পরিকল্পনা শুনিয়ে যান নেতারা। কার্যত বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাদের মতো বেচে থাকা, রাজনীতির মারপ্যাচ না বোঝা সহজ সরল মানুষগুলো পুনরায় আশায় বুক বাধেন। দুরত্ব ঘুচে যাওয়ার, সহজভাবে বাঁচার স্বপ্ন দেখে ভোটও দেন কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কুটিশাকদল এলাকার প্রায় একশ পরিবার। কিন্তু ভোট মিটতেই নেতারা বেপাত্তা হন। ফলে রাজ্য ও স্হানীয় রাজনীতিতে পরিবর্তন হলেও ভাগ্য বদল হয়না এলাকার। স্থানীয়রাও রয়ে যান সেই তিমিরেই। এমতবস্থায় পঞ্চায়েত ভোটের প্রাক্কালে নিজেদের দুর্দশা নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয়রা। যদিও বিরোধী দলগুলি দোষ চাপাচ্ছে শাসকদলের ঘাড়ে। অন্যদিকে শাসকদলের তরফে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে দাবী করা হয়েছে। কোচবিহার জেলার মহকুমা শহর দিনহাটা থেকে সাহেবগঞ্জ রোড ধরে প্রায় ১০ কিমি এগোলে গ্রামীন বাজার খাঁরুভাজ। এই বাজার সংলগ্ন খারুভাঁজ-বামনহাট পাকা রাস্তা ধরে ডানদিকে দুইশ মিটার এগোতেই চোখে পড়বে সুবিশাল নয়ার ছড়া (বিল)। এই বিলের অপর প্রান্তেই দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কুটিশাকদল। সরকারী নিয়ন্ত্রনাধীন এই বিলটির আকৃতি অনেকটা ইংরেজি অক্ষর "ইউ" এর মতো। এই বিলটিতে সারা বছরই জল থাকে। বর্ষাকালে বিশালাকার ধারন করে। অবস্থানগত দিক থেকে কুটিশাকদল এলাকার তিন দিক নয়ার ছড়া বিল দিয়ে ঘিরে রয়েছে। স্বভাবতই শুধুমাত্র একটি দিক দিয়েই স্হল পথে এলাকাটিতে যাওয়া যায়। কিন্তু সেজন্য বড়শাকদল গ্রামপঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকা দিয়ে প্রায় ৫ কিলোমিটার ঘুরতে হয়। অন্যদিকে মাত্র ২০০ মিটার চওড়া বিলটি পেরোতে পারলে সহজেই দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ, খাঁরুভাজ, বামনহাট সহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ করতে পারেন স্হানীয়রা। তাই নৌকাতেই ঝুকি নিয়ে বিল পেরোন আট থেকে আশি সকলেই। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষগুলির হালহাকিকত জানার কৌতুহল নিয়েই বেরিয়েছিলাম মঙ্গলবার। নয়ার ছড়ায় ঘাটে নৌকা থাকলেও ছিলেননা কেউই। তাই খানাখন্দে ভরা বেহাল গ্রাভেল রাস্তা দিয়ে ঘুরতে হলো প্রায় ৫ কিমি পথ। সেখানে পৌছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেই ঘিরে ধরে নিজেদের দুর্দশা ও সমস্যা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চাপা ক্ষোভ উগড়ে দিলেন স্হানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার সাত দশক পেরিয়েছে। প্রত্যন্ত এই ব্লকের সামাজিক ও রাজনৈতিক অবস্হার বিভিন্ন ক্ষেত্রে আমুল বদল এসেছে। কিন্তু ভাগ্য বদলায়নি ব্লকের সাহেবগঞ্জ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কুটিশাকদল গ্রামের কয়েক হাজার বাসিন্দার।কারন সাহেবগঞ্জ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্হান করা এই এলাকায় উন্নয়নের ছিটেফোটাও পৌছায়নি । নয়ারছড়ায় স্নান করছিলেন বিশু প্রধান। তিনি আক্ষেপের সুরে জানালেন, সবচেয়ে বড় সমস্যা হল বিল পারাপারের সমস্যা। বিল পেরোলে সহজেই ব্লকের প্রানকেন্দ্র সাহেবগঞ্জ ও সংলগ্ন এলাকায় যাওয়া যায়। অন্যদিকে রাস্তা দিয়ে বিভিন্ন এলাকায় যেতে অনেক হাটতে হয়। রাস্তা বেহাল হওয়ায় গাড়ি বা টোটোও আসতে চায়না। আমরা চাই বিলের উপর সেতুটা হোক। নেতারা ভোটের আগে আসে, ঘোরে। তারপর আর খোঁজ নেয় না। আরেক বাসিন্দা নীতা বর্মন বলেন, অসুখ বা কোন বিপদ হলে রক্ষা থাকেনা। রাতের বেলা নৌকার চলাচল হয়না। তাই কারো বিপদ হলে চিৎকার করতে হয়। ওপারে নৌকা থাকলে অনেক সময় রাতে সাঁতার কেটে নিয়ে আসতে হয়। আমরা চাই সেতুটা হোক। নেতারা প্রতিবার আসে। বলে সেতু হবে, রাস্তাঘাট হবে, জল হবে। কিন্তু কিছু হয়না। কিছুটা দূরে বসেছিলেন আরেক বাসিন্দা বৈদ্যনাথ বর্মন। তার কথায়, এখন জল নেই তাই মনে হচ্ছে ভালো। বর্ষায় একমাত্র রাস্তাটিও তলিয়ে যায়। জলবন্দী থাকতে হয়। তাই চিকিৎসা বা আপদকালীন পরিষেবা পাওয়া যায়না। নেতারা আসেন কিনা? জানতে চাইতেই তার ঝাজালো উত্তর, নেতাদের আমরা জানাই। নেতারা আমাদের চোখে ধুলো দেয়। সব করবো বলে, কিন্তু কিছুই করেনা। আরেক বাসিন্দা আশা বর্মন বলেন, এলাকায় শখানেক পরিবারের বাস। এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অঙ্গনওয়ারী কেন্দ্র রয়েছে। কিন্তু হাট, বাজার, গ্রামপঞ্চায়েত অফিস, বিডিও অফিস, হাইস্কুল সহ সমস্ত গুরুত্বপূর্ন এলাকায় পৌছাতে বিল পেরোতে হয়। নয়তো প্রায় ৫ কিমি দূরের শিমুলবাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। যা যথেষ্ট সময় ও ব্যয় সাপেক্ষ। চিকিৎসায় অসুবিধা ও পড়াশুনার ক্ষতি হয়। নৌকার সমস্যায় অনেকে হাইস্কুলেও যেতে পারেনা। আরেক বাসিন্দা অমূল্য বর্মন বলেন, সাহেবগঞ্জ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হলেও যোগাযোগ ব্যবস্হার অপ্রতুলতায় সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের জলকল্যানমুখী কাজকর্মের ছিঁটেফোটাও পৌছায় না এখানে। এলাকায় গ্রামপঞ্চায়েতের নিয়ন্ত্রনাধীন একটিমাত্র গুরুত্বপূর্ন কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটি সাহেবগঞ্জের নয়ার ছড়ার দক্ষিন প্রান্ত থেকে বড়শাকদল গ্রামপঞ্চায়েতের মীরেরকুঠির সীমানা পর্যন্ত বিস্তৃত। ব্লক ও গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকার সাথে যাতায়াতের জন্য বাসিন্দাদের প্রায় ৫ কিমি দীর্ঘ এই কাঁচা রাস্তা ঘুরতে হয়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করা হয়নি। স্থানীয়দের আরও সংযোজন, এলাকায় অঙ্গনওয়ারী কেন্দ্র ও পানীয় জলের সমস্যাও আছে। এমনকি নৌকা পারাপারের ঘাটটিতে সৌর বাতিটিও নষ্ট। সন্ধা নামলেই অন্ধকারে ডুবে যায় এলাকা। পাশাপাশি নৌকা পারাপারের জন্য গুনতে হয় টাকাও।গ্রামপঞ্চায়েতের নিয়ন্ত্রনাধীন একমাত্র নৌকা সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল করে। এরপর কোন বিপদ ঘটলে প্রবল ভোগান্তিতে




Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 400932